সরকারি প্রকল্প

Government Scheme – প্রধানমন্ত্রীর এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউণ্টে ঢুকেছে? দেখে নিন এই পদ্ধতিতে।

Government Scheme এর টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকার সময় হয়েছে! কিন্তু টাকা ঢুকেছে কিনা চেক করবেন কীভাবে বাড়ি বসে। ভারতবর্ষ তৃতীয় বিশ্বের দেশ হওয়ার দরুণ এখানে প্রতিদিন দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাটা একটা কঠিন প্রশ্ন। আর যারা এই খাদ্যশস্য চাষ করে তাদের কাছেও কিন্তু সমস্যাটা একই। দেশের কৃষক সমাজকে সাহায্য করতে তাই প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। আজকের আলোচনাতে আমরা প্রধানমন্ত্রী কিষান যোজনা সম্পর্কে আলোচনা করতে চলেছি।

Government Scheme – PM Kisan যোজনার সকল তথ্য একবারে জেনে নিন।

যেমন তাদের একটা সময় অন্তর কিছু পরিমাণ টাকা দেওয়া হবে, তাদের পরিবারের লোকদের সুরক্ষার কথা ভেবেও। PM Kisan এর ১৩ তম ইনস্টলমেন্টের টাকা এই ফেব্রুয়ারিতে ঢোকার কথা। কিন্তু আপনার বৈধতা আছে নাকি আর টাকা ঢুকলো কিনা সে বিষয়ে আপনি চেক করবেন কীভাবে? দেখে নিন এক নজরে।

WB Government Scheme – পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প গুলিতে নাম নথিভুক্ত করে, প্রতিমাসে আর্থিক সাহায্য পান।

Government SchemePM Kisan যোজনার স্ট্যাটাস চেক করবেন কীভাবেঃ-
১) www.pmkisan.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২)এরপরে হোম পেজে থাকা Farmers corners ভিতরে গেলেই Benificiary status বাটনের ভিতর গিয়ে পরের পেজ আসবে তাতে যাতে মোবাইল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ঠিক করে ক্যাপচা কোডটি দিলেই আপনার ডাটা আসার অপশন পেয়ে যাবেন।

৩) এরপর একটি পেজ আসবে যেখানে আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন কয়টি কিস্তি আপনি পাবেন কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে।
৪) এই পিএম কিষাণ প্রকল্পে তিন মাস অন্তর ছয় হাজার টাকা করে পাবে প্রত্যেক পরিবার।
৫) এই প্রকল্প দেশের প্রধানমন্ত্রী ১ লা ফেব্রুয়ারি ২০১৯ থেকে শুরু করেছিলেন।

৬) প্রধানমন্ত্রী কিষান যোজনা শুধুমাত্র দেশের ছোট এবং মাঝারি কৃষকদের জন্য চালু করা হয়েছে।
৭) এই প্রকল্পে কোনো বড়ো জমির কৃষক বা জমিদাররা আবেদন করতে পারবে না।
8) গোটা দেশ ব্যাপী প্রত্যেক কৃষকই এই প্রকল্পের অধীনে টাকা পাবেন।
৯) আবেদনকারী কৃষককে মূলরূপে ভারতের নাগরিক হতে হবে।

১০) এই Government Scheme পি এম কিষান যোজনাতে আবেদনের জন্য কৃষকে বার্ষিক আয়ের প্রমানপত্র, আধার কার্ড ও ব্যাংকের পাসবই লাগবে।
১১) প্রধানমন্ত্রী কিষান যোজনার মতো পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষকবন্ধু প্রকল্পের অন্তর্গত টাকা দেওয়া হয় বছরে দুবার।
১২) এই প্রকল্পেও প্রায় দশ হাজার টাকা দেওয়া প্রত্যেক কৃষক পরিবারকে।

E-shram card – প্রকল্পে নাম আছে কিন্তু সময় হয়ে গেলেও টাকা আসেনি একাউন্টে? এখনি চেক করুন।

এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button