চাকরির খবর

Barrackpore Cantonment Board – মাধ্যমিক পাশে সরকারি ক্লার্ক সহ অন্য পদে নিয়োগ, আবেদনের পদ্ধতি দেখে নিন।

আজ থেকে ২৫৭ বছর আগে ১৭৬৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই Barrackpore Cantonment Board এর স্থাপনা করেছিল। বর্তমানে এই এলাকা প্রতিরক্ষা মন্ত্রালয়ের নিয়ন্ত্রণে রয়েছে। চলতি মাসে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য ক্লার্ক সহ কিছু পদের জন্য চাকরি প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

Barrackpore Cantonment Board এর চাকরির বিস্তারিত তথ্য।

অ্যাসিস্ট্যান্ট টিচার, স্টেনোগ্রাফার ও ডিভিসন ক্লার্ক পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে – মেয়েরা এই Barrackpore Cantonment Board এ চাকরির আবেদন করতে পারবে। নুন্যতম মাধ্যমিক পাশ থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। সর্বচ্চো বেতন হতে চলেছে ৩৭,১০০। আজকে আমরা আবেদনের পদ্ধতি, যোগ্যতা, নথি ও নিয়োগের পদ্ধতি সম্পর্কে জেনে নেব।

Bangla Sahayata Kendra – তে রাজ্য সরকারের তরফে শীঘ্রই কর্মী নিয়োগ করা হবে, আবেদনের পদ্ধতি দেখে নিন।

Barrackpore Cantonment Board আবেদনের যোগ্যতাঃ-
১) ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
২) স্টেনোগ্রাফার পদের জন্যও মাধ্যমিক পাশ লাগবে।
৩) অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং এতে ৪৫% নম্বর ও ২ বছরের ডি এল এড এর কোর্সের অভিজ্ঞতা থাকতে হবে। রাজ্য বা কেন্দ্রীয় টেট পাশ হতে হবে।

৪) এই প্রত্যেক পদে আবেদনের জন্য কম্পিউটারে দক্ষতা থাকা বাধ্যতামূলক। এছাড়াও হিন্দি ভাষা জানতে হবে।
৫) ২১ – ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
Barrackpore Cantonment Board আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড লাগবে।

২) জন্মের শংসাপত্র জমা করতে হবে।
৩) নিজের সকল প্রকার শিক্ষার প্রমানপত্র দিতে হবে।
৪) সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তার প্রমানপত্র দিতে হবে।
৫) এর আগের কোন কাজের অভিজ্ঞতা থাকলে সেই প্রমানপত্র দিতে হবে।

Barrackpore Cantonment Board আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে।
২) www.cbbarrackpore.org এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিল করতে হবে।
৩) স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য ১ হাজার টাকা আবেদন মুল্য দিতে হবে।

৪) ১৩/০৩/২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।
৫) যোগ্যতা অনুসারে বেতন ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা পর্যন্ত হতে চলেছে।
৬) পূর্বে উল্লেখিত সকল নথিপত্রের সফট কপি স্ক্যান করে আপলোড করতে হবে।
৭) আরও বিস্তারিত তথ্য জানার জন্য ক্যান্টনমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

Aadhar Seva Kendra – আধার কার্ডের অফিসে সহযোগী কর্মী নিয়োগ, ছেলে মেয়ে সবাই আবেদন করুন।

এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।   

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button