চাকরির খবর

BSNL Recruitment: বিপুল সংখ্যক শূন্যপদে BSNL কোম্পানিতে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? তবে এই খবরটি আপনার জন্য। সমগ্র ভারতজুড়ে সকল চাকরীপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। একদিকে মুদ্রাস্ফীতি এবং অন্যদিকে চাকরিহীনতার এক টালমাটাল পরিস্থিতির মধ্যে খানিকটা হলেও আশার আলো নিয়ে উপস্থিত হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL, BSNL এর পক্ষ থেকে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরই আবারও আশায় বুক বেঁধেছেন ভারতের চাকরিপ্রার্থীরা। তবে অনেক চাকরিপ্রার্থীই এখনও জানেন না ঠিক কোন পদ্ধতিতে আবেদন করতে হবে কিংবা আবেদনের ক্ষেত্রে কি কি নথিপত্র লাগবে। আর তাই এ সকল বিষয় নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে নানা প্রকার জল্পনার সৃষ্টি হয়েছে। আর তাই আজ আমরা এই পোস্টে উল্লেখ করতে চলেছি BSNL এর অ্যাপ্রেন্টিস পদে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি, আবেদন পদ্ধতি, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিসহ প্রয়োজনে নানান তথ্য (BSNL Recruitment)।

• আবেদনের শেষ তারিখ:- এই শূন্য পদগুলির ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ৩০ শে আগস্ট, ২০২২।

(ক) পদের নাম:- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস।
• মোট শূন্যপদ:- এই পদে আবেদনের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৩৯ টি।
• আবশ্যিক যোগ্যতা:- ১. স্টেট কাউন্সিল অথবা বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন পক্ষ থেকে স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ডিগ্রী কোর্স কিংবা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। ২. অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• বয়স:- অ্যাপ্রেন্টিস নিয়োগের নির্দিষ্ট নিয়ম অনুসারেই এই পদে প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে।
• স্টাইপেন্ড:- উপরোক্ত শূন্য পদগুলির ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে প্রতিমাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
• প্রশিক্ষণের সময়কাল:- এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক অ্যাপ্রেন্টিসকে ১ বছর ধরে BSNL এর তরফে প্রশিক্ষণ দেওয়া হবে।

আপনার মোবাইল 5G নেটওয়ার্ক সাপোর্ট করে কিনা, জেনে নিন মাত্র ১ মিনিটে

(খ) পদের নাম:- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।
• মোট শূন্যপদ:- এই পদে আবেদনের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ৬১ টি।
• আবশ্যিক যোগ্যতা:- ১. রাজ্য সরকারের তরফের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে ডিপ্লোমা অথবা ডিগ্রী কোর্স পাশ হতে হবে। ২. আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• বয়স:- অ্যাপ্রেন্টিস নিয়োগের নির্দিষ্ট নিয়ম অনুসারেই এই পদগুলিতে প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে।
• স্টাইপেন্ড:- উপরোক্ত শূন্য পদগুলির ক্ষেত্রে প্রত্যেক কর্মীকে প্রতিমাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
• প্রশিক্ষণের সময়কাল:- এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক কর্মীকে ১ বছর ধরে BSNL এর তরফে প্রশিক্ষণ দেওয়া হবে।

• এই শূন্যপদগুলির জন্য আবেদনের পদ্ধতি:-
বিএসএনএল তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীরা অনলাইন মোডে আবেদন করতে পারবেন।
১. আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমেই BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট https://portal2.bsnl.in/myportal/authorize.do -এ যেতে হবে।
২. এরপর আবেদনকারীকে তার নাম, বৈধ ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে এই ওয়েবসাইটে নিজের নাম রেজিস্টার করতে হবে।
৩. রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পূর্ণ হলে আবেদনকারী প্রার্থীকে নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন (Sign In) করতে হবে।
৪. এরপর প্রার্থী সমস্ত প্রয়োজনীয় তথ্য ফর্মে সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনের সমস্ত নথি সঠিকভাবে আপলোড করে ফর্মটি সাবমিট করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
৫. সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনি ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন পরবর্তী সময়ের প্রয়োজনের জন্য।

সাধারণ মানুষদের জন্য কেন্দ্র সরকার নিয়ে এলো নতুন প্রকল্প, আবেদন করলে পাওয়া যাবে এককালীন ৫ লাখ টাকা পর্যন্ত

• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট।
২. আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. প্রার্থীর স্বাক্ষর।

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button