ব্যাংকিং

Instant Personal Loan – আধার কার্ড থাকলে নগদ টাকা পাবেন আপনি। টাকার দরকার হলে আবেদন করুন।

এবার গ্রাহকদের টাকার প্রয়োজন মেটাতে চলেছে আধার কার্ড (Instant Personal Loan On Aadhaar Card). এখন থেকে মাত্র ৫ মিনিটে সবচেয়ে কম সুদে অনলাইনে পার্সোনাল লোনের (Online Personal Loan) আবেদন করতে পারবেন গ্রাহকেরা। বর্তমানে দেশে ধনী, দরিদ্র অনেক ধরনের মানুষই বসবাস করে থাকেন। তবে, কখনো সকলের ক্ষেএেই এমন পরিস্থিতি এসে যায় যখন পার্সোনাল লোন বা ব্যাক্তিগত ঋণ নেওয়ার প্রয়োজন হয় সকলের।

Online Instant Personal Loan Apply.

মূলত রোজগার করলেও অনেককেই টাকা ধার করতে হয় নানা প্রয়োজনে। সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন অনেকে। কিন্তু এই লোন (Instant Personal Loan) নেওয়ার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যা সম্পন্ন করতে খানিকটা সময় লেগে যায় গ্রাহকদের। কিন্তু, হঠাৎ যদি এমন কোনো পরিস্থিতি আসে যখন গ্রাহকদের জরুরী ভিত্তিতে টাকা প্রয়োজন, তখন লোন পাবার ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে হয় গ্রাহকদের।

তবে, এবার থেকে গ্রাহকদের ইমার্জেন্সি অর্থের প্রয়োজন হলে কেবলমাত্র আধার কার্ড দেখিয়েই ব্যক্তিগত লোন পেয়ে যাবেন তারা। মাত্র ৫ মিনিটের মধ্যে স্যাংশন হয়ে যাবে Instant Personal Loan. এমনকি এই জন্য গ্রাহককে ব্যাংকেও যেতে হবে না, ঘরে বসেই অনলাইনে তিনি লোন পেয়ে যাবেন নিজের একাউন্টে। তবে এর জন্য প্রয়োজন আধার কার্ডের।

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি তার গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে ইন্স এর পরিষেবা তৈরি করেছে। বিশেষত এই সমস্ত ব্যাংকের গ্রাহকদেরই বারবার অভিযোগ উঠেছে যে তারা নাকি ব্যাংকে লোন নিতে গেছেন। কিন্তু নানা রকম প্রক্রিয়ার সমস্যার ফলে শেষ পর্যন্ত আর লোনই পাননি তারা। আবার অনেকে লোন পেলেও তা সময় পেরিয়ে যাবার পর। তাই অসুবিধা দূর করতে ব্যাংক গুলি এবার চালু করল অনলাইনে ইন্সট্যান্ট পার্সোনাল লোন (Instant Personal Loan).

ব্যক্তিগত জীবনে যে কোনো রকম প্রয়োজনে বা বিপদের সময়ে নিজের হাতে থাকা স্মার্ট ফোন থেকেই আবেদন করা যাবে এবং তৎক্ষণাৎ পাওয়া যাবে এই Instant Personal Loan. একজন ব্যক্তি তার আয়ের ১০ থেকে ২০ গুন পর্যন্ত টাকা পেতে পারেন এই লোনে অর্থাৎ কারোর আয় যদি মাসে ৩০০০০ হয়, তবে তিনি ৬ লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট পার্সোনাল লোন পাবেন তার ব্যাংক থেকে।

Banks For Apply Instant Personal Loan

1) State Bank Of India.
2) Punjab National Bank.
3) Kotak Mahindra Bank.
4) HDFC Bank.
5) Axis Bank.
6) Indian Bank.
7) Bandhan Bank.

Instant Personal Loan Apply Criteria

1) ব্যাংক থেকে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নিতে গেলে প্রথমে সেই গ্রাহকের বয়স হতে হবে ২১ বছরের বেশি।
2) যাদের ব্যাংকের সঙ্গে আধার নম্বর সংযুক্ত নেই তারা এই ধরনের সুবিধা পাবেন না।
3)পূর্বে নেওয়া কোনো লোন যদি এখনো গ্রাহক শোধ না করে থাকেন তবে এই Instant Personal Loan পাবেন না।
4) এই লোন নেওয়ার জন্য ঋণগ্রহীতার সিবিল স্কোর ৭৫০ এর বেশি হতে হবে।

Instant Personal Loan Apply Documents

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • ব্যাংকের প্রমাণপত্র।
  • আর প্রয়োজনে অন্য কোন নথিপত্র চাওয়া হতে পারে।

Instant Personal Loan Interest Rate

ইনস্ট্যান্ট পার্সোনাল লোন সুদের হার একজন ব্যক্তির সিবিল স্কোরের উপর নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে। সিবিল স্কোর যদি বেশি হয় তবে লোন সহজে পাওয়া যায় এবং এক্ষেত্রে সুদের হারও কম থাকে। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বেশিরভাগ ব্যাংক ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দিয়ে থাকে ১০.৩০ থেকে ১৬ শতাংশ বার্ষিক সুদে।

Instant Personal Loan Online Apply

১. উক্ত যে কোনো একটি ব্যাংকের ওয়েবসাইটে যান।
২. নির্দিষ্ট স্থানে নিজের মোবাইল নম্বর বসান।
৩. একটি ওটিপি আসবে। সেটি বসিয়ে Log In বাটনে ক্লিক করুন।
৪. লগ ইন হওয়ার পর হোম পেজ খুলবে। এখানে Instant Personal Loan অপশনে ক্লিক করুন।

Electricity Bill (ইলেকট্রিক বিল)

৫. এরপর লোনের জন্য আবেদন ফর্ম আসবে। যেখানে আপনার নাম, ঠিকানা, আধার ও প্যান নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর সহ আরো বেশ কিছু তথ্য এন্টার করুন। কত টাকা ঋণ নিতে চান সেটাও উল্লেখ করতে হবে।
৬. Submit বাটনে ক্লিক করুন।
৭. পরের পেজ খুলে যাবে। এখানে আপনার আধার ও প্যান কার্ডের ডিটেলস যাচাই করণ শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন।

5 লাখ টাকা পাবেন। ভোটের আগে মোদী সরকারের সিদ্ধান্ত। এই কার্ড বানিয়ে নিন।

৮. আপনি যদি যোগ্য হন, তবে নিজের ফোন নাম্বারে লোন পাওয়ার একটি কনফারমেশন SMS পাবেন।
৯. কিছুক্ষণের মধ্যেই টাকা ঢুকে যাবে আপনার একাউন্টে।
১০. আর এই Instant Personal Loan এর টাকা ঢুকতে দেরি হলে আপনারা সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারবেন। এইভাবে এখন থেকে নিজেদের প্রয়োজনে কেবলমাত্র আধার কার্ড ব্যবহার করে ব্যক্তিগত লোন নিতে পারেন গ্রাহকেরা।
Written by Sampriti Bose.

বন্ধন ব্যাংক লোন নিয়ে সুখবর। লোনের কিস্তির টাকা নিয়ে চিন্তার দিন শেষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button