সরকারি নথি

Ration Card – বন্ধ হওয়ার মুখে কয়েক কোটি রেশন কার্ড, সঠিক কারণ জানিয়ে দিলো সরকার।

গরিব থেকে মধ্যবিত্ত সকল মানুষের কাছে Ration Card বা রেশন কার্ডের গুরুত্ব অনেক বেশি। কারণ এখনো আমাদের দেশে এমন কয়েক কোটি মানুষ আছেন যারা প্রতিমাসের প্রথমে রেশন দোকানে পাওয়া চাল, গম পাওয়ার ওপরে তাদের সংসার নির্ভর করে। কিন্তু এই সকল মানুষেরা যদি কেন্দ্রীয় সরকারের এই সামান্য একটি নিয়ম না মানেন তাহলে তাদের জন্য এই বিনামূল্যে বা স্বল্প মূল্যে পাওয়া খাদ্য সামগ্রী হামেসার জন্য বন্ধ হতে পারে বলে খবর জানতে পাওয়া যাচ্ছে।

Ration Card Deactivation Update In All Over India.

২০২০ সালে করোনা মহামারীর সময়ে এর গুরুত্ব সকলের কাছে বৃদ্ধি পায়। কারণ সমগ্র দেশে লকডাউন ঘোষণা করে দেওয়া হয় এবং সকলের রোজগার এক কথায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এক সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে প্রায় ৯০ কোটির বেশি মানুষের রেশন কার্ড আছে এবং এই সংখ্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৯ কোটির কাছাকাছি। রাজ্য সরকারের তরফে এই Ration Card নিয়ে সকল নাগরিকদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের খাদ্য দফতরের তরফে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে Ration Card এর সঙ্গে সকলকে বাধ্যতামূলকভাবে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। নইলে রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে এবং এই কার্ডের মাধ্যমে চাল – গম পাওয়া যাবে না। অনেক দিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত সকল দেশবাসীর উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এতদিন রাজ্য সরকার সকল নাগরিকদের ৩০ শে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল এই কাজ সম্পন্ন করার জন্য।

কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্যের কয়েক লক্ষ Ration Card গ্রাহকেরা এই কাজ সম্পন্ন করেননি। এই সকল গ্রাহকদের রেশন কার্ড আগামী ৩০ শে জুন এর মধ্যে লিঙ্ক না করলে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু যারা এই কাজ সম্পন্ন করেছেন তাদের এই নিয়ে কোন চিন্তার ব্যাপার নেই বলে জানানো হয়েছে সরকারের তরফে। কিন্তু এবার জেনে নেওয়া যাক যারা এখনো এই লিঙ্ক করেননি তারা কিভাবে এই কাজ অতি শীঘ্র করতে পারবেন। এই কারণের জন্যই কয়েক কোটি রেশন কার্ড বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

রেশন কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন (Ration Card Update) দেখুনঃ-
১) আপনি সহজ পদ্ধতিতে আপনার বাড়ি বসে এই কাজ সম্পন্ন করতে পারবেন।
২) অনলাইনে www.food.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) এরপরে Ration Card অপশনে ক্লিক করতে হবে।

৪) Aadhaar Link Status এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৫) Do KYC এই অপশনে ক্লিক করুন।
৬) Link Aadhaar With Active Card এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৭) রেশন কার্ডের ক্যাটেগরি ও নম্বর লিখে দিতে হবে।

Primary TET Scam – প্রাথমিকে 32 হাজার শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিলো আদালত।

৮) নিজের মোবাইল নম্বর লিখে দিলে আপনার ফোনে একটি OTP আসবে সেটা লিখে দিতে হবে।
৯) Verify And Submit এই অপশনে ক্লিক করতে হবে।
১০) এরপরে কিছু দিনের মধ্যে আপনার এই কাজ সম্পন্ন হয়ে যাবে।
১১) এই সামান্য কাজ করলে আপনি নিজের রেশন কার্ডটিকে বাঁচাতে পারবেন।

Indian Currency – জাল 500 টাকার নোট সম্পর্কে সকলকে সচেতন করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button