টেকনোলজি

Aadhaar Card: আপনার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে না তো? জেনে নিন মাত্র ১ মিনিটে

আধার কার্ড বর্তমানে দেশের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, কলেজে ভর্তির জন্য , ব্যাংক থেকে লোন নিতে, কোনো সরকারি প্রকল্পে আবেদন করতে ইত্যাদি প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আধার কার্ড (Aadhaar Card) কাজে লাগে। তবে এতো বেশী জায়গায় আধার কার্ড সংক্রান্ত তথ্য দেওয়ায় আপনার আধার কার্ডের অপব্যবহারেরও ঝুঁকি থাকে। কোনো অসাধু ব্যক্তি আপনার আধার তথ্য ব্যবহার করে কোনো অসৎ কাজও করে থাকতে পারেন। তবে আজকে আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো যার মাধ্যমে আপনি সহজেই নিজের আধার সংক্রান্ত তথ্যের ইতিহাস চেক করে নিতে পারবেন।

কীভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনার আধার সংক্রান্ত তথ্যের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন?

বিভিন্ন ক্ষেত্রে আপনার আধার কার্ড বিষয়ক তথ্য ব্যবহার করা হয়ে থাকে। সে সম্পর্কে জানতে —
১. প্রথমে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in -এ যাবেন।
২. এরপরে Aadhaar Services অপশনে ক্লিক করবেন।
৩. তারপরে নীচের দিকে স্ক্রল করে Authentication History অপশনে ক্লিক করবেন।
৪. এবার নিজের আধার নম্বর ও নীচে থাকা ক্যাপচা কোডটি লিখে Send OTP অপশনে ক্লিক করবেন।
৫. তাহলে আপনার আধার কার্ডের সাথে লিংক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে।
৬. এবার Authentication Type -এ All / Biometric / Demographic ইত্যাদি যে ধরনের তথ্য দেখতে চান সেটি সিলেক্ট করবেন।

আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে জেনে নিন

৭. Select Date অপশনে কত থেকে কত তারিখ পর্যন্ত আপনি নিজের আধার ব্যবহার বিষয়ক তথ্য দেখতে চান তা উল্লেখ করবেন।
৮. Number of Records অপশনে আপনি যত সংখ্যা পর্যন্ত নিজের আধার ব্যবহার বিষয়ক তথ্য (সর্বোচ্চ ৫০ অবধি) দেখতে চান সেটি লিখবেন।
৯. এরপরে OTP / TOTP অপশনে আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP -টি লিখে Verify OTP/ TOTP অপশনে ক্লিক করবেন।
১০. তাহলে আপনি নিজের Aadhar Authenticate History দেখতে পাবেন। আপনার আধার তথ্য কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে।
১১. আপনি চাইলে নীচে Download অপশনে ক্লিক করে নিজের আধার Authenticate তথ্য পিডিএফ আকারে ডাউনলোডও করে নিতে পারেন।

আপনার আধার ব্যবহার মূলক এই বিস্তারিত তথ্যগুলো দেখে আপনি সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার আধার তথ্য বিগত দিনে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কেউ আপনার আধার তথ্য ব্যবহার করলে তা এই পদ্ধতিতে সহজেই জেনে নিতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট – LINK

এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button