টেকনোলজি

Honor 90 – একদম নতুন প্রসেসর ও দারুণ ডিসপ্লে এর সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন Realme, Redmi কে টক্কর দিতে।

ফের একবার ভারতে Honor India এর তরফে Honor 90 মোবাইল লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে। এর আগেও আমরা অনেকেই এই কোম্পানির মোবাইল কিনেছি, কিন্তু মাঝখানে এই কোম্পানির তরফে সকল প্রকারের উৎপাদন ও বিক্রি ভারতে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ফের একবার মার্কেটে বাকি সকল কোম্পানিকে (Realme, Redmi, Oppo, Xiaomi, OnePlus) পেছনে ফেলে বাজেট ক্যাটেগরিতে নিজেদের এই নতুন স্মার্টফোনটি এই কোম্পানির মাধ্যমে লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে।

Honor 90 All Round Specifications In India.

এবারে এই খবরটি সর্বপ্রথম একজন জন্যপ্রিয় টেক ইউটিউবার (Tech Youtuber) গৌরব চৌধুরী বা Technical Guruji প্রথমবার এই কথা নিজের আনবক্সিং ভিডিওতে ঘোষণা করেছিলেন। কিন্তু সঠিক কবে এই মোবাইল ভারতে লঞ্চ করা হবে সেই সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়নি। কিন্তু এইটা স্পষ্ট যে সেপ্টেম্বর মাসেই এই ফোনটি ভারতীয় বাজারে আসতে চলেছে। এইবারে এই মোবাইল সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া যাক।

Honor 90 Smartphone Specifications

  1. 6.7 Inch এর 1.5K Quad Amoled Display এর সঙ্গে 120 Hz Refresh Rate.
  2. ভারতে সর্বপ্রথম Qualcomm Snapdragon 7 Gen 1 Accelerated প্রসেসর এই মোবাইলে দেওয়া হবে।
  3. 16 GB Ram এবং 512 GB স্টোরেজ এর সঙ্গে এই মোবাইল ফোনটি পাওয়া যাবে।
  4. 5000 mAh এর ব্যাটারি এর সঙ্গে 66 Watt এর সুপারফাস্ট চার্জার।

Honor 90 এর আরও কিছু তথ্য

  • এই ফোনে 200 Mp এর ক্যামেরা সাপোর্ট দেওয়া আছে এবং এই সঙ্গে 50 + 12 + 2 Mega Pixel এর ক্যামেরা পাওয়া যাবে।
  • এর মধ্যে Android 13 এবং Magic OS 7.1 এর রান করছে।
  • In Display Finger Print Sensor এর সঙ্গে Wi Fi 6, USB Type – C 2.0, Bluetooth 5.2 এর সাপোর্ট আপনারা এই ফোনে আছে।
  • এই সকল স্পেসিফিকেশন চিনে লঞ্চ হওয়া মোবাইলের ভারতে এই মধ্যে কিছু বদলও করা হতে পারে।
Oppo K11 5G (ওপ্পো কে ১১ ৫জি)

এবারে আসা যাক আসল কোথায় Honor 90 কতো টাকায় লঞ্চ হবে ভারতে? এখনো পর্যন্ত যেই খবর জানতে পাওয়া যাচ্ছে সেই খবর অনুসারে ২৫ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে এই ফোনটি লঞ্চ হবে। আর এই দামের মধ্যে এই মোবাইল লঞ্চ হলে বাকি সকল কোম্পানির সঙ্গে কড়া টক্কর দেওয়া হবে এবং সকল নাগরিকেরা ভালো দামে অনেক অপশন পাবে।

Realme C53 – 108 MP ক্যামেরার সাথে 6 GB Ram মাত্র 10 হাজার টাকায় আনল রিয়েলমি, Redmi এর ধারে কাছে নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button