টেকনোলজি

আপনার মোবাইল থেকে কী করে লোকাল ট্রেনের টিকিট কাটবেন | Book a General Train Ticket through Your Mobile

Book a General Train Ticket through Your Mobile


বর্তমানে বিভিন্ন দৈনন্দিন কাজে বহু মানুষকেই ট্রেনে যাত্রা করতে হয়। কিন্তু স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটা যথেষ্ট কষ্টকর। সেইজন্যই আজকাল অনলাইনে মোবাইলের মাধ্যমেই ট্রেনের টিকিট কাটা যথেষ্ট জনপ্রিয় হয়ে গিয়েছে। অনলাইনে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন তা নিয়ে নীচে বিশদে আলোচনা করা হলো —

• কীভাবে মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন?
(১) প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে UTS নামের অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিন।

(২) এবার অ্যাপটি খুললে একদম উপরের দিকের Login অপশনে ক্লিক করবেন। যদি আপনি এই অ্যাপটি প্রথমবার ব্যবহার করছেন তাহলে Don’t have an account লেখাটির নীচে Register অপশনে ক্লিক করে একে একে

(৩) Mobile Number (নিজের মোবাইল নম্বর), * Enter Your Name (নিজের নাম),
• Password (পাসওয়ার্ড)
• Confirm Password (পুনরায় পাসওয়ার্ডটি লিখবেন)
• Select Gender (লিঙ্গ)
• Date of Birth (জন্মতারিখ)



(৪) সবকিছু লিখে ‘I accept’ এর বক্সে টিক দিয়ে Register অপশনে ক্লিক করুন।

(৫) এবার আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি Enter OTP তে লিখে Sumbit OTP অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

(৬) এবার আপনি আবার Login অপশনে এসে কিংবা যদি আপনি এই অ্যাপের পুরোনো ব্যবহারকারী (User) হন তাহলে নিজের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড লিখে Login অপশনে ক্লিক করে নিন।

(৭) এবার অ্যাপের হোম পেজের উপরের দিকে Normal Booking এ ক্লিক করে Book & Travel (Paperles) অপশনে ক্লিক করুন।

(৮) এরপরে Depart from STN এ গিয়ে আপনি কোন স্টেশন থেকে রওনা দিবেন সেটি Enter Station Name/Code লেখাটির নীচে লিখে সিলেক্ট করুন।

(উল্লেখ্য, আপনার মোবাইল লোকেশন অনুসারে অ্যাপটি অটোমেটিক আপনাকে আপনার নিকটবর্তী স্টেশনগুলোর নাম আগে থেকে দেখাবে, সেখান থেকেও স্টেশন সিলেক্ট করতে পারেন)

(৯) এবার Going to STN অপশনে ক্লিক করে যেই স্টেশনে যেতে চান সেটি লিখে সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।

(১০) এবার Next এ ক্লিক করে Select Route অপশনে কোন ট্রেনে আপনি যাত্রা করতে চান সেটি সিলেক্ট করুন।

(১১) এবার পরপর

• Adult ( ১৮+বছর কিংবা তার বেশী যতোজনের টিকিট কাটতে চান তা select করুন)
(উল্লেখ্য, আপনি সর্বোচ্চ চারজন সিলেক্ট করতে পারেন)

• Child ( যদি আপনার সাথে ১৮ বছরের কমবয়সী কোনো সন্তান থাকে তাহলে যতজন রয়েছেন তা সিলেক্ট করুন )
(এক্ষেত্রেও আপনি সর্বোচ্চ চারজন সিলেক্ট করতে পারেন)

• Ticket Type (টিকিটের ধরণ)

• Train Type (মেল/এক্সপ্রেস না সুপারফাস্ট ট্রেন তা সিলেক্ট করুন)

• Class (ক্লাস)

• Payment Type ( ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI কিংবা অ্যাপের RWALLET এর দ্বারা ইত্যাদি যেকোনো মাধ্যমে টিকিটের মূল্য পেমেন্ট করতে পারেন)

এই পদ্ধতিতে টিকিট কাটবেন। টিকিট বুক হয়ে গেলে Booking History তে গিয়ে আপনার অনলাইনে কাটা ট্রেন টিকিটটি দেখতে পারবেন।

এই পদ্ধতিতে টিকিট কেটে আপনি সেই ট্রেনে উঠে যাতায়াত করতে পারেন। ট্রেনে যাত্রা করার সময় কোনো টিটি আপনার টিকিট দেখতে চাইলে পুনরায় এই UTS অ্যাপটি খুলে Show Ticket অপশনে ক্লিক করে আপনার অনলাইনে কাটা টিকিটটি সেই টিটিকে দেখিয়ে দিতে পারেন।

আশা করি, মোবাইলের মাধ্যমে অতি সহজে ট্রেনের টিকিট কাটার বিষয়ের এই প্রতিবেদনটি আপনার ভালো লেগেছে। এরকমই আরও নানান গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button