Realme এর বাজেট সেগমেন্টের লঞ্চ হলো Realme C71 5G স্মার্টফোনটি। বরাবরই রিয়েলমি কমদামের মধ্যে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে তাদের গ্রাহকদের চমক দিয়ে এসেছে। এবারেও মাত্র 8000 টাকা বাজেট থাকলেই 6300mAh দুর্দান্ত 5G স্মার্টফোনটি কিনে নিতে পারবেন আপনিও। এত কম রেঞ্জের মধ্যে আধুনিক 5G কানেক্টিভিটি বেশিরভাগ ব্র্যান্ড এখনো পর্যন্ত নিয়ে আসতে পারেন। তবে রিয়েলমি তাদের গ্রাহকদের জন্য নতুন ধামাকার মাধ্যমে নিয়ে এলো ব্র্যান্ড নিউ Realme Smartphone, C71.
Realme C71 5G Smarphone
অত্যাধুনিক ফিচার, বড় ব্যাটারি, দুর্দান্ত স্টোরেজ ক্যাপাসিটি এবং সিলিক ও স্টাইলিশ ডিজাইনের মধ্যে লঞ্চ হয়েছে রিয়েলমি ফোন রিয়েলমি C71 5G. এত বেশি আধুনিক ফিচারের পাশাপাশি মাত্র 8 হাজার টাকার রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে Pulse LED লাইটের সংযোজন। তাহলে চলুন, বেশি দেরি না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই দুর্দান্ত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের স্পেসিফিকেশন গুলি।
রিয়েলমি C71 5G এর ডিসপ্লে
বাজেটের মধ্যে আধুনিক স্মার্টফোনের দুনিয়ায় অন্যতম হতে চলেছে এই Realme Smartphone. স্মার্টফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির HD+ 120Hz LCD ডিসপ্লে। এর স্মুথ পারফরমেন্সের পাশাপাশি এটি সাপোর্ট করবে 725 নিটস ব্রাইটনেস এবং 16.7 মিলিয়ান কালার্স।
Realme Smartphone এর প্রসেসর
প্রসেসর হিসাবে এই স্মার্টফোনটিতে রয়েছে ইউনিসোক টি৭২৫০ অক্টা-কোর চিপসেট। মডেলটি বর্তমানে Android 15 ভিত্তিক realme UI 6.0 দ্বারা পরিচালিত হবে। এক কথায় বলতে গেলে একাধিক বিচারের পাশাপাশি পারফরম্যান্সের দিক থেকেও অনবদ্য হতে চলেছে Realme C71 5G মডেলটি।
50MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল Vivo X200 FE, রয়েছে 6500mAh এর শক্তিশালী ব্যাটারি
Realme C 71 এর ক্যামেরা
এই স্মার্টফোনটিতে ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যেখানে প্রাইমারি সেন্সর হিসেবে পেয়ে যাবেন 13MP PDAF autofocus সাপোর্টেড ক্যামেরা। এর পাশাপাশি থাকবে Omnivision OV13B সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 5 MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
রিয়েলমি ফোনটির ব্যাটারি
ব্যাটারির মামলাতে এই রেঞ্জের মধ্যে একাধিক স্মার্টফোনকে পিছনে ফেলবে, রিয়েলমির এই মডেলটি। এই স্মার্টফোনটিতে রয়েছে 6300 mAh এর শক্তিশালী বড় ব্যাটারি। এই ব্যাটারী কে অল্প সময়ের মধ্যে চার্জ করার জন্য 15W এর ফাস্ট চার্জিং ফেসিলিটি দেওয়া হচ্ছে। পাশাপাশি থাকছে 6W এর রিভার্স বা ওয়ারলেস চার্জিং সাপোর্ট।
Realme C71 এর দাম
ভারতীয় বাজারে এই স্মার্টফোনটি 4GB RAM+64GB ও 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে প্রথম মডেলটি কিনে নিতে পারবেন মাত্র 7699 টাকায় এবং দ্বিতীয়টির দাম রয়েছে 8699 টাকা। যদিও এর উপরে বিভিন্ন ব্যাংকের অফার মিলিয়ে আরো অনেক কম দামে কিনতে পারবেন এই মডেলটি।
উপসংহার
8 হাজার টাকার কম বাজেটের মধ্যে সেরার সেরা আধুনিক ফিচার যুক্ত স্মার্টফোন হয়ে উঠতে চলেছে রিয়েলমি C71 5G. মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে স্বল্প বাজেটে আধুনিক ফিচারের স্মার্টফোন পৌঁছে দেওয়ার এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।