লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 10 এর দুর্দান্ত ফিচার্স। লঞ্চের তারিখ ও সম্ভাব্য দাম জেনে নিন

Google Pixel 10 Pro (গুগল পিক্সেল 10)

আগামী কিছু মাসের মধ্যেই ভারতীয় বাজারসহ সমগ্র বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল এর নবতম ভার্সন Google Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL. এই সিরিজ সম্পর্কে বর্তমানে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এই Google Pixel 10 সিরিজের আসন্ন দুটি মডেলের একাধিক স্পেসিফিকেশন জানা গিয়েছে। ভবিষ্যতে আপনারও যদি একটি ভালো ফিচার যুক্ত স্মার্টফোনের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই স্মার্টফোনটিকে বেছে নিতে পারেন।

Google Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL

বিশ্বের জনপ্রিয় টেক কোম্পানিগুলির মধ্যে Google অন্যতম। আগামী দিনে লঞ্চ হতে চলেছে এই কোম্পানির দুটি নেক্সট জেনারেশন মডেল। ফাঁস হওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, এই মডেল দুটিতে ডিজাইনের পাশাপাশি পারফরম্যান্সের দিকেও যথেষ্ট পরিমাণে নজর দেওয়া হয়েছে। গ্রাহকদের দুর্দান্ত পারফরম্যান্স এক্সপেরিয়েন্স এর জন্য এতে ভালো প্রসেসর, বড় ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা ফিচার সংযুক্ত করা হচ্ছে। এক কথায় বলতে গেলে, বর্তমানে এই দুটি স্মার্ট ফোন নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে।

Google Pixel 10 সিরিজের ডিসপ্লে

গুগল পিক্সেল 10 Pro মডেলটিতে 2856 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হতে পারে বলে খবর রয়েছে। অপরদিকে Pixel 10 Pro XL মডেলে থাকতে পারে 6.8 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে। দুটি ডিসপ্লেতেই 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর পাশাপাশি চড়া রোদের মধ্যেও স্ক্রিন যাতে ভালোভাবে দেখা যায়, তার জন্য এতে থাকছে 3000 নিটস পিক ব্রাইটনেস ফিচার।

Google Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর ক্যামেরা

দুটি মডেলে একাধিক বৈষম্য থাকলেও সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই দুটি মডেলেই 42 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে তথ্য লিক হয়েছে। তবে মডেল দুটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ সংযোজন এর মধ্যে 50MP প্রাইমারি সেন্সর, 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5x অপটিক্যাল জুমের ফিচার যুক্ত 48MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

Google Pixel 10 সিরিজের ব্যাটারি

যে কোন স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপের ফেসিলিটি ভালো হওয়ার উপরে নির্ভর করে সেটির পারফরম্যান্স। এক্ষেত্রে গুগল পিক্সেল 10 Pro মডেলটিতে 29W ওয়্যাড চার্জিং সাপোর্টেড 4,870mAh ব্যাটারি থাকতে পারে। অপরদিকে এই সিরিজের Pro XL মডেলটিতে 39W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুটি স্মার্ট ফোনেই ওয়ারলেস চার্জিং এর ফিচার যুক্ত করা হতে পারে। এক্ষেত্রে 15W ওয়ারলেস চার্জিং ফিচার থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। এর পাশাপাশি ভেপার কুলিং এর সিস্টেমও যুক্ত হতে পারে একটি মডেলে।

আরও পড়ুন, বাজারে এল নতুন Honda Shine. 125CC ইঞ্জিন, 65KMPL মাইলেজের সস্তার বাইক কিনতে মানুষের ঢল

Google Pixel 10 সিরিজের প্রসেসর ও পারফরম্যান্স

Google তাদের ব্র্যান্ড নিউ আপকামিং মডেল দুটিতে Tensor G5 চিপসেট ব্যবহার করতে চলেছে। এর পাশাপাশি এই মডেল গুলিতে 16GB RAM এবং 256GB, 512GB ও 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। যদিও এই স্মার্টফোনের ই ভ্যানিলা মডেলের ক্ষেত্রে Pixel 10 Pro ফোনটিতে 128GB এবং Pro XL মডেলে 256GB স্টোরেজ দেওয়া হতে পারে।

গুগল পিক্সেল 10 সিরিজের সম্ভাব্য লঞ্চ ডেট

এই দুটি ফ্ল্যাগশিপ মডেলের লঞ্চের বিষয়ে এখনো পর্যন্ত Google এর তরফে কোন অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে কোম্পানির তরফে আগামী 20 আগস্ট এই সিরিজটি লঞ্চ হতে পারে বলে খবর রয়েছে। তবে ওই তারিখে লঞ্চ হলেও 28 আগস্ট থেকে স্মার্টফোন দুটির সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে। যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এর আগে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

উপসংহার

আগামীদিনে একটি ভালো স্মার্টফোন কিনতে চাইলে গুগল পিক্সেল 10 Pro এবং Pixel 10 Pro XL মডেল দুটি আপনার তালিকায় রাখতে পারেন। প্রতিমুহূর্তে টেক সংক্রান্ত আরো আপডেট পাওয়ার জন্য PB Tech News ফলো করুন।

Scroll to Top