টেকনোলজি

Realme C53 – 108 MP ক্যামেরার সাথে 6 GB Ram মাত্র 10 হাজার টাকায় আনল রিয়েলমি, Redmi এর ধারে কাছে নেই।

ভারতীয় বাজারে সস্তার স্মার্টফোন লঞ্চ করার ক্ষেত্রে Realme এর জুরি মেলা ভার, আর এবারে Realme C53 স্মার্টফোন মাত্র ১০ হাজার মধ্যে লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে রিয়েলমি। আজকে অর্থাৎ ২৪ শে জুলাই ২০২৩ দুপুর ১২ টা থেকে এই মোবাইলের বিক্রি অনলাইনে www.buy.realme.com এই ওয়েবসাইটে শুরু হয়ে যাবে এবং কিছু দিনের মধ্যে আপনারা এই ফোন অফলাইন মার্কেটে দেখতে পারবেন। ১০ হাজার টাকার মধ্যে এই প্রথমবার 108 MP (Mega Pixel) এর ক্যামেরা নিয়ে আসা হয়েছে এই ফোনে যা এখনো পর্যন্ত কোন কোম্পানি ভারতে নিয়ে আসেনি।

Realme C53 Is The Best Smartphone Under 10K?

আমাদের দেশে বরাবরই কম দামে বেশী ফিচার দেওয়া মোবাইল এর চাহিদা অনেক বেশী থাকে। এর মূল কারণ হল আমাদের দেশের মানুষদের রোজগার কম, এছাড়াও Realme কোম্পানিটি মূলত সকল যুব সমাজের জন্য ভারতে লঞ্চ করা হয়েছিল। আর আমরা সকলেই জানি স্কুল বা কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েদের কাছে এত পরিমাণ টাকা থাকে না যার মাধ্যমে তারা বেশী দামের মোবাইল ফোন কিনবে। এই জন্য Realme C53 লঞ্চ করা হয়েছে ভারতের স্মার্টফোন বাজারে (Indian Smart Phone Market).

আর এই কারণের জন্য Realme India বিগত ৫ বছরে সকল জুবি সমাজের মধ্যে নিজেদের এক ভালো ছবি তৈরি করে ফেলেছে। এই জন্য আমাদের দেশে ১০ হাজার টাকার কম দামে (Smartphones Under 10000) সকল ফোনের চাহিদা অনেক বেশী থাকে, আর যেই সকল মানুষেরা কম দামে স্মার্টফোন (Smartphone) কিনতে চাইছেন তাদের আর দেরি না করে শীঘ্রই এই Realme C53 কিনে নেওয়া উচিত। এবারে এই ফোন সম্পর্কে কিছু তথ্য জানাতে চলেছি।

Realme C53 এর সব স্পেসিফিকেশন (Realme C53 Specifications)

  1. Realme C53 এর মূল আকর্ষণ হল 108 MP এর ক্যামেরা যা এই দামে প্রথম লঞ্চ করা হয়েছে।
  2. এর মাধ্যমে Full HD ভিডিও রেকর্ড ও সকল প্রকারের ফিচার পাবেন এবং 8 MP এর Selfie Camera পাবেন।
  3. এত কম দাম হওয়া সত্ত্বেও 4 + 128 GB, 6 + 64 GB এই দুই ধরণের স্টোরেজ আপনারা পাবেন।
  4. 5000 mAh এর ব্যাটারির সঙ্গে 18W এর চার্জার আপনারা বক্সে দেওয়া হয়েছে।
  5. 6.74” এর বড় ডিসপ্লের সঙ্গে 90Hz Refrese Rate প্রদান করা হয়েছে।

Realme C53 সম্পর্কে আরও কিছু তথ্য

  • আপনারা এই স্মার্টফোনটিতে গোল্ড ও কালো এই দুই রঙে উপলব্ধ পাবেন।
  • UNISOC এর Octa Core Processor এর মাধ্যমে কম দামেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
  • এই ফোনের ক্যামেরার ডিজাইন সম্পূর্ণ রূপে Apple I phone এর মতো হবে আপনারা কোন রকমের পার্থক্য বুঝে উঠতে পারবেন না।
  • 12 GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে এবং এর মাধ্যমে গেম খেলার ইচ্ছে হলে ভালো সুযোগ পাওয়া যাবে।
Post Office Savings Scheme (পোস্ট অফিস সেভিংস স্কিম)

Realme C53 এর বিক্রি শুরু হয়ে গেছে আপনারা চাইলে সকল অনলাইন প্ল্যাটফর্ম যেমন – Flipkart, Amazon, Realme Store থেকে কিনতে পারেন নইলে আপনাদের নিকটবর্তী কোন মোবাইলের দোকান থেকেও আপনারা এই স্মার্টফোন কিনে নিতে পারবেন। আপনারা কি এই মোবাইল কিনবেন? নিচে কমেন্ট করে জানাবেন, পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য, ধন্যবাদ।

Dearness Allowance – বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তের বড় খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button