চাকরির খবর

মাধ্যমিক পাশে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ । Recruitment of constable and lady constable at Kolkata Police

Recruitment of constable and lady constable at Kolkata Police


নমস্কার বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি একটি সরকারি চাকরির আপডেট। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটিতে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের কথা বলা হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় যেকোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ কবে, নিয়োগ পদ্ধতি কি এ সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই পোস্টে। বিস্তারিত জেনে নিন।
• আবেদন শুরুর তারিখ:- ২৯ শে মে, ২০২২
• আবেদনের শেষ তারিখ:- ২৭ শে জুন, ২০২২

(ক) পোস্টের নাম:- কনস্টেবল।
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১৪১০ টি (UR- ২৮৩ টি, OBC A – ৫১ টি, OBC B- ৩৩ টি, SC- ২১৬ টি, ST- ৭৬ টি)। এছাড়াও আরও বিভিন্ন ভাগে শূন্যপদ রয়েছে।

• বয়সসীমা:- এইবার আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।

• আবশ্যিক যোগ্যতা:- 
(১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
(২) আবেদনকারীকে বাংলা ভাষায় দক্ষ (পড়তে,লিখতে,বলতে) হতে হবে। কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার ক্ষেত্রে বাংলা ভাষায় দক্ষ না হলেও আবেদন করা যাবে। 
(৩) কনস্টেবল পদের জন্য কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবে।

• শারীরিক যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারী পুরুষের উচ্চতা হতে হবে ১৬৭ সেমি, ওজন হতে হবে ৫৭ কেজি, ছাতি হতে হবে ৭৮ সেমি, এর সাথে ৫ সেমি প্রসারণ এর ক্ষমতা থাকতে হবে। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস(ST) প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে। তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি, ওজন হতে হবে ৫৩ কেজি, ছাতি হতে হবে ৭৬ সেমি, এর সাথে ৫ সেমি প্রসারণ এর ক্ষমতা থাকতে হবে।
• কনস্টেবল পদের জন্য ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে।

(খ) পোস্টের নাম:- লেডি কনস্টেবল।
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ২৫৬ টি (UR- ৮৩ টি, OBC A – ১২ টি, OBC B- ১২ টি, SC- ১৯ টি, ST- ৫ টি)। এছাড়াও আরও বিভিন্ন ভাগে শূন্যপদ রয়েছে।

• বয়সসীমা:- এইবার আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।

• আবশ্যিক যোগ্যতা:- 
(১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
(২) আবেদনকারীকে বাংলা ভাষায় দক্ষ (পড়তে,লিখতে,বলতে) হতে হবে। কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার ক্ষেত্রে বাংলা ভাষায় দক্ষ না হলেও আবেদন করা যাবে। 
(৩) লেডি কনস্টেবল পদের জন্য কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে।

• শারীরিক যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারী মহিলার উচ্চতা হতে হবে ১৬০ সেমি, ওজন হতে হবে ৪৯ কেজি। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস(ST) প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে। তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫২ সেমি, ওজন হতে হবে ৪৫ কেজি।
• লেডি কনস্টেবল পদের জন্য ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে। 

• আবেদন পদ্ধতি:- আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের(West Bengal Police Recruitment Board) এর অফিশিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ গিয়ে আবেদন করতে হবে।

• আবেদন ফি:- জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১৭০ টাকা। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ২০ টাকা।

• নিয়োগ পদ্ধতি:- মোট পাঁচটি ধাপ এর মাধ্যমে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে।  ধাপগুলি হলো:- প্রিলিমিনারি পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট(PMT), ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট(PET), মেইন্স পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট/ইন্টারভিউ।
• অফিশিয়াল ওয়েবসাইট:- wbpolice.gov.in

• অফিসিয়াল নোটিফিকেশন:- https://wbpolice.gov.in/writereaddata/wbp/KP_Information_to_Applicants.pdf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button