সরকারি প্রকল্প

Free Gas Cylinder: কেন্দ্র সরকার ফ্রীতে দিচ্ছে গ্যাস সিলিন্ডার কিকরে পাবেন জেনে নিন

বর্তমানে জীবনধারণের ক্ষেত্রে সাধারণ মানুষের অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মূল্যবৃদ্ধি। প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসেরই কমবেশি মূল্যবৃদ্ধি ঘটেই চলেছে। এর মধ্যে যে জিনিসটির কথা না বললেই নয় সেটি হলো রান্নার গ্যাস। বিগত কিছু মাসে উল্লেখযোগ্য ভাবে মূল্যবৃদ্ধি ঘটেছে রান্নার গ্যাসের। গ্যাস সিলিন্ডারের মূল্য পৌঁছেছে ১০০০ টাকার ঘরে (Free Gas Cylinder)।

রান্নার গ্যাসেরই ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের কপালে যখন চিন্তার ভাঁজ, ঠিক এমনসময়েই স্বস্তির খবর জানালো কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার দেবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। কেন্দ্রীয় সরকারি এক প্রকল্পের আওতায় বিনামূল্য গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।

কাদের এই উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, এই যোজনার জন্য আবেদন প্রক্রিয়া কি এবং আবেদন করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এসমস্ত কিছুই আমরা আলোচনা করবো আজকের পোস্টে।

এবার থেকে EMI তে মিলবে ট্রেনের টিকিট, কিভাবে EMI এর মারফত টিকিট কিনবেন, জেনে নিন

কাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্য গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য যে যোগ্যতা গুলি প্রয়োজন সেগুলি হলো:-
(১) কেবলমাত্র মহিলারাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্য গ্যাস সিলিন্ডার পাবেন।
(২) আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
(৩) আবেদনকারী মহিলাকে SC, ST সম্প্রদায়ভুক্ত/ কিংবা অন্য কোনো অনগ্রসর শ্রেণীভুক্ত/প্রধানমন্ত্রী আবাস যোজনাভুক্ত (গ্রামীণ)/অন্ত্যোদয় আন্না যোজনাভুক্ত/বনবাসী/দ্বীপে বসবাসকারী/দারিদ্রসীমার নীচে হতে হবে।
(৪) আবেদনকারীর ঠিকানায় অন্যকোনো এলপিজি সংযোগ থাকা চলবে না। তাহলে সেইক্ষেত্রে আবেদনকারী এই যোজনার সুবিধা পাবেনা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন প্রক্রিয়া কি সুবিধা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে?
(১) এই যোজনার জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য প্রথমেই অনলাইন পোর্টাল https://www.pmuy.gov.in/ujjwala2.html -এ যেতে হবে।
(২) এরপরেই পছন্দের এলপিজি কোম্পানি নির্বাচন করতে হবে।
(৩) তারপর একটি নতুন পেজ খুলবে, যেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
(৪) অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে হবে।
(৫) এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে ?
(১) আধার কার্ড
(২) রেশন কার্ড
(৩) ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও IFSC
(৪) KYC

অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সমস্ত ডকুমেন্টস এবং কাগজপত্র ভেরিফাই করা হবে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে ডিস্ট্রিবিউটার এর কাছে যেতে হবে। গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটার এর কাছ থেকেই সংগ্রহ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button