বাজারে এল নতুন Honda Shine. 125CC ইঞ্জিন, 65KMPL মাইলেজের সস্তার বাইক কিনতে মানুষের ঢল

New Honda Shine bike (হোন্ডা সাইন)

ভারতবর্ষের মানুষদের কাছে বিশ্বস্ত বাইক ব্র্যান্ড Honda এবার বাজারে আনলো নতুন Honda Shine. যার স্টাইল আর শক্তিশালী ফিচারের জন্য দারুন জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি যদি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে হোন্ডা সাইন হতে পারে আপনার জন্য সেরা চয়েস। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই বাইকটি আপনি কেন কিনবেন।

New Honda Shine Bike In India

এতগুলো বছর ধরে ভারতের বাজারে ব্যাপক ব্যবসা করেছে হোন্ডা সাইন। শক্তিশালী ও স্টাইলিশ বাইকের জন্য বিশেষ নাম রয়েছে কোম্পানিটির। এর মধ্যে Honda এর তরফে যে নতুন বাইকটি লঞ্চ করা হয়েছে, তার মাইলেজ, গতি, স্টাইল এক কথায় দুর্ধর্ষ। বলা যায়, রাইডারদের এক দেখায় পছন্দ হবার মত বাইক। ইতিমধ্যে অনেক ক্রেতা এই বাইকটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

Honda Shine বাইকটির বিশেষত্ব কী কী?

হন্ডার নতুন বাইক Honda Shine এক কথায় রাইডারদের জন্য পারফেক্ট। বাইকটির প্রিমিয়াম সুবিধা আর শক্তিশালী গঠনের জন্য যেকোনো রাস্তায় স্মুদলি চালানো যায়। এছাড়া বাইকটির ডিজাইন দারুণ আকর্ষণীয় ও আধুনিক। বাইকে অ্যাড করা হয়েছে আকর্ষণীয় গ্রাফিক্স যা অন্য বাইকগুলির তুলনায় এটিকে আলাদা করে। এছাড়া সিল্ক হেডলাইটস এবং টেটেললাইটসও রয়েছে, যা নজর কাড়ার জন্য যথেষ্ট। যাদের কম দামের মধ্যে ভালো কোয়ালিটির বাইক কেনার পরিকল্পনা রয়েছে, তাদের জন্য Shine মডেলটি সবচেয়ে সেরা পছন্দ হতে পারে।

আরও পড়ুন, ভারতের বাজারে এল Vivo V209 5G স্মার্টফোন। পাবেন 50 MP ক্যামেরা, 256 GB স্টোরেজ, 6.7 ইঞ্চি স্ক্রিন। দাম কত?

Honda Shine বাইকের ফিচার্স, মাইলেজ ও গতি

এমন একটি বাইক যেটি দারুন স্পিডে যেকোনো রাস্তায় ছুটতে পারে সেটাই চান রাইডাররা। তাই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বাইকটিতে যুক্ত করা হয়েছে 125cc কাম ইঞ্জিন। ইঞ্জিনটি 10.5 হর্স পাওয়ার পর্যন্ত প্যাভার জেনরেট করার ক্ষমতা রাখে। হাইওয়ে দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলার জন্য এই বাইকটি আরো বেশি করে আদর্শ হয়ে ওঠে। এছাড়া, বাইকটি ৯০/১০০ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ছুটতে পারে। আপনি চাইলে বিভিন্ন শেড যুক্ত বাইকটি পেয়ে যাবেন।

উপসংহার

এবার নতুন বাইক কিনতে চাইলে Honda এর Shine মডেলটি আপনার তালিকায় রাখুন। ভারতের বিভিন্ন স্টোরে বাইকটি পাওয়া যাচ্ছে। ভিজিট করুন আর এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নিন। চাইলে মাসিক EMI তে বাইকটি কিনতে পারবেন। এছাড়া টেক সংক্রান্ত আরও পোস্ট পেতে PB Tech News ফলো করুন।

Scroll to Top