টেকনোলজি

ATM কার্ড ছাড়াই এটিএম মেশিন থেকে কিকরে টাকা তুলতে পারবেন, জানুন এই আকর্ষণীয় পদ্ধতি

ATM মেশিন থেকে টাকা তুলতে চাইছেন অথচ ATM কার্ড বাড়িতে রেখে এসেছেন! তাহলে এবার থেকে আর চিন্তা করবেন না। এখন এটিএম কার্ড ছাড়াও ATM মেশিন থেকে টাকা তুলতে পারবেন। বিশ্বাস না হলেও এরকম একটি আকর্ষণীয় পদ্ধতি রয়েছে। নীচে এই পদ্ধতিটিই ভালোভাবে আলোচনা করা হলো।

• কীভাবে ATM কার্ড ছাড়াই এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন?

এই কাজের জন্য আপনার নিজের ব্যাংকের মোবাইল অ্যাপের প্রয়োজন হবে। এখানে নীচে SBI অ্যাকাউন্ট থাকা নাগরিকদের জন্য এই পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো:-

(১) স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকা ব্যক্তিরা প্রথমে YONO SBI অ্যাপটি খুলবেন।

(২) এবার নিজের MPIN লিখে লগ ইন করে নেবেন।

(৩) এরপরে YONO Cash অপশনে ক্লিক করে ATM -এ ক্লিক করবেন।

(৪) তারপরে Amount অপশনে আপনি যত টাকা এটিএম থেকে তুলতে চান তা সিলেক্ট করে Next-এ ক্লিক করবেন।

(৫) এবার একটি ৬ ডিজিটের পিন লিখবেন এবং তারপরে Next -এ ক্লিক করবেন।

(৬) এরপরে নীচে থাকা Terms-এ টিক দিয়ে Confirm অপশনে ক্লিক করবেন।

(৭) তাহলে আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে যেটিতে আপনার ট্রানজাকশন্ নম্বর উল্লেখ করা থাকবে।

(৮) এবার আপননি নিকটবর্তী SBI ATM বুথে যাবেন। মেশিনের স্ক্রিনে থাকা YONO CASH অপশনে ক্লিক করবেন।

HDFC বাড়তে কদম স্কলারশিপের জন্য আবেদন করুন এবং পেয়ে যান সর্বোচ্চ ১ লক্ষ টাকা অবধি

(৯) আপনার মোবাইলের মেসেজে আসা সেই ট্রানজাকশন্ নম্বরটি লিখে Confirm -এ ক্লিক করবেন এবং Enter the amount অপশনে আপনি যত টাকা তুলতে চাইছেন তা আবার লিখবেন এবং Press If Yes অপশনে ক্লিক করবেন।

(১০) এবার YONO অ্যাপে আপনি যে ৬ ডিজিটের পিন বানিয়েছিলেন সেটি এটিএম মেশিনে এন্টার করে Confirm -এ ক্লিক করবেন।

(১১) তাহলেই এটিএম মেশিন থেকে টাকা বেরিয়ে আসবে।

SBI গ্রাহকরা এইভাবে ATM কার্ড ছাড়াই এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন। অন্য ব্যাংকের গ্রাহকরাও সেই ব্যাংকের নিজস্ব অ্যাপ থেকে প্রায় একই পদ্ধতিতে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button