আধুনিকতার সঙ্গে নতুন রূপে লঞ্চ হচ্ছে Tata Sumo 2025 গাড়ি। এর একাধিক ডিজিটাল টেকনোলজি ও অত্যাধুনিক ফিচার গুলি জেনে নিন এখনই

tata sumo 2025 (টাটা সুমো)

ভারতের বাজারে নতুন রূপে লঞ্চ হচ্ছে টাটা এর জনপ্রিয় গাড়ি Tata Sumo 2025. ভারতে প্রচলিত একাধিক জনপ্রিয় গাড়ির মধ্যে অন্যতম টাটা সুমো। এই গাড়িটি ভারতের বাজারে আইকনিক এমইউভি (MUV) হিসেবেও পরিচিত। ২০১৯ সালে এর উৎপাদন বন্ধ হলেও ২০২৫ সালে আবার নতুন রূপে ফিরে এসেছে সকলের পছন্দের Tata Sumo এর নতুন আধুনিক মডেল। এই নতুন মডেল আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি ও সুরক্ষা বৈশিষ্ট্যের মাধ্যমে প্রায় চার বছর পর ধামাকা আনল Tata Sumo 2025.

টাটা সুমো নামটা শুনলেই আমাদের অনেকের চোখে ভেসে ওঠে এক শক্তপোক্ত, পরিবার-বান্ধব গাড়ির ছবি। বহু বছর ভারতীয় সড়কে রাজত্ব করা এই গাড়ি আবার ফিরছে নতুন রূপে, আরও আধুনিক ও আরও স্টাইলিশ হয়ে। তাহলে আর দেরি কিসের? নতুন ফিচার যুক্ত আধুনিক গাড়ির স্বপ্নপূরণের ইচ্ছা থাকলে অবশ্যই জেনে নিন এই গাড়ির বিশেষ ফিচার গুলি সম্পর্কে।

Tata Sumo 2025 New Look

টাটা সুমো এর ব্র্যান্ড নিউ ২০২৫ মডেলটিকে ভারতীয় বাজারে বিশেষ করে নতুন প্রজন্মের যুবক-যুবতীদের কাছে আকর্ষণীয় গড়ে তোলার জন্য এতে ব্যবহার করা হয়েছে নতুন ফ্রন্ট গ্রিল, LED হেডল্যাম্প ও DRL. গাড়ির পাশের দিকে স্টাইলিশ হুইল আর্ক, ১৭–১৮ ইঞ্চির অ্যালয় হুইল ও ডুয়াল‑টোন পেইন্ট স্কিম–এর মাধ্যমে Tata SUV টিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে। পাশাপাশি গাড়ির পিছনের দিকে LED টেইলল্যাম্প, রিডিজাইন্ড টেইলগেট ও স্পয়লার–এর মাধ্যমে প্রায় লাক্সারি বৈশিষ্ট্য ফুটে উঠেছে Tata Sumo এর 2025 মডেলটিতে।

আরামদায়ক Inside Design

Tata Sumo 2025 ব্যান্ড নিউ মডেল টিতে ৭, ৮ বা ৯ সিটারের বিভিন্ন লেআউটে স্পেসফুল কেবিন, ফোল্ডেবল সিট সংযুক্ত করা হয়েছে। এর ফলে গাড়ির মধ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া কিংবা দূরে কোথাও ট্রাভেল করার ক্ষেত্রে একেবারে উপযোগী হয়ে উঠবে এই মডেলটি। পাশাপাশি একটি ছোট থেকে মাঝারি ভারতীয় পরিবারের ক্ষেত্রেও একেবারেই উপযোগী এর সিটিং এরেঞ্জমেন্ট।

