টেকনোলজি

Bangladesh Visa Apply: বাড়িতে বসেই সহজে আবেদন করুন বাংলাদেশের ভিসার জন্য, কীভাবে করবেন জেনে নিন

আপনি কী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ঘুরতে যেতে চাইছেন? তাহলে দেরী না করে আজই আবেদন করুন বাংলাদেশের ভিসার জন্য (Bangladesh Visa Apply)। অনলাইনে সহজেই বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। কীভাবে ভিসার জন্য আবেদন করবেন, কী কী লাগবে, ইত্যাদি সমস্ত রকম বিষয় নিয়ে নীচে আলোচনা করা হলো।

• বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে কী কী লাগবে (Bangladesh Visa Apply)?
(১) আবেদনকারীর অরিজিনাল পাসপোর্ট ও পাসপোর্টের প্রথম ও শেষ পাতার জেরক্স

(২) দু’কপি পাসপোর্ট সাইজ ফটো (ফটো রঙিন হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় নাহলে ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে)

(৩) আধার কার্ডের জেরক্স

(৪) করোনার ভ্যাকসিনেশনের ডাবল ডোজের সার্টিফিকেট

আপনার স্ত্রীর নামে খুলে ফেলুন এই অ্যাকাউন্ট, পেয়ে যাবেন প্রতি মাসে ৪৪,০০০ টাকা

• কীভাবে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করবেন (Bangladesh Online Visa Application)?
(১) প্রথমে নিজের মোবাইলে বা ডেস্কটপে https://www.visa.gov.bd/ এই ওয়েবসাইটে যাবেন।

(২) এরপরে সমস্ত Terms & Conditions এ টিক দিয়ে Next এ ক্লিক করবেন।

(৩) এবারে আপনার ইমেল আইডি ও security captcha কোডটি হুবুহু টাইপ করে Next এ ক্লিক করবেন।

(৪) এরপরে Personal Information (ব্যক্তিগত তথ্য) এ নিজের নাম, পদবি, ঠিকানা, মোবাইল নং, দেশ ইত্যাদি সমস্ত কিছু ফিলআপ করবেন এবং ডানদিকের ফটো এর অপশনে নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে Save & Next এ ক্লিক করবেন।

(৫) এবারে Type of Visa Enrollment এ আপনি যে ধরনের ভিসার জন্য আবেদন করতে চান (নিউ ভিসা অ্যাপ্লিকেশন, অ্যারাইভাল ভিসা, ভিসা এক্সটেনশন ইত্যাদি) সেটি সিলেক্ট করে Save & Next এ ক্লিক করবেন।

(৬) এবারে আপনাকে Login Id ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। দুটো জিনিসই ভালোভাবে খাতায় নোট করে রাখবেন।

(৭) এরপরে Travel Document এ নিজের পাসপোর্ট নম্বর,টাইপ, কবে ইস্যু হয়েছে, expiry ডেট ইত্যাদি সমস্ত কিছু পূরণ করে Save & Next এ ক্লিক করবেন।

(৮) এবারে পরপর পেমেন্ট ইনফরমেশন, নিউ ভিসা ইনফরমেশন,বাংলাদেশ ভিসা অফিস ইনফরমেশন ইত্যাদি ধাপগুলো একে একে পূরণ করবেন।

অগ্নিপথ প্রকল্পের লিখিত পরীক্ষার সিলেবাস, Question Paper ও পরীক্ষার প্যাটার্ন কিরকম হবে?

(৯) শেষ ধাপ Document Check List এ উপরোক্ত ডকুমেন্টগুলো সিলেক্ট করে Save & Next এ ক্লিক করবেন।

(১০) এবারে আপনার ফিল আপ করা গোটা অনলাইন ফর্মটি পুনরায় দেখাবে। সেটি ভালো করে চেক করে নিয়ে শেষবারের মতো Save & Next এ ক্লিক করবেন।

তাহলেই অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার বাংলাদেশের ভিসার আবেদনের জন্য চারপাতার ফর্মটি প্রিন্টআউট করে উপরোক্ত ডকুমেন্টসগুলোর জেরক্স সহ ফর্মটির নীচে স্বাক্ষর করে তা কলকাতা বা শিলিগুড়ির ভিসা অফিসে জমা দিয়ে দেবেন। কিছুদিনের মধ্যেই আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি মঞ্জুর হয়ে গেলে তা আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button