টেকনোলজি

ট্রেনের ওয়েটিং টিকিট কনফার্ম হবে কিনা? কীভাবে চেক করবেন? জানুন বিস্তারিত । Process to Know About status of Waiting Ticket in Train

আপনারা অনেকেই অনলাইন রেলওয়ের টিকিট কাটেন। কিন্তু অনেকসময়ই প্রচুর টিকিটের চাহিদার ফলে ওয়েটিং টিকিট কাটতে হয়। এই ওয়েটিং টিকিট কখন নিশ্চিত (Confirm) হবে সেবিষয়ে বহু মানুষ অবগত নন। তাই আজকের এই প্রতিবেদনে সহজেই ওয়েটিং টিকিটের কনফার্ম স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করা হলো।

উল্লেখ্য, ভারতীয় ট্রেনগুলোতে প্রতিদিনই অসংখ্য মানুষ যাতায়াত করেন। ফলে যেকোনো জনপ্রিয় রুটের ট্রেনের টিকিট পেতে অনেকসময়ই সাধারণ মানুষদের যথেষ্ট বেগ পেতে হয়। তাই ওয়েটিং টিকিট কাটার পরেও বহু মানুষ দোলাচলে থাকে টিকিটটি কনফার্ম হবে কিনা সেই বিষয়ে। এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ও টিকিট কনফার্ম হওয়ার চান্স সম্পর্কে যাত্রীদের সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) তরফ থেকে অনলাইনে অতিসহজ পদ্ধতি চালু করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, এই সহজ পদ্ধতি সম্পর্কে।

• কীভাবে বুঝবেন আপনার ওয়েটিং টিকিট কনফার্ম হয়েছে কিনা?
(১) প্রথমে IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in তে যাবেন।

(২) এবার হোম পেজের উপরের দিকেই PNR Status বলে একটি অপশন থাকবে সেটিতে ক্লিক করবেন।

(৩) Enter PNR No. তে PNR নম্বরটি দিয়ে Sumbit এ ক্লিক করবেন।

(৪) এরপরে Get Status অপশনে গিয়ে ‘Click Here to get Confirmation Chance’ এই লিংকে ক্লিক করবে।

(৫) এবার স্ক্রিনে পপ-আপ show করবে এবং সেখানেই আপনার টিকিট কনফার্ম হওয়ার পার্সেন্টেজ লেখা থাকবে।

• অফিসিয়াল ওয়েবসাইট – Link

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button