স্কলারশিপ

Vidyasaarathi Scholarship – বিদ্যাসারথী স্কলারশিপে সকল পড়ুয়ারা আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতি দেখে নিন।

শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এই কথা আমরা সকলেই জানি Vidyasaarathi Scholarship সেই সকল পড়ুয়াদের জন্য যেই সকল পড়ুয়ারা মেধা, বুদ্ধি ও ইচ্ছে থাকা সত্ত্বেও নিজেদের পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে অসমর্থ হন। আর এই জন্যই সময়ে সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে পড়ুয়াদের পড়াশুনার জন্য নানা প্রকারের আর্থিক সাহায্য করা হয়ে থাকে। নুন্যতম মাধ্যমিক পাশ থেকে শুরু করে সকলের জন্য এই স্কলারশিপ। জেনারেল, এস সি ,এস টি, ওবিসি সংখ্যালঘু সকলেই এই আবেদনের যোগ্য। কিন্তু পরিবারের রোজগার ৫ লক্ষর কম হতে হবে এই আবেদনের জন্য।

Vidyasaarathi Scholarship এর মাধ্যমে পেয়ে যান দারুণ সুযোগ।

এই Vidyasaarathi Scholarship আবেদনের জন্য কি নিয়ম মানতে হবে, কারা আবেদন করতে পারবেন এবং কি পদ্ধতিতে এই আবেদন করে যাবে সেই সকল তথ্য আমরা আজকে জেনে নিতে চলেছি। এটি একটি বেসরকারি স্কলারশিপ। ভারতের যে কোন নাগরিক এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। জেনে রাখা ভালো যে এই স্কলারশিপ শুধুমাত্র দশম শ্রেণী উত্তীর্ণরাই আবেদন করতে পারবে।

Vidyasaarathi Scholarship আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবেঃ-
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি।
২. আগের পরীক্ষার মার্কশীট।
৩. ইনকাম সার্টিফিকেট।

৪. নতুন কোর্সে বা শ্রেণীতে ভর্তির প্রমাণ।
৫. ব্যাংক অ্যাকাউণ্ট এর সকল তথ্য।
৬. পরিচয়ের প্রমানপত্র হিসাবে আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৭. ঠিকানার প্রমানপত্র।

Vidyasaarathi Scholarship কিভাবে আবেদন করতে পারবেনঃ-
১. অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদন করতে হবে।
২. www.vidyasaarathi.co.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
৩. প্রথমবারের জন্য আবেদন করতে হলে রেজিস্টার করে নিতে হবে।
৪. তারপরে উক্ত ওয়েবসাইটে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি সবকিছু দিয়ে রেজিস্টার করে নেবেন এবং তারপরে পোর্টালে লগ ইন করে নেবেন।

৪. এবার আপনার সিলেক্ট করা শিক্ষাগত যোগ্যতা অনুসারে আপনার জন্য উপলব্ধ বিভিন্ন স্কলারশিপ প্রকল্পগুলো দেখতে পাবেন। এর জন্য আপনাকে নিজের প্রোফাইল সম্পূর্ণ করে নিতে হবে।
৫. আপনি যে স্কলারশিপের জন্য আবেদন করতে চান সেটির Apply অপশনে ক্লিক করে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে উপরোক্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন এবং সবশেষে আপনার আবেদন Submit করে দেবেন।

SBI Asha Scholarship – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দারুণ স্কলারশিপ সকলে আবেদন করতে পারবে, কিভাবে করবেন দেখুন।

৬. এই Vidyasaarathi Scholarship স্কলারশিপে আবেদন করার পরে আপনারা জানতে পারবেন কতো টাকা পেতে চলেছেন।
৭. ১০ হাজার – ১ লক্ষ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন।
৮. কোন ক্লাসে আপনারা পড়াশুনা করছেন তার ওপরে এটি নির্ভর করছে।
৯. এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। আপনারা যত দ্রুত সম্ভব এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন।

Vidyasaarathi Scholarship নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।

WB Education Department – পড়ুয়াদের জন্য সামার প্রোজেক্ট ডিজাইন শিক্ষা দফতরের , কত দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button