Bank Recruitment 2023 – লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাংকে চাকরির সুযোগ, 30 শে এপ্রিলের মধ্যে আবেদন করুন।
সকল চাকরি প্রার্থীদের জন্য Bank Recruitment 2023 অর্থাৎ ব্যাংকের তরফে চাকরির সুযোগ নিয়ে আসা হল। সমগ্র দেশ তথা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত ব্যাংকের ব্রাঞ্চে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আজকের আলোচনায় আমরা দেশের নাগরিকদের কাছে পরিচিত ব্যাংক অর্থাৎ বন্ধন ব্যাংকে চাকরিতে নিয়োগ সম্পর্কে আলোচনা করতে চলেছি। ১৮ – ৩০ বছর বয়সি সকল ছেলে – মেয়েরা এই সকল পদের জন্য আবেদন করতে পারবেন। এই জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চলবে। এই নিয়োগের জন্য কোন পরীক্ষা নেওয়া হবে না, ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।
Bank Recruitment 2023 এর সকল তথ্য সম্পর্কে জেনে নিন।
এই নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা অনুসারে অনেক পদে আবেদনের সুযোগ দেওয়া হবে (Bank Recruitment 2023). ক্যাশিয়ার, অডিট, ব্রাঞ্চ ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, আই টি, ইনডোর স্টাফ, আউটডর স্টাফ এছাড়াও পড়াশুনা হিসাবে আরও অনেক উচ্চ পদের জন্যও সকলে আবেদন করতে পারবেন। এখন আমরা এই চাকরিতে আবেদনের পদ্ধতি, যোগ্যতা ও নিয়ম সম্পর্কে আলোচনা করতে চলেছি।
Bandhan Bank Recruitment 2023 আবেদনের নথিপত্রঃ-
১) নিজের সকল পড়াশুনার প্রমাণপত্র।
২) বয়সের প্রমাণপত্র।
৩) আধার কার্ড ও প্যান কার্ড।
৪) ঠিকানার প্রমাণপত্র।
৫) আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র।
৬) এই আবেদনের জন্য কোন আবেদন মুল্য দিতে হবে না।
Bank Recruitment 2023 আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ-
১) অফলাইন বা অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন।
২) www.bandhanbank.com/careers এই ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদন করতে পারেন।
৩) এর জন্য প্রথমে লগ ইন করে নিতে হবে।
৪) নিজের সকল তথ্য আপনাদের অনলাইন ফর্মে লিখে দিতে হবে।
৫) সাবমিট করে দিলে আপনার মোবাইলে বা ই মেল অ্যাড্রেসে ইন্টারভিউ এর জন্য আপনাকে ডেকে নেওয়া হবে।
৭) এছাড়াও আপনারা নিজের নিকটবর্তী বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই আবেদন করতে পারবেন।
Bank Recruitment 2023 আবেদনের কিছু আরও তথ্যঃ-
১) ব্রাঞ্চে গিয়ে বা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন।
২) অন্য কোন তৃতীয় ব্যাক্তির মারফৎ আবেদন করবেন না।
৩) চাকরি পাওয়ার আগে কেউ টাকা চাইলে দেবেন না।
৪) মনে রাখবেন চাকরি আমরা নিজেদের রোজগারের জন্য করে থাকি অন্যকে রোজগার দেওয়ার জন্য নয়।
Bank Recruitment 2023 নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।
ব্যাংক লোন নিয়েছেন? EMI নিয়ে আর ব্যাংকের দাদাগিরি নয়। নতুন আইন আনলো রিজার্ভ ব্যাংক।
Sridhar kati
Job
Ok
avilasadas33@gmail.com
Vil- Madhab pur, post- purbro Chand pur, ps- Mondir bazar, pin- 743336
HS pass, BA 2nd year Education Hons