টেকনোলজি

LAVA AGNI 2 – লাভা অগ্নি 2 কবে থেকে অফলাইন মার্কেটে পাওয়া যাবে? সঠিক খবর জেনে নিন।

5G স্মার্টফোন (5G Smartphone) মার্কেটে LAVA AGNI 2 এক শোরগোল ফেলেছে সকল মোবাইল প্রেমী মানুষদের মনে। ১৬ ই মে ২০২৩ সালে ভারতীয় কোম্পানি (Indian Brand) এর তরফে এই ধামাকেদার ফোনটি মার্কেটে নিয়ে আসা হয়েছে খুবই কম দামে। মাত্র ২২ হাজার টাকার মধ্যে কার্ভ ডিসপ্লে এই প্রথম ভারতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে Oppo, Redmi, Poco, Realme এই সকল চাইনিজ কোম্পানি গুলি ৩০ হাজার টাকার কমে কোন এই ধরণের স্মার্টফোন নিয়ে আসেনি। আর এই কারণের জন্যই সকল ভারতীয়র কাছে লাভা অগ্নি ২ প্রথম পছন্দ হয়ে উঠেছে।

LAVA AGNI 2 Stock Update.

কিন্তু যবে থেকে এই ফোন লঞ্চ হয়েছে তবে থেকেই এই LAVA AGNI 2 স্টকে পাওয়া যাচ্ছে না (Out Of Stock). এখনো পর্যন্ত এই ফোন অফলাইন মার্কেটে আসেনি, শুধুমাত্র Amazon Special এর মাধ্যমে সকলকে এই ফোন অনলাইনের মাধ্যমে কিনতে হবে। কিন্তু প্রচুর ডিমান্ড থাকার জন্য অনেক মানুষই এই ফোন অনলাইনের মাধ্যমেও পাচ্ছেন না। চলুন এই ফোন সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।

LAVA AGNI 2 এর স্পেসিফিকেশন (LAVA AGNI 2 Specifications)

  • ২২ হাজারের মধ্যে ৬.৭৮ ইঞ্চির কার্ভ (6.78 Inches Curved Amoled Display) ডিসপ্লে আপনারা পাবেন।
  • Mediatek Dimensity 7050 একটি নতুন পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে, যার Antutu Benchmark 5,50,000 এর ওপরে থাকে।
  • 120 Hz এর রিফ্রেস রেট আপনারা পাবেন এবং 2K ভিডিও আপনারা দেখতে পারবেন।
  • 8+256 জিবি র‍্যাম ও রমের অপশন আপনারা পাবেন।
  • 5000 mah এর ব্যাটারি আপনারা পাবেন এবং এর মাধ্যমে একবার চার্জ করলে পুরো দিনের ব্যাকআপ পাওয়া যাবে।

LAVA AGNI 2 সম্পর্কে আরও কিছু তথ্য

  1. আপনারা এই ফোনে Quad Camera মানে চাকরি ক্যামেরার সেটআপ পাচ্ছেন।
  2. 50 Mega Pixel এর মেন ক্যামেরা আপনারা পাবেন, এছাড়াও 16 Mega Pixel এর সেলফি ক্যামেরা আপনারা পাবেন।
  3. ১৩ টি ৫জি (5G) ব্যান্ড আপনারা পেয়ে যাবেন এর মধ্যে।
  4. LAVA AGNI 2 5G ২২ হাজার টাকার মধ্যে একটি সম্পূর্ণ ফোন বলে মনে করছেন অনেকে।
ICICI Bank Recruitment (আইসিআইসিআই ব্যাংকে কর্মী নিয়োগ)

এবারে আসা যাক আসলো কথায় যে LAVA AGNI 2 কবে থেকে অফলাইন মার্কেটে পাওয়া যাবে? ১৫ ই জুলাই মাত্র কয়েক মিনিটের মধ্যে Amazon এ এই লাভা অগ্নি ২ ফোন বিক্রি হয়ে গেছে এবং ফের এটি Out Of Stock দেখাচ্ছে। এই সম্পর্কে LAVA International এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন আর কিছু মাসের মধ্যেই আমরা অফলাইন মার্কেটে এই ফোন নিয়ে আসব।

কিন্তু কবে এই LAVA AGNI 2 পুরোপুরি ভাবে সকলে নিজেদের ইচ্ছে অনুসারে কিনতে পারবেন, সেই সম্পর্কে কোন বক্তব্য পেশ করা হয়নি। কিন্তু কিছু প্রযুক্তি বিশেষজ্ঞদের মত অনুসারে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই ফোন সকলে কিনতে পারবেন। আপনারা অফলাইন থেকে এই ফোনটি কিনতে চাইছেন? নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য, ধন্যবাদ।

LPG Gas Price – আবার বাড়বে রান্নার গ্যাসের দাম!! তার আগেই সাশ্রয় করার কিছু কার্যকরী পদ্ধতি দেখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button