সরকারি নথি

Aadhaar PAN Link – প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সহজ পদ্ধতি সম্পর্কে জানুন আর মাত্র 9 দিন বাকি।

প্যান কার্ড ও আধার কার্ড ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র, আর এই Aadhaar PAN Link করার নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে। দেশের নাগরিকদের প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত করার মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত ৩১ শে মার্চের মধ্যে সকল নাগরিকদের এই প্যান ও আধার কার্ড লিঙ্ক করতে বলা হয়েছিল কিন্তু সরকারের তরফে এই সময়সীমা আগামী ৩০ শে জুন ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তবে এরই সঙ্গে কিছু নিয়মেরও পরিবর্তন করা হয়েছে।

Aadhaar PAN Link Simple Process.

এক পরিসংখ্যান অনুসারে ১৩৭ কোটি ২৮ লাখ ৬৩ হাজার ৯১১ জনের বেশি নাগরিকের আধার কার্ড আছে এবং কয়েক কোটি মানুষের প্যান কার্ড আছে এবং এখনো পর্যন্ত এর মধ্যে ৮০% মানুষের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে (Aadhaar PAN Link) এবং এখনো পর্যন্ত কয়েক কোটি মানুষের এই লিঙ্ক করা হয়নি, এই বিপুল সংখ্যক মানুষের লিঙ্ক করার আগে এই সকল নিয়ম মেনে নিতে হবে।

আর মাত্র ৯ দিন বাকি ৩০ শে জুন আসতে এরপরে এই Aadhaar PAN Link নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই সম্পর্কে আমরা কিছুই জানি না। এর আগে এই আধার প্যান লিঙ্ক বিনামূল্যে হত, তারপরে ৫০০ টাকা নেওয়া হত এবং এখন ১ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। অনেক বিশেষজ্ঞদের মত অনুসারে এবারে জরিমানা আরও বৃদ্ধি করা হতে পারে!! আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে লিঙ্ক করবেন।

Aadhaar PAN Link অনলাইনে কিভাবে করবেনঃ-
১) www.incometax.gov.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে।
২) Link Aadhaar অপশনে যেতে হবে।
৩) আপনাকে নিজের প্যান ও আধার নম্বর দিয়ে দিতে হবে।

৪) এরপরে আপনাকে জরিমানা দিতে বলা হবে।
৫) এর জন্য আপনাকে নিজের প্যান কার্ড (PAN Card) নম্বর ফের লিখে দিতে হবে ও মোবাইল নম্বর লিখে দিতে হবে।
৬) Proceed অপশনে ক্লিক করে নিতে হবে।

৭) Assesment Year ২০২৪ – ২০২৫ লিখে দিতে হবে।
৮) অনলাইনে নেট বাংকিং এর মারফৎ আপনারা এই টাকা জমা করতে পারবেন।
৯) আপনারা নিজেদের নেট বাংকিংকে লগ ইন করে নিয়ে এই টাকা দিয়ে দিলেই আপনাদের আবেদন মঞ্জুর হবে।

১০) এরপরে ৪৮ ঘণ্টা বাদে আপনাকে ফের এই ওয়েবসাইটে এসে আপনার প্যান কার্ড ও আধার কার্ড এর তথ্য লিখতে হবে।
১১) আপনার মোবাইলে একটি OTP দেওয়া হবে এই কাজ করলে Aadhaar PAN Link সম্পন্ন হবে।
১২) তখন আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার Aadhaar PAN Link সম্পন্ন হয়ে গেছে।

Business Idea – চাকরি পাচ্ছেন না? চিন্তা নেই আজ থেকেই শুরু করুন এই ব্যবসা, মাসিক আয় 1 লক্ষের বেশি।

PB Tech News এর তরফে থেকে সকল নাগরিকদের অনুরধ করা হচ্ছে আরও বেশি জরিমানা এড়ানোর জন্য সকলে ৩০ শে জুনের মধ্যে এই কাজ সম্পন্ন করুন। আর এই বিষয় নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

SBI Loan – ষ্টেট ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুযোগ 10 লক্ষ টাকা পেতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button