Tata Sumo 2025 এর আকর্ষণীয় টেকনোলজি

টাটা এর ব্র্যান্ড নিউ মডেলটিতে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, ডিজিটাল ক্লাস্টার এবং ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সুবিধা রয়েছে। যার ফলে এটি প্রযুক্তিগত দিক থেকেও লাক্সারি পরিবেশ তৈরি করে দিচ্ছে। পাশাপাশি আধুনিকতার সাথে সমঞ্জস্য রেখে এই মডেলটিতে দেওয়া হয়েছে প্যানোরামিক সানরুফ (উপরে একটি সেগমেন্ট-ফার্স্ট), ট্রাই-জোন ক্লাইমেট কন্ট্রোল, হ্যামার কার্ডন সাউন্ড ইত্যাদি অপশন।

বাজার কাঁপাতে এলো Maruti Dzire 2025 এর নতুন মডেল। 34 কিমি মাইলেজ, 5 স্টার সেফটি রেটিং, টাচ স্ক্রিন সহ প্রচুর ফিচার্স

টাটা সুমো 2025 এর ইঞ্জিন ও পারফর্মেন্স

ইঞ্জিনের দিক থেকে, নতুন সুমোতে থাকছে পেট্রোল ও ডিজেল এর অপশন। ডিজেল ভার্সনটি ২.০ লিটার ইঞ্জিনসহ আসবে এবং পেট্রোল ভার্সনে থাকছে ১.৫ লিটার টার্বো ইঞ্জিন। এছাড়াও, ভবিষ্যতে এই একই মডেলের ইলেকট্রিক মডেলও আসতে পারে বলে জানা গেছে, যেটি একবার চার্জে ৪০০ কিমি পর্যন্ত চলতে পারবে। মূলত পরিবেশবান্ধব প্রকৃতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে পারে টাটা কোম্পানি।

সাসপেনশন ও ওফ-রোড ক্ষমতা

এই গাড়িটি শুধুমাত্র শহরের জন্য নয়, গ্রামের রাস্তাও অনায়াসে পাড়ি দিতে পারবে। গ্রাম্য এলাকার বিভিন্ন কাঁচা রাস্তা দিয়ে চালানোর জন্যে Tata Sumo 2025 এ থাকবে অফ-রোড ড্রাইভিংয়ের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সাসপেনশন ব্যবস্থা। এর পাশাপাশি সেফটি ফিচার হিসেবেও একাধিক সুযোগ-সুবিধা মিলবে এই ব্র্যান্ড নিউ কার মডেলটিতে।

Tata Sumo 2025 এর দাম

এখনো পর্যন্ত অফিশিয়াল ভাবে ২০২৫ সালের টাটা-সুমো মডেলটির দাম জানানো হয়নি। একাধিক ফিচার এবং আধুনিকতার বিশেষত্ব দেখে এই গাড়িটির সম্ভাব্য একটি দাম সুত্রের মাধ্যমে জানা গিয়েছে। এসেছে মডেলটির বেস ভেরিয়েন্টের দাম শুরু হতে পারে আনুমানিক 9 লাখ টাকা থেকে এবং এর প্রিমিয়াম ভ্যারিয়েন্টের দাম যেতে পারে 18 লাখ থেকে 22 লাখ টাকায়। যদিও ভারতীয় বাজারে সম্পূর্ণভাবে লঞ্চ না হওয়া পর্যন্ত দামের বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।

উপসংহার

ভারতীয় গাড়ির বাজারে আবারও নতুন রূপে ফিরে আসছে সকলের পছন্দের Tata Sumo 2025. নতুন রূপে এই মডেলটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন গ্রাহকেরা। পাশাপাশি ভারতীয় গাড়ি বাজারে যে এই নতুন সুমো মডেলটি নতুন করে প্রতিযোগিতা তৈরি করবে, তা বলাই বাহুল্য। তাই আপনি যদি নিজের স্বপ্ন পূরণের জন্য একটি দুর্দান্ত গাড়ি কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে আর কিছুদিন অপেক্ষা করে ব্র্যান্ড নিউ টাটা সুমো মডেলটি কিনে নিতেই পারেন।

Scroll to Top