টেকনোলজি

আপনার রেশন কার্ডে eKYC করা আছে কী? চেক করে নিন ১ মিনিটে

বর্তমানে ডিজিটাল রেশন কার্ডে eKYC করা আবশ্যক হয়ে পড়েছে। যদি আপনার রেশন কার্ডে eKYC না করা থাকে তাহলে আপনার কার্ডটিকে খাদ্য দপ্তরের তরফ থেকে নিষ্ক্রিয় করা হতে পারে। ফলে স্বভাবতই সেই নিষ্ক্রিয় রেশন কার্ড দিয়ে রেশন সামগ্রী তোলাও সম্ভব হবে না। তাই এখনও অবধি রেশন কার্ডের eKYC করে না থাকলে দ্রুত তা করে নিন। আপনি অবশ্য ১ মিনিটেই চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডে eKYC করা আছে কিনা। নীচে সেই সহজ পদ্ধতিটি ভালোভাবে ব্যাখ্যা করা হলো।

আপনার রেশন কার্ডে eKYC করা রয়েছে কিনা তা কীভাবে চেক করবেন?

১. প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -এ যাবেন।
২. তারপরে Ration Card অপশনে ক্লিক করবেন।
৩. এরপরে Check Aadhaar linking Status of your Ration Card -এই লিংকে ক্লিক করবেন।
৪. এবার নিজের রেশন কার্ড নম্বর ও ক্যাটাগরি লিখে Check Status -এই অপশনে ক্লিক করবেন।
৫. তাহলে যদি EKYC Done -এই কথাটি লেখা থাকে তাহলে ভাববেন আপনার রেশন কার্ডটির eKYC সম্পন্ন হয়ে গিয়েছে।

যদি আপনার রেশন কার্ডের eKYC না করা থাকে তাহলেও সহজে বাড়িতে বসেই অনলাইনে eKYC করে নিতে পারবেন। কীভাবে করবেন তা নীচে আলোচনা করা হলো।

বাড়িতে বসে অনলাইনে ভোটার কার্ডের ভুল সংশোধন করুন, জেনে নিন পদ্ধতি

রেশন কার্ডের eKYC করার পদ্ধতি :

১. প্রথমে উপরোক্ত একই পদ্ধতিতে আপনার রেশন কার্ডের eKYC করা আছে কিনা তা চেক করবেন।
২. যদি তা না করা থাকে তাহলে Click here to Validate online through Aadhaar linked mobile OTP এরকম একটি অপশন স্ক্রিনে দেখতে পাবেন। সেই অপশনটিতে ক্লিক করবেন।
৩. তারপরে আপনার রেশন কার্ড ক্যাটাগরি ও নম্বর লিখে Search অপশনে ক্লিক করবেন।
৪. তারপরে Link Aadhaar and mobile number -এ ক্লিক করবেন।
৫. তারপরে আপনার আধার কার্ড নম্বর লিখে VERIFY অপশনে ক্লিক করবেন।
৬. তাহলে আপনার আধার নম্বরের সাথে লিংক থাকা মোবাইল নম্বরটিতে একটি ওটিপি চলে আসবে। সেটি লিখে Do eKYC অপশনে ক্লিক করবেন।
৭. সবশেষে Verify and Save অপশনে ক্লিক করবেন।

তাহলে eKYC done successfully এরকম ধরনের একটি পপ-আপ স্ক্রিনে দেখা যাবে। সেটিতে Ok করে আপনি যদি নিজের রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন করতে চান তাহলে সেটিও করে নিতে পারবেন। এভাবেই ঘরে বসেই সফলভাবে নিজের রেশন কার্ডের eKYC করে নিতে পারবেন। eKYC করা থাকলে আপনার রেশন কার্ডটি সক্রিয় থাকবে এবং সেই রেশন কার্ডটি দিয়ে রেশন সামগ্রী তুলতে কোনোরকম সমস্যা হবে না।

অফিসিয়াল ওয়েবসাইট – LINK

এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button