চাকরির খবর

Indian Army Recruitment – ভারতীয় সেনায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, নুন্যতম মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুযোগ।

“সেবাই পরম ধর্ম” এই হল ভারতীয় সেনার মূল লক্ষ্য (Indian Army Recruitment). ১ লা এপ্রিল ১৮৯৫ সালে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি নামে প্রথমবারের জন্য ভারতীয় সেনার আত্মপ্রকাশ হয়। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ২৬ শে জানুয়ারি ১৯৫০ সালে ভারতীয় সেনা দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের অধিনস্ত হয়ে যায়। এরপর থেকে দেশবাসীকে সকল প্রকার সমস্যা থেকে রক্ষা করার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করছেন। বিশ্বের সকল দেশের সেনাদের মধ্যে ভারতীয় সেনা চতুর্থ স্থানে রয়েছে। বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে ২২ লক্ষের কাছাকাছি Indian Army রা কর্মরত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে।

Indian Army Recruitment Update By Govt Of India.

এই বিশাল দেশের সুরক্ষা ও শান্তির কথা মাথায় রেখে ২০২৩ সালে ভারতীয় সেনার তরফে আবার কিছু অতি গুরুত্বপূর্ণ পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Indian Army Recruitment). সেনায় কর্মরত সকল সৈনিকের যাতে কোন প্রকারের সমস্যা না হয় সেই কারণের জন্য তাদের থাকা, খাওয়া, চিকিৎসা থেকে শুরু করে শারীরিক পরিচর্যা সকল কিছুর জন্য কর্মচারী রয়েছে।

২০২৩ সালে পুনরায় Indian Army Recruitment এ প্রায় ৭০০ এর কাছাকাছি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এগুলি হল – কাঠের মিস্ত্রি, ড্রাইভার, নাপিত, সাফাই কর্মচারী, রান্নার লোক এছাড়াও আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করেই আপনারা এই সকল পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আমরা আবেদনের পদ্ধতি, যোগ্যতা, বয়স ও নথিপত্র সম্পর্কে জেনে নেব।

Indian Army Recruitment আবেদনের যোগ্যতা ও বয়সঃ-
১) উল্লেখিত সকল পদের জন্য মাধ্যমিক পাশ হওয়া অনিবার্য।
২) পূর্বে এই ধরণের কাজের অভিজ্ঞতা থাকলে খুব ভালো হয়।
৩) মূলরূপে সকল ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবে।

৪) ১৮ – ২৭ বছর বয়সের মধ্যে এই আবেদন করা যাবে।
Indian Army Recruitment আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) দশম শ্রেণী পাশের প্রমানপত্র।
২) দশম শ্রেণীর মার্কসিট।

৩) জাতির শংসাপত্র।
৪) নিজের বর্তমানের রঙিন ৬ টি পাসপোর্ট সাইজ এর ফটো।
৫) আধার কার্ড থাকা বাধ্যতামূলক নইলে আবেদন করা যাবে না।
৬) ২১ হাজার থেকে ৬৯ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়া যাবে।

৭) কিছু কিছু পদের ক্ষেত্রে নেপাল ও ভুটানের নাগরিকরাও আবেদন করতে পারবেন।
Indian Army Recruitment আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদন করতে হবে।
২) www.joinindianarmy.nic.in অথবা www.ssbrectt.gov.in এই দুইটি ওয়েবসাইটের মধ্যে যে কোন একটির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে।

How To Win Lottery – লটারি জেতার সহজ 10 টি পদ্ধতি। এই পদ্ধতিতে টিকিট কেটে দেখুন, পুরস্কার আপনার হাতের মুঠোয়।

৩) আপনি প্রথমে নিজের মোবাইল ও ইমেল আই ডি দিয়ে রেজিস্টার করে নেবেন।
৪) এর পরে অনলাইনে ফর্মে আপনাকে সকল তথ্য ঠিক করে লিখে দিতে হবে।
৫) আবেদনের জন্য ১০০ টাকা জমা করতে হবে।
৬) কিন্তু জাতিগত শংসাপত্র থাকলে এই টাকা দিতে হবে না।
৭) আরও বিস্তারিত জানার জন্য আপনারা ভারতীয় সেনার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Gold Price Today – ফের সোনার দাম বাড়লো, সমস্যায় মধ্যবিত্তেরা, 10 গ্রাম সোনা রুপো কিনতে কত খরচ হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button