সরকারি প্রকল্প

Ayushman Bharat Yojana – সরকারি বা প্রাইভেট যে কোনও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ঘোষণা, কিভাবে পাবেন এই সুবিধা জেনে নিন।

Ayushman Bharat Yojana দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ২৩ শে সেপ্টেম্বর ২০১৮ সালে শুরু করা হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দেশের সকল শ্রেণীর মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা। এক সরকারি পরিসংখ্যান অনুসারে দেশের প্রায় ৪ কোটির বেশি মানুষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছে। Ayushman Bharat Yojana আসলে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্গত।

Ayushman Bharat Yojana এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

এই যোজনার মূল উদ্দেশ্য হল সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালে ভর্তি রোগীদের বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দেওয়া। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সকলে করাতে পারবে। দেশের সকল শ্রেণীর নাগরিকেরা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবে। আজকের আলোচনাতে আমরা আবেদনের যোগ্যতা, বয়স, সুবিধা ও পদ্ধতি সম্পর্কে জেনে নেব।

গতিধারা প্রকল্প 2023 – রাজ্যের প্রত্যেক নাগরিকদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হল। আবেদনের পদ্ধতি জেনে নিন।

Ayushman Bharat Yojana র সকল সুবিধাঃ-
১) বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত কোন খরচ ছাড়াই চিকিৎসা করতে পারবেন।
২) শিশু, বয়স্ক ও গর্ভবতী মহিলাদের সর্ব প্রথম প্রাধান্য দেওয়া হবে।
৩) ১৫ দিন পর্যন্ত হাসপাতালের খরচ পাওয়া যাবে।

৪) চিকিৎসার ওষুধ ও সামগ্রীও কেনা যাবে।
৫) কোন ধরণের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।
৬) ১,৩৫০ ধরনেরও বেশি রোগের ক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত যোজনার কার্ড কাজে লাগবে।
৭) কোন ধরণের অপারেসান হলে, অপারেসানের পরে ১৫ দিন পর্যন্ত মেডিক্যাল চেক করা হবে।

Ayushman Bharat Yojana আবেদনের যোগ্যতাঃ-
গ্রাম ও শহরের নাগরিকদের জন্য ভিন্ন মাপদণ্ড রাখা হয়েছে। সকল তথ্য জেনে নিন।
১) গ্রামের নাগরিকদের ক্ষেত্রে ১৬ – ৫৯ বছরের মধ্যে বয়স হতে হবে।
২) দারিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত সকলে।

৩) ভূমিহীন পরিবারের সদস্যরা।
৪) শহরের ক্ষেত্রে সকল ধরণের শ্রমিক বর্গ।
৫) হকার, সব্জি বিক্রেতা, ফেরিওয়ালা, ড্রাইভার।
৬) গৃহকর্মী, সাফাই কর্মচারী, দোকানের কর্মচারি।

৭) এই সকল মাপদণ্ড ছাড়াও দেশের সকল নাগরিকেরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
Ayushman Bharat Yojana আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন করতে হবে।
২) www.pmjay.gov.in এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।

৩) Creat ABHA – Ayushman Bharat Health Account অপশনে ক্লিক করতে হবে।
৪) আধার নম্বর এই অপশন সিলেক্ট করে Next অপশনে ক্লিক করে দিতে হবে।
৫) একটি চৌকো বক্সে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। I Agree করার আগে প্রয়োজন পরলে সকল শর্তাবলি পরে নিতে হবে।
৬) নিজের মোবাইল নম্বর লিখে দিতে হবে।

৭) OTP – One Time Password আসার পরে নির্দিষ্ট স্থানে সেটা বসিয়ে দিতে হবে।
৮) একটি অনলাইন ফর্ম খুলবে।
৯) সেখানে আপনার নাম, জন্মের তারিখ, ঠিকানা, ই – মেল, রাজ্য, জেলা সকল তথ্য লিখে দিতে হবে।
১০) ABHA কার্ডটি আপনি অনলাইনে দেখতে পারবেন। এই কার্ডের মাধ্যমে সকল সুবিধা পাওয়া যাবে।

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে পেয়ে যান ৩০০০ টাকা।

এই সরকারি স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের মুল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button