ব্যাংকিং

Bajaj Finance Personal Loan – টাকার প্রয়োজন হলেই 5 মিনিটে পাবেন। বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোনে আবেদন করুন।

এখন থেকে টাকার দরকার পড়লে আর দুশ্চিন্তা করতে হবে না কাউকে (Bajaj Finance Personal Loan). কারণ যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে মাত্র ৫ মিনিটেই লোন (Loan In 5 Minutes) দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বাজাজ ফাইন্যান্স (Bajaj Finserv). তবে, এর জন্য অবশ্যই মেনে চলতে হবে বিশেষ কিছু শর্ত। বর্তমানে প্রতিটা কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সবচেয়ে বেশি যে জিনিসটির প্রয়োজন হয় সেটা হলো টাকার। আর তাই সমস্ত মানুষ দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Get Instant Bajaj Finance Personal Loan.

কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক অর্থ উপার্জন করতে পারেন না। আর তার ফলে অধিকাংশ মানুষেরই নিজেদের চাহিদা পূরণ হয় না। হয়তো একটা ছোট্ট বাড়ি কিংবা ছোট্ট একটা গাড়ির স্বপ্ন দেখেন অনেকেই। তবে, স্বপ্ন দেখলেই তো হবে না, তা বাস্তবায়িত করার জন্য প্রয়োজন টাকার। কিন্তু অর্থের অভাবে অনেকেরই সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না সেই জন্য অনেকেই Bajaj Finance Personal Loan এর দিকে নিজেদের পা বাড়াচ্ছেন।

পাশাপাশি অর্থ থাকলেও অনেক সময় দেখা যায় ইমারজেন্সি কারণে আমাদের অনেকটা টাকার দরকার পড়ে যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে টাকার জোগাড় করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এখন থেকে আর চিন্তা নেই। যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে লোন দেয়ার জন্য প্রস্তুত রয়েছে Bajaj Finance Personal Loan. যত টাকা দরকার তত টাকাই লোন নিতে পারা যাবে এখান থেকে।

বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে যে কোনো প্রয়োজনের জন্য সহজ শর্তে Bajaj Finance Personal Loan নেওয়া যেতে পারে। তাছাড়া অন্য কোনো ঋণ থাকলেও তাও স্থানান্তর করা যায়। এখান থেকে গ্রাহক তার পড়াশোনা, ব্যবসা, বিবাহ, গাড়ি কেনা, বাড়ি কেনা বা চিকিৎসা ইত্যাদি যে কোনো ধরনের লোন নিতে পারেন। খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই লোন পাওয়ার জন্য তিনি আবেদন জানাতে পারেন।

এক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় গ্রাহককে। ১২ মাস থেকে ৬০ মাসের মেয়াদে এই লোন শোধ করতে হয়। তবে ব্যক্তিগত ঋণ হোক বা অন্যান্য ঋণ সব ক্ষেত্রেই সুদের সঙ্গে ১ শতাংশ প্রসেসিং ফিস সহ সহ জিএসটি দিতে হয় গ্রাহকদের। আর এই লোন একটি বেসরকারি সংস্থা মারফত দেওয়া হয়। সেই জন্য সকল নিয়ম আগে জেনে নিয়ে তবেই আবেদন করা উচিত সকলের Bajaj Finance Personal Loan এর জন্য।

Bajaj Finance Personal Loan Benefits

1) বাজাজ ফাইন্যান্স থেকে পার্সোনাল লোন পাওয়ার জন্য গ্রাহককে কষ্ট করে ব্যাংকে লাইন দিতে হবে না। ঘরে বসেই অনলাইনে আবেদন করুন আর পেয়ে যান লোন।
2) বাজাজ ফিনসার্ভ অনলাইন পার্সোনাল লোন নিতে গেলে কোনরকম গ্যারেন্টার লাগে না।
3) গ্রাহকরা নিজের সুবিধা মত সর্বোচ্চ ৬০ মাস ধরে এই ঋণ পরিশোধ করার সুযোগ পান।
4) গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত লোন অনলাইনে দেয় বাজাজ ফিনসার্ভ।

