চাকরির খবর

Post Office Recruitment: মাধ্যমিক পাশ যোগ্যতায় পোস্ট অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ

আপনি কি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। ভারতে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। ভারতের কেন্দ্র সরকারের তরফে ভারতীয় পোস্ট অফিসের বিভিন্ন রিজিওনে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর আজ আমরা আলোচনা করতে চলেছি আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি, আবেদনের শেষ তারিখ কবে, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি কি কি এবং কারা আবেদন করতে পারবেন ইত্যাদি বিষয়গুলি (Post Office Recruitment)।

• আবেদনের শেষ তারিখ:- ১২ ই আগস্ট, ২০২২

(ক) পদের নাম:- কার ড্রাইভার (Car Driver)

• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১৬ টি। (চেন্নাই সিটি রিজিয়ন ৬ টি, সেন্ট্রাল রিজিয়ন ১০ টি)

• বয়স:- এই পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ৫৬ বছরের মধ্যে হতে হবে।

• আবশ্যিক যোগ্যতা:-
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারত সরকার স্বীকৃত যেকোনো একটি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
২. আবেদনকারী প্রার্থীর অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৩. হালকা এবং ভারী গাড়ি চালানোর অন্ততপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. চাকরিপ্রার্থীদের মোটর মেকানিজম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক।

• বেতন:- পে লেভেল ২ অনুসারে ১৯,৯০০ টাকা।

• আবেদন পদ্ধতি:-
এই শূন্যপদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১. অফলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমেই আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx থেকে ডাউনলোড করতে হবে।
২. এরপর ওই ফর্মটি প্রিন্ট আউট করে, সঠিকভাবে পূরণ করতে হবে।
৩. ফর্মটি সঠিকভাবে পূরণ করা হলে সমস্ত প্রয়োজনীয় নথিগুলি ফর্মের সাথে যুক্ত করতে হবে।
৪. এরপর আবেদন পত্রটি নথিগুলি সহ একটি মুখবন্ধ খামে ভরে খামটির ওপর Application for the post of __ (কোন পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করতে হবে) লিখে নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
The senior manager (JAG), Mail motor service, No. 37, Greams Road, Chennai – 600006

• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. বৈধ ড্রাইভিং লাইসেন্স।
২. বয়সের প্রমাণপত্র।
৩. শিক্ষাগত যোগ্যতার মার্কসিট এবং সার্টিফিকেট।
৪. ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৫. বিগত ১০ বছরে যদি কোন মাইনর কিংবা মেজর পেনাল্টি দেওয়া হয়ে থাকে তবে সেগুলির লিস্ট।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button