বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতীয় বাজারে লঞ্চ হল আধুনিক মডেলের কম্প্যাক্ট স্মার্টফোন Vivo X200 FE. ভারতীয় বাজারের ভিভো ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। বহুদিন ধরেই Vivo X200 FE মডেলটির বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছিল। এই স্মার্টফোনটিতে রয়েছে দুর্দান্ত শক্তিশালী ব্যাটারি এবং বড় মাপের ডিসপ্লে। এর পাশাপাশি ক্যামেরার দিক থেকেও অনবদ্য এই নতুন মডেলটি। নতুন জেনারেশন এর কাছে যে এই মডেলটি অন্যতম আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে, সেই কথা আলাদা করে বলাই বাহুল্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশন এবং দামের বিবরণ।
Vivo X200 FE Smartphone
ভারতীয় বাজারে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ভিভো ব্র্যান্ডের নতুন স্মার্টফোন X200 FE. ভারতীয় ই-কমার্স কোম্পানির flipkart সহ বিভিন্ন রিটেল আউটলেট থেকে আগামী ২৩ শে জুলাই থেকে এই স্মার্টফোনটির বিক্রি শুরু হচ্ছে। দুর্দান্ত এই মডেলটি অ্যাম্বার ইয়েলো, ফ্রস্ট ব্লু এবং লাক্স গ্রে এই তিনটি কালার ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এর পাশাপাশি দেওয়া হয়েছে একাধিক অনবদ্য ফিচার। এক কথায় বলতে গেলে vivo ব্র্যান্ডের এই ফ্ল্যাগশিপ মডেলটি এই রেঞ্জের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডকে সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছে।
ভিভো x 200 FE এর ডিসপ্লে
Vivo কোম্পানির প্রথম ফ্লাট স্ক্রিন কমপ্যাক্ট ফ্লাগশিপ স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে ভিভো x 200 FE মডেলটি। স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে Zeiss-Master Colour কালার টেকনোলজি সাপোর্টেড 6.31 ইঞ্চি ডিসপ্লে।
Vivo X200 FE এর পারফরমেন্স এবং প্রসেসর
কোম্পানির জনপ্রিয় X200 মডেলের এই ফোনের পারফরম্যান্স কোয়ালিটি এনহ্যান্সমেন্ট এর জন্য এতে MediaTek Dimensity 9300+ প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক স্টোরেজ অপশনের সাথেও গ্রাহকেরা কিনে নিতে পারবেন ব্র্যান্ড নিউ মডেলটি। Android 15 ভিত্তিক Vivo FunTouch OS 15 এ চালিত ভিভো এর এই মডেলটিতে 12GB/16GB RAM এবং 256GB/512GB স্টোরেজ অপশন দেওয়া হচ্ছে।
Vivo X200 FE এর ক্যামেরা
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য এই স্মার্টফোনটি এই রেঞ্জের মধ্যে অন্যতম ভালো অপশন হতে পারে। ভিভো এর এই স্মার্টফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে OIS সাপোর্টেড 50MP এর Sony IMX921 ক্যামেরা সেন্সর। এর পাশাপাশি অন্য দুটি ক্যামেরা সেগমেন্টে এড করা হয়েছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল 8MP সেন্সর এবং 50MP এর 3x অপটিক্যাল জুম ক্যামেরা সেন্সর। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলিং এর জন্যও থাকছে 50MP এর শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা।
ভিভো x 200 FE এর ব্যাটারি
একটি স্মার্টফোনের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে তার পাওয়ার ব্যাকাপ এবং ব্যাটারির উপরে। Vivo এর এই নতুন মডেলটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh এটি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভো x 200 FE এর দাম
প্রতিও বাজারে এই স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যেখানে এর বেস মডেলটির (12GB RAM+256GB) দাম 54,999 টাকা রাখা হয়েছে এবং এর টপ ভ্যারিয়েন্ট (16GB RAM+512GB) এর দাম 59,999 টাকা রাখা হয়েছে।
উপসংহার
উপরে উল্লেখিত একাধিক বিচারের পাশাপাশি এই স্মার্টফোনটিতে জল এবং ডাস্ট প্রুফিং এর মত একাধিক আকর্ষণীয় এবং আধুনিক ফিচার রয়েছে। Vivo ব্র্যান্ডের ফ্লাগশিপ সেগমেন্টের যে কোন মডেল কিনতে চাইলে অবশ্যই ব্র্যান্ড নিউ এই মডেলটি বেছে নিতে পারেন। এরকমই আরো টেক সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য PB tech News ফলো করুন।