Bajaj Finance Personal Loan Interest Rate

1) কোনো ব্যক্তি যদি কোনো বাজাজ ফিনসার্ভ পার্সোনাল লোন নেন তবে বার্ষিক ১১-৩৫% সুদ দিতে হবে গ্রাহককে।
2) বিবাহের জন্য লোনের ক্ষেত্রে ১৩% সুদ নেওয়া হয় বছরে।
3) যদি বাজাজ ফাইন্যান্স ক্রেডিট কার্ড থাকে, তবে সেখান থেকে লোন নিলে বার্ষিক ৩.৯৯% হারে সুদ ধার্য হবে।
4) কোনো রকম মেডিকেল ইমারজেন্সি বাবদ লোন নিলে ১১% প্রতি বছরে জমা করতে হয় সুদ হিসেবে।

Bajaj Finance Personal Loan Apply Criteria

1) বাজাজ ফাইন্যান্স অনলাইন লোন পেতে গেলে প্রথমেই গ্রাহককে ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
2) কেবল বাজাজ কোম্পানির কাস্টমাররাই এই লোন নিতে পারবেন।
3) ঋন গ্রহীতার অবশ্যই নিজস্ব একটি স্থায়ী আয়ের উৎস থাকতে হবে।
4) ঋণ গ্ৰহীতার বয়স হতে হবে ২৪ থেকে ৭২ বছরের মধ্যে।

Bajaj Finance Personal Loan Online Apply Documents

1) পরিচয়ের যে কোন একটি প্রমাণ অর্থাৎ পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
2) স্থায়ী ঠিকানার একটি প্রমাণ।
3) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
4) বাজাজ ফাইন্যান্স ব্যাংকের পাস বই।
5) আয়ের প্রমান হিসেবে কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম ১৬।

Bajaj Finance Personal Loan Online Apply Process

1) প্রথমে বাজাজ ফিনসার্ভের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) হোম পেজের উপর পার্সোনাল লোন অপশন দেখতে পাওয়া যাবে যেখানে ক্লিক করতে হবে।
3) যদি পার্সোনাল লোনে ক্লিক করে তার ভেতর বিভিন্ন সাব ক্যাটাগরী দেখাবে তার মধ্যে প্রয়োজন অনুযায়ী যে কোন একটি বাছতে হবে (Bajaj Finance Personal Loan).

Cash Withdrawal (টাকা তোলার নিয়ম)

4) এরপর এপ্লাই নাও বাটনে ক্লিক করলে নতুন পেজ খুলবে, যেখানে লোনের জন্য এপ্লিকেশন ফর্ম আসবে। এখানে গ্রাহকের নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, পিন কোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা ইত্যাদি নির্বাচন করতে হবে।
5) এরপর লোন সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন কোন কারণে লোন নিচ্ছেন, কত সময়ের মেয়াদে তা শোধ করবেন ইত্যাদি লিখতে হবে Bajaj Finance Personal Loan এপ্লাই।

এই কাজ করলেই প্যান কার্ড গ্রাহকদের জরিমানা দিতে হবে। আগে জেনে সতর্ক হন।

6) সব কিছু হয়ে গেলে সাবমিট বাটন ক্লিক করতে হবে। তাহলে লোনের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে। লোনের বিষয় যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে গ্রাহককে তার নিকটবর্তী বাজাজ ফিনসার্ভ ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে অথবা তিনি হেল্পলাইনেও কানেক্ট হতে পারেন। টোল ফ্রি নম্বর – 029 7157 6064. ইমেল আইডি [email protected]. তবে উক্ত পদ্ধতি অবলম্বন করে বাজাজ ফাইন্যান্সের লোন এর সাহায্যে সহজেই লোন পেতে পারেন গ্রাহকেরা।
Written by Sampriti Bose.

10 লক্ষ টাকার বেশি রোজগার হলেও আয়কর দিতে হবে না। মোদী সরকারের বড় ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button