ব্যাংকিং

SBI Rule Change – ষ্টেট ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, জুন মাস থেকে নতুন নিয়ম লাগু হতে চলেছে।

ষ্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য নিয়মে পরিবর্তন আনা হবে (SBI Rule Change) আগামী জুন মাস থেকে সেই জন্য সকল গ্রাহকের উচিত ৩১ শে জুন এর মধ্যে এই নতুন নিয়ম সম্পর্কে জেনে নেওয়া। মূলত যেই সকল গ্রাহকদের ব্যাংকে লকার আছে, তাদের জন্য এই নিয়মটি কার্যকর করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে SBI এর তরফে। আগামী জুন মাসের মধ্যে সকল গ্রাহকদের নিজেদের লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এই নিয়ে অনেক দিন ধরেই ব্যাংকের তরফে সকল গ্রাহকদের কাছে মেসেজ পাঠানো হচ্ছে।

SBI Rule Change For All Customers.

কিন্তু অনলাইন প্রতারণার কথা মাথায় রেখে অনেক গ্রাহকই এই নির্দেশ মানছেন না (SBI Rule Change). কিন্তু ব্যাংকের তরফে সকলকে আধিকারিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এটি কোন ভুয়ো মেসেজ নয় সকল গ্রাহকদের এই নিয়ম মানতে হবে। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে এই সকল কাজ করা হচ্ছে এবং সকলকেই এই নিয়ম মানতে হবে।

SBI Rule Change কি বলা হয়েছেঃ-
১) সকল গ্রাহকদের এই জন্য নিজেদের ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে।
২) সম্পূর্ণ চুক্তি দেখে নিতে হবে।
৩) চুক্তি দেখে স্বাক্ষর করে নিতে হবে।

৪) যেই সকল গ্রাহকেরা এর আগেও এই কাজ করেছেন (SBI Online) তাদের পুনরায় এই কাজ করতে হবে।
৫) অনলাইনের মাধ্যমেও ফর্ম নিয়ে আপনারা এই কাজ করতে পারবেন।
SBI Rule Change ঠিক কি পরিবর্তন করা হয়েছেঃ-

১) ব্যাংকে আগুন লাগা, চুরি, ডাকাতি হলে ব্যাংকের তরফে ক্ষতিপূরণ গ্রাহকদের দেওয়া হবে।
২) এই ক্ষতিপূরণ লকারের ভাড়ার ১০০ গুণ হবে।
৩) ষ্টেট ব্যাংকের লকারে ৮ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়।
৪) এই হিসাব রাজ্য ও শহর হিসাবে আলাদা হতে পারে।

Aadhaar Card Update – সকল আধার কার্ড গ্রাহকদের 16 ই জুনের মধ্যে করতে হবে এই আপডেট নইলে কার্ড বাতিল।

৫) এই নিয়মের ফলে সকল গ্রাহকেরা ব্যাংকের লকারে নিশ্চিন্ত হয়ে নিজেদের মুল্যবান সামগ্রী রাখতে পারবেন।
SBI Rule Change নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, এই ধরণের আরও গুরুত্বপূর্ণ খবর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

উচ্চমাধ্যমিকে 50% নম্বর পেয়েছেন? আবেদন করুন এই 5 টি স্কলারশিপে আর পেয়ে যান পড়াশোনার সব খরচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button