চাকরির খবর

Bandhan Bank Recruitment – 2023 সালে বন্ধন ব্যাংকে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, বেতন 57,000.

সকল চাকরি প্রার্থীদের জন্য Bandhan Bank Recruitment অর্থাৎ বন্ধন ব্যাংকের তরফে চাকরির সুযোগ নিয়ে আসা হল। সমগ্র দেশ তথা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ১৮ – ৩০ বছর বয়সি সকল ছেলে – মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চলবে। এই নিয়োগের জন্য কোন পরীক্ষা নেওয়া হবে না, ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।

Bandhan Bank Recruitment এর সকল তথ্য জানানো হল।

Bandhan Bank Recruitment এর অধীনে ক্লার্ক, সুইপার, অফিসার, ফিল্ড অফিসার, রিলেসান ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অফিস বয় – গার্ল এই সকল পদে নিয়োগ চলছে। এছাড়াও যোগ্যতা অনুসারে আরও অনেক পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ২৭ হাজার টাকা থেকে শুরু করে ৫৭ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। আজকের প্রতিবেদনে আমরা আবেদনের পদ্ধতি, যোগ্যতা সম্পর্কে জেনে নেব।

Bandhan Bank Recruitment আবেদনের নথিপত্রঃ-
১) নিজের সকল পড়াশুনার প্রমাণপত্র।
২) বয়সের প্রমাণপত্র।
৩) আধার কার্ড ও প্যান কার্ড।

৪) ঠিকানার প্রমাণপত্র।
৫) আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র।
৬) এই আবেদনের জন্য কোন আবেদন মুল্য দিতে হবে না।
৭) ০৩/০৫/২০২৩ পর্যন্ত এই আবেদন করা যাবে বলে মনে করা হচ্ছে।

Bandhan Bank Recruitment কিভাবে আবেদন করবেনঃ-
১) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে।
২) www.bandhanbank.com এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) এইখানে আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে।

Bandhan Bank Recruitment এর প্রয়োজনীয় নথিপত্র।

৪) New Apply অপশনে ক্লিক করতে হবে।
৫) নিজের সকল তথ্য যেমন – নাম, বয়স, যোগ্যতা, জেন্ডার, আধার কার্ড ও প্যান কার্ড নম্বর, ফোন নম্বর, ই মেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে।
৬) নিজের বর্তমানের বায়োডেটা আপনাকে আপলোড করে দিতে হবে।

LPG Price – এপ্রিল মাস থেকে রান্নার গ্যাসে 200 টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার, কারা এই সুবিধা পাবেন দেখুন।

৭) নিজের বর্তমানের ছবিও দিতে হতে পারে।
Bandhan Bank Recruitment নিয়ে আরও কিছু তথ্যঃ-
১) কোন ধরণের টাকা চাওয়া হলে এই আবেদন করবেন না।
২) লিখিত পরীক্ষা ছাড়া এই আবেদন করতে পারবেন।

Bandhan Bank Recruitment নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

UPI এর মাধ্যমে যত খুশি টাকা পাঠান দিতে হবে না বাড়তি 1 টাকাও, কীভাবে? দেখুন পদ্ধতি।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button