সরকারি প্রকল্প

Lakshmir Bhandar – মোবাইল থেকে অনলাইনে লক্ষ্মীর ভান্ডার লিস্ট চেক কিভাবে করবেন।

পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকল্প গুলির মধ্যে অন্যতম হল Lakshmir Bhandar। ২০২১ সালের বিধানসভা ভোটের পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যের সকল ২৫ – ৬০ বছর বয়সি মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের অন্তর্গত সকল মহিলাদের মাসিক আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এবং বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে রাজ্যের প্রায় ২ কোটির কাছাকাছি মহিলারা এই সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের সকল মহিলাদের আর্থিক দিক থেকে স্বাধীনতা প্রদান।

Lakshmir Bhandar প্রকল্পের সকল তথ্য জানা এখন আরও সহজ।

রাজ্য সরকারের তরফে সকল নাগরিকদের কল্যাণ সাধনের জন্য নানান রকমের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। Lakshmir Bhandar প্রকল্পটির মাধ্যমে নারীদের বর্তমানের সমাজের উত্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। এরই সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ডেও পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলার নামে করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল বিগত বিধানসভা ভোটের আগে।

Lakshmir Bhandar প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ৫০০ টাকা ও তফসিলি জাতির মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। আবেদনকারীর সরাসরি ব্যাংক অ্যাকাউণ্টে এই টাকা পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পে আবেদন অফলাইন ও অনলাইন এর মাধ্যমে করা সম্ভব। এই আবেদনের জন্য আধার কার্ড, জাতির প্রমানপত্র, রেশন কার্ড, জন্মের প্রমানপত্র, আয়ের প্রমানপত্র, ছবি ও মোবাইল নম্বর এর দরকার লাগবে।

Lakshmir Bhandar এর আবেদনকারীদের জন্য সুখবর।

Aadhaar Card – আধার কার্ড আপডেট এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে, ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।

রাজ্যের কোটি কোটি মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। কিন্তু অনেকের আবেদন গ্রহণ করা হয়েছে আবার অনেকের হয়নি। এছাড়াও অনেকের সামান্য কিছু কারণের জন্য টাকা ঢুকছে না। কিন্তু কেন টাকা ঢুকছে না এই সামান্য খবর জানার জন্য সকলকে অনেক জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে। Lakshmir Bhandar এর এই সকল কিছু সমস্যার তথ্য এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা এই নিয়ে আলোচনা করতে চলেছি।

Lakshmir Bhandar এর সকল তথ্য অনলাইনের মাধ্যমে কি করবেনঃ-
১) এই কাজ আপনি আপনার মোবাইলে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন।
২) www.ds.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) এরপরে Check Your Application Status এই অপশনে ক্লিক করে নিতে হবে।

৪) Lakshmir Bhandar প্রকল্পের নিচে ১ লেখাতে ক্লিক করবেন আপনাকে সিলেক্ট করে নিতে হবে।
৫) Lakshmir Bhandar প্রকল্পে আবেদন করার সময় আপনি যেই মোবাইল নম্বর লিখে ছিলেন সেটা লিখে দিতে হবে।
৬) কোন প্রকল্পের ব্যাপারে আপনি জানতে চাইছেন সেটা সিলেক্ট করে নিতে হবে।

৭) এই কাজ করার পর আপনার মোবাইলে একটি OTP চলে যাবে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে।
৮) এরপর Submit অপশনে ক্লিক করে নিতে হবে।
৯) সাবমিট অপশনে ক্লিক করা হলে লক্ষ্মীর ভাণ্ডারের সকল তথ্য আপনাকে দেখিয়ে দেওয়া হবে।

Lakshmir Bhandar প্রকল্পের স্ট্যাটাস চেক নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

WB govt scheme list – পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রকল্পের তালিকা, কে কোনটির সুবিধা পাবেন এক নজরে দেখুন।

Related Articles

2 Comments

  1. I need a RTI on our property , I sent letter through speed post and also hand receiving to blro . But still I am not get any reply.

    So i need the mail id urgently of the respective department and person. I live at barasat -1. Noth 24 parganas. Calcutta-700124.

    Request to share the blro mail id or RTI Division maul id.

    Pls. Do the needfull.

    Regards.
    Biswajit chakraborty
    7003874881.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button