কম দামে ভালো ফিচার যুক্ত স্মার্টফোনের বাজারে এবার দুর্দান্ত কম্পিটিশন এনে দিয়েছে Samsung Galaxy F36 5G. স্যামসাং মোবাইলের দুর্দান্ত এই স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, বড় শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরার মতো একাধিক ফিচার রয়েছে। ভারতীয় মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই একাধিক ফ্লাগশিপ লেভেলের সাধ পূরণ করবে এই ব্র্যান্ড নিউ স্মার্টফোন। মিড রেঞ্জের বাজেটে যে সমস্ত গ্রাহকেরা আকর্ষণীয় ফিচার যুক্ত আধুনিক 5G মডেল খুজছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি অনবদ্য। তাই আর দেরি না করে Samsung Galaxy F36 মডেলটির বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F36 5G
ভারতীয় বাজারে মধ্যবিত্তদের পকেটের কথা চিন্তা করেই আধুনিক একাধিক ফিচারের সাথে লঞ্চ হচ্ছে Samsung Galaxy F36. অবিশ্বাস্যকর ফিচারের সাথে এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে বিক্রি হচ্ছে মাত্র 13,999 টাকা থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই ব্র্যান্ড নিউ এই মডেলটির সেল শুরু হচ্ছে ভারতীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে।
Samsung গ্যালাক্সি F36 এর ডিসপ্লে
Samsung এর ফ্ল্যাগশিপ মডেল গুলির মতোই দুর্দান্ত প্রিমিয়াম লুক এর সাথে এই স্মার্টফোনটি লঞ্চ হতে হচ্ছে। স্মুথ স্ক্রলিং এবং ভালো কোয়ালিটির ইউজার এক্সপিরিয়েন্স এর জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.6 ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে। গ্রাহকদের দুর্দান্ত ভিউ অ্যাঙ্গেলের জন্য এই স্মার্টফোনে থাকছে Infinity U Cut ডিসপ্লে।
Samsung Galaxy F36 এর পারফরম্যান্স ও প্রসেসর
বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6100+ প্রসেসর। এটি 5G পাশাপাশি স্ন্যাপি পারফরম্যান্স দিতেও সক্ষম হবে। স্মার্টফোনটির পারফরম্যান্স বর্তমানে Android 14 ভিত্তিক এবং এটি ইউজার ফ্রেন্ডলি One UI Core 6.1 ইন্টারফেস একসাথে লঞ্চ হচ্ছে।
লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 10 এর দুর্দান্ত ফিচার্স। লঞ্চের তারিখ ও সম্ভাব্য দাম জেনে নিন
Samsung Galaxy F36 5G এর স্টোরেজ ক্যাপাসিটি
এই স্মার্টফোনটি 6GB ও 8GB RAM ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB পর্যন্ত অপশন। অতিরিক্ত স্টোরেজদের জন্য এই স্মার্টফোনটিতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করা যেতে পারে।
স্যামসাং গ্যালাক্সি F36 এর ক্যামেরা কোয়ালিটি
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই স্যামসাং মোবাইল এর ডিজাইন এবং ক্যামেরা কোয়ালিটি আকর্ষণীয় ভাবে তৈরি করা হয়েছে। Samsung এর এই ব্র্যান্ড নিউ মডেলের ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপে থাকছে Optical Image Stabilization (OIS) যুক্ত 50MP প্রাইমারি সেন্সর। এর পাশাপাশি রয়েছে আরও দুটি ক্যামেরা সেন্সর যা মূলত ম্যাক্রো এবং ডেপথ সেন্সর হিসাবে কাজ করবে। অর্থাৎ ব্যাক ক্যামেরার সাহায্যে স্যামসাংয়ের এই স্মার্টফোনটিতে DSLR এর মতই অনবদ্য ছবি তোলা সম্ভব হবে। এর পাশাপাশি ভিডিও কলিং এবং সেলফির জন্য এর ফ্রন্ট ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
Vivo X Fold 5 ও Vivo X200 FE স্মার্টফোন লঞ্চ হল। দাম, স্পেসিফিকেশন ও AI ফিচার সম্পর্কে জেনে নিন
Samsung Galaxy F36 এর ব্যাটারি
Samsung Galaxy F36 ফোনে দুর্দান্ত পারফরমেন্স এবং ভালো ক্যামেরার পাশাপাশি এই স্মার্টফোনে রয়েছে 6000mAh শক্তিশালী ব্যাটারি। একবার চার্জ করলেই স্মার্ট ফোনটি 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করছে সংস্থা। অপরদিকে এত বড় ব্যাটারির ফার্স্ট চার্জিং এর জন্য এতে রয়েছে 25W দ্রুত চার্জিং সাপোর্ট ফেসিলিটি।
উপসংহার
মধ্যবিত্তদের একেবারে বাজেটের মধ্যে এত বড় ব্যাটারি এবং একাধিক আকর্ষণীয় ফিচারের সাথে আসতে চলেছে Samsung Galaxy F36. এক কথায় বলতে গেলে, অফিস যাত্রী যুবক-যুবতী হোক কিংবা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সকলের জন্যই এই স্যামসাং মোবাইলটি 15,000 এর বাজেটে সবথেকে ভালো অপশন হয়ে উঠতে পারে। তবে এখনো পর্যন্ত এই স্মার্টফোনের লঞ্চিং ডেট সম্পর্কে অফিসিয়াল ভাবে কোন ঘোষণা হয়নি। সূত্রের তরফে জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই ফ্লিপকার্ট সহ ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে এই প্রিমিয়াম ডিজাইনের নতুন স্মার্টফোনটি।