চাকরির খবর

CRPF – সিআরপিএফে 9 হাজার পদে কর্মী নিয়োগ বেতন 69,000 টাকা, আবেদনের পদ্ধতি দেখুন।

CRPF – Central Reserve Police Force কেন্দ্রীয় সরকারের অধীনস্ত পুলিশ বাহিনী। ২৭ শে জুলাই ১৯৩৯ সালে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার সময় স্থাপনা করা হয়েছিল। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরে ২৮ শে ডিসেম্বর ১৯৪৯ সালে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলকে নিজেদের অধীনে নিয়ে নেওয়া হয়। তারপর দীর্ঘ ৭৩ বছর ধরে এই সৈনিকেরা দেশ সেবায় নিযুক্ত আছেন। বর্তমানে এক সরকারি তথ্য অনুসারে CRPF এ ৩ লক্ষ ১৩ হাজার ৬৩৪ জন অফিসাররা কর্মরত আছেন এবং দেশের সুরক্ষা আরও নিশ্চিত করার জন্য সময়ে সময়ে সরকারের তরফে সিআরপিএফে কর্মী নিয়োগ করা হয়ে থাকে।

CRPF নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০২৩ সালে CRPF নতুন করে কর্মী নিয়োগ করার ঘোষণা করা হয়েছে। এই বারের নিয়োগে দুই পদের জন্য আবেদন করা যাবে – Constable টেকনিশিয়ান ও ট্রেডসম্যান পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যোগ্যতা অনুসারে আরও বিভিন্ন পদের জন্য আবেদন করা যাবে, বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা CRPF এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। সমগ্র দেশের সকল যুবক ও যুবতীরা এই কাজের জন্য আবেদন করতে পারবেন।

CRPF এর এই দুই পদের জন্য আবেদনের বয়স ২১ – ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাওয়া যাবে। SC – ST দের ক্ষেত্রে ৫ বছর এবং OBC দের জন্য ৩ বছর। এই নিয়োগের পদ অনুসারে কম্পিউটার, ফিজিক্যাল, দক্ষতা ও বাণিজ্যিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে এই কাজে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোন কোন পদের জন্য আবেদন করা যাবে – পূর্বের দুই পদ ছাড়াও ড্রাইভার, ফিটার, টেলার, বাগলার, কারপেনটার, পেনটার, গার্ডেনার, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, কুক, ওয়াসার, সাফাই কর্মচারী আরও অনেক পদের জন্য আবেদন করা যাবে।

Bangla Sahayata Kendra – বাংলা সহায়তা কেন্দ্রে পুরনো নিয়োগ পদ্ধতি বাতিল , কি পদ্ধতিতে নিয়োগ করা হবে দেখুন।

CRPF Recruitment 2023 আবেদনের নথিপত্রঃ-
১) সকল শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
২) জন্মের প্রমানপত্র।
৩) আবেদনের জন্য আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড থেকে বাধ্যতামূলক।

৪) জাতিগত প্রমানপত্র থাকলে তার কপি।
৫) আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমানপত্র।
CRPF Recruitment 2023 আবেদনের পদ্ধতিঃ-
১) এই আবেদন সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে করতে হবে।

২) www.crpf.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) এর পরে আপনাকে নিজের মোবাইল নাম্বার দিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৪) আপনার দ্বারা প্রদত্ত মোবাইল নম্বর বা ই – মেল আইডিতে নিয়োগ প্রক্রিয়ার সকল তথ্য পাঠিয়ে দেওয়া হবে।

৫) আপনাকে নিজের সকল নথিপত্র অনলাইনে স্ক্যান করে রাখতে হবে।
৬) CRPF Recruitment 2023 এই অপশন সিলেক্ট করে নিতে হবে।
৭) একটি অনলাইন ফর্ম খুলবে।
৮) এই অনলাইন ফর্মে আপনাকে নিজের সকল তথ্য দিয়ে দিতে হবে।

৯) নির্ভুলভাবে এই সকল তথ্য দিতে হবে। কোন ভুল থাকলে আপনার আবেদন বাতিল করা হতে পারে।
১০) এর পরে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার আবেদন গ্রহণ করা হবে।
১১) আগামী ২৭ শে মার্চ থেকে ২৩ শে এপ্রিল পর্যন্ত এই আবেদন করা যাবে।
CRPF Recruitment 2023 আরও কিছু তথ্যঃ-

১. সকল আবেদনকারীকে এর জন্য ১০০ টাকা আবেদন মুল্য দিতে হবে।
২. কিন্তু SC, ST বা মহিলা প্রার্থীদের কোন ধরণের টাকা দিতে হবে না।
এই নিয়োগ নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

IPRCL এ একাধিক পদে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনি এই মাসেই লাস্ট ডেট।

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button