মধ্যবিত্ত পরিবারগুলির গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে Maruti Dzire 2025. একাধিক স্মার্ট ফিচার, দুর্দান্ত ডিজাইন এবং আরামদায়ক ড্রাইভিং এর ফেসিলিটির সাথে আসতে চলেছে ছোট পরিবারের স্বপ্ন পূরণের সাথী Maruti Suzuki এর এই গাড়ি। আপনার গাড়ি কেনার ইচ্ছাটি এই বছরের মধ্যেই পূরণ করতে চাইলে অবশ্যই জেনে নিন Maruti Dzire 2025 এর বিশেষ ফিচার গুলি।
Maruti Dzire 2025
ব্যান্ড নিউ মারুতি ডিজায়ার মডেলটিকে ছোট পরিবারের গাড়ি বলা যেতে পারে। এটিতে আধুনিক প্রজন্মের একাধিক ফিচার সংযুক্ত করা হয়েছে। এই গাড়ির (Maruti Suzuki cars) ফিচার গুলি রীতিমত তাক লাগাবে নতুন প্রজন্মকে। এই কারণেই গাড়িপ্রেমীদের কাছে ফার্স্ট চয়েজ হতে চলেছে Maruti Desire 2025।
মারুতি ডিজায়ার 2025 এর ডিজাইন
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে অত্যন্ত আধুনিক এবং বিশেষ লুক দেবে Maruti Desire 2025 এর মডেলটি। গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এতে থাকছে LED হেড ল্যাম্প ও টেল ল্যাম্প। এর সামনের দিকের DRL মডেলটিকে আরো বেশি নতুনত্ব করে তুলেছে।
মারুতি সুজুকি ডিজায়ার ২০২৫ এর ইঞ্জিন
এই গাড়িতে রয়েছে 1.2 লিটারের বড় পেট্রোল ইঞ্জিন। এর পাশাপাশি গ্রাহকেরা এই গাড়িটি কিনলে ম্যানুয়াল এবং এমটি গিয়ার বক্স এর ফেসিলিটি পাবেন। গাড়ির সব থেকে বিশেষত্ব হলো তার মাইলেজের বিষয়টি। এই গাড়ি প্রতি লিটারে 25.71 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। যদিও পেট্রোলের খরচ বাচানো এবং পরিবেশবান্ধব করে তোলার জন্য এই একই মডেলের সিএনজি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ভ্যারিয়েন্টটি প্রতি কেজিতে 33.73 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে।
আরও পড়ুন, বাজারে এল নতুন Honda Shine. 125CC ইঞ্জিন, 65KMPL মাইলেজের সস্তার বাইক কিনতে মানুষের ঢল
Maruti Dzire 2025 এর সেফটি ফিচার
বিশ্বব্যাপী গাড়ি রেটিং এর NCAP থেকে 5 স্টার প্রাপ্ত এই গাড়িতে ব্লাইন্ড স্পট মনিটরিং এর পাশাপাশি 360 ডিগ্রী ক্যামেরা রয়েছে। এরপরে এই গাড়িটি কম্পার্ট সেভেন এর আওতায় পড়ছে।
Maruti Dzire 2025 এর ডিজিটাল ফিচার
ডিজিটালি গাড়িটিকে আধুনিক করে তোলার জন্য এই গাড়িতে রয়েছে 9 ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেইনমেন্ট সিস্টেম। এর পাশাপাশি আরামদায়ক ড্রাইভিং এর জন্য এতে যোগ করা হয়েছে প্লাস সিট, চামড়া দিয়ে কভার করা স্টিয়ারিং উইল এবং অন্যান্য একাধিক সুবিধা।
মারুতি সুজুকি ডিজায়ার ২০২৫ এর কেবিন
নতুন প্রজন্মের কথা ভেবে তৈরি করা এই গাড়ির কেবিনে পাঁচ জন যাত্রীর বসার মতো ডিজাইন করা রয়েছে। এর পাশাপাশি রয়েছে পর্যাপ্ত লেগ রুম সহ স্টোরেজ ফ্যাসিলিটি। কমফোর্টেবল রাইড এর জন্য আধুনিক কুশানিং সিস্টেমের সাথে তৈরি করা হয়েছে এর প্রত্যেকটি সিট।
উপসংহার
সব মিলিয়ে Maruti Desire 2025 গাড়িটি ছোট মধ্যবিত্ত পরিবারের জন্য তাদের স্বপ্নপূরণের চাবিকাঠি হতে চলেছে। বিশেষত এর একাধিক ফিচার এবং মাইলেজের সুবিধা এটিকে নতুন প্রজন্মের কাছে প্রথম শ্রেণীর গাড়ী গুলির মধ্যে অন্যতম করে তুলেছে। তাই এই বছরের মধ্যে নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে অবশ্যই এই গাড়িটি আপনার তালিকায় রাখতেই পারেন। পাশাপাশি এমনই টেক সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য PB Tech News ফলো করুন।