ভারতের বাজারে এল Vivo V209 5G স্মার্টফোন। পাবেন 50 MP ক্যামেরা, 256 GB স্টোরেজ, 6.7 ইঞ্চি স্ক্রিন। দাম কত?

Vivo V209 5G স্মার্টফোন

মোবাইল প্রেমীদের জন্য সুখবর। সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হল Vivo V209 5G স্মার্টফোনটি। এতসব দুর্দান্ত ফিচার একসঙ্গে করে ভিভো ফোনটিতে রাখা হয়েছে যে আপনিও হাতে পেলে খুশি হবেন। যে কোনো বয়সের ক্রেতার জন্যই এই ফোনটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। আপনার মোটামুটি একটা বাজেট থাকলেই এই ফোনটি কিনে নিতে পারেন। আসুন ফোনের ফিচার্স গুলি সম্পর্কে জানা যাক।

Vivo V209 5G Smartphone Review

ভারতের বাজারে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলির দিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল VIVO. এই ফোনের ব্রান্ডটি বর্তমানে একের পর এক দুর্ধর্ষ মোবাইল ফোন লঞ্চ করছে। ফোনগুলিতে এত সব ফিচার রয়েছে যে আপনিও অবাক হবেন। অনেকেই আছেন যারা লাখ টাকার ফোন কিনতে দুবার ভাবেন। তাঁদের জন্য তুলনায় সস্তা ফোনটি সেরা চয়েস হতে পারে।

Vivo V209 এর বিশেষত্ব

ভিভো কোম্পানির তরফে লঞ্চ করা নিউ স্মাট ভিভো V209 5G ফোনটি ভারতীয় মার্কেটে আসার পর থেকেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ফোনটি একাধারে প্রিমিয়াম লুক আর তার সাথে দুর্দান্ত দক্ষতা এবং সেরার সেরা পারফরম্যান্স দেওয়ার সাথে গ্রাহকদের কাছে চাহিদার কারণ হয়েছে। বলাই বাহুল্য, ভারতের মার্কেটে এই ফোনটি আলাদা করে চাহিদা তৈরি করতে সক্ষম।

Vivo V209 এর ডিজাইন

Vivo V29 5G স্মার্টফোনটির ডিজাইন এমনই যা এক দেখায় আপনার পছন্দ হয়ে যাবে। এই ফোনটিতে সিল্কি এবং প্রিমিয়াম লুক রাখা হয়েছে। ফোনটির 6.7 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট একে সাপোর্ট করে। সব মিলিয়ে ফোনটির ডিজাইন আপনার নজর কাড়তে বাধ্য।

Vivo V209 5G-এর ক্যামেরা

Vivo V209 5G এই ফোনটিতে ঝকঝকে ক্যামেরা রাখা হয়েছে। আপনি পাচ্ছেন 50MP+ 8MP+2MP ক্যামেরা। ফটো, ভিডিও যাই তুলুন সবটাই হবে আপনার মন পছন্দ।

Vivo V209 এর ব্যাটারি

একটি নতুন ফোন কিনবেন আর তার ব্যাটারি ক্ষমতা দেখবেন না? তাই আবার হয় নাকি? এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 4600 এর দীর্ঘ শক্তির সাথে 80W কা ফাস্টিং সফটওয়্যার। ঘড়ি ধরে মাত্র ১৮ মিনিটে আপনার স্মার্টফোনটি 50% চার্জ পুরো হয়ে যাবে।

Vivo V209 5G ফোন এর দাম

ভিভোর এই দুর্দান্ত ফোনটির দাম রাখা হয়েছে ৪০ হাজার টাকার মধ্যেই। এই ফোনটি মূলত পাওয়া দুই ওয়েরিয়েন্টে পাওয়া যাচ্ছে যেটি 8GB র‍্যাম 128GB স্টোরেজ যুক্ত, সেটির দাম রাখা হয়েছে 33999/- টাকা। আর যেটি 12GB র‍্যাম 256জিবি স্টোরেজ যুক্ত, সেটির দাম রাখা হয়েছে 34999/- টাকা।

উপসংহার

তাহলে কী বুঝলেন? নতুন ফোন কিনবেন এমন কোনো পরিকল্পনা থাকলে Vivo এর নতুন সেটটি অনায়াসে কিনতে পারেন। তবে অবশ্যই কেনার আগে সম্পূর্ণ ডিটেলস একবার চেক করে নেবেন। অনলাইন ও অফলাইন স্টোরে ফোনটি পাচ্ছেন।

Scroll to Top