টেকনোলজি

Pan Card – প্যান কার্ডের জালিয়াতি নিয়ে নতুন আপডেট, আপনি কিভাবে বাঁচবেন এর হাত থেকে? দেখে নিন।

বর্তমানে প্রযুক্তির যুগে অনেকে জালিয়াতির স্বীকার হচ্ছেন, এর মধ্যে Pan Card জালিয়াতি অন্যতম। সাইবার প্রতারকরা নিত্যদিন নতুন পন্থা অবলম্বন করে সাধারণ মানুষদের টাকা আত্মসাৎ করে নিচ্ছে। এই প্রতারকদের হাত থেকে বাদ পড়ছেন না। সম্প্রতি এমন অনেক ঘটনা সামনে এসেছে যে, আধার কার্ড ও প্যান কার্ড এর তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউণ্টের টাকা পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে।

Pan Card জালিয়াতি থেকে বাঁচার উপায়।

আধার কার্ডের পর এই Pan Card হল ভারতীয় সকল নাগরিকদের কাছে এক গুরুত্বপূর্ণ নথিপত্র। সরকারি সহ বেসরকারি সকল অফিসিয়াল কাজের ক্ষেত্রে এই নথি ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়াও সকল প্রকার ব্যাংকিং লেনদেন এর ক্ষেত্রে প্যান কার্ডের ব্যবহার বাধ্যতামূলক। কিছু আর্থিক বিশেষজ্ঞদের মত অনুসারে নিজের সিভিল স্কোর চেক করাই হল এই জালিয়াতি ঠেকানোর মূল অস্ত্র।

KYC – নিয়ে অনিয়ম এর ফলে এই পেমেন্ট অ্যাপকে ৩ কোটি জরিমানা করলো RBI, এই অ্যাপ আপনি ব্যবহার করেন?

Pan Card জালিয়াতি আটকাবেন কীভাবেঃ-
১) নিজের প্যান কার্ডের তথ্য সকল স্থানে প্রদান করবেন না।
২) এর বদলে নিজের অন্য সকল নথির আই ডি প্রদান করুন।
৩) সরকারি বা বেসরকারি যে কোন সংস্থাই হোক না কেন, ঠিক করে যাচাই করে এই নম্বর দেবেন।

৪) নিজের জন্মের তারিখ কোন অজানা অনলাইন পোর্টালে দেবেন না।
৫) আপনার নামে কোন ঋণ বা ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করা হয়েছে কিনা, সেটা জানার জন্য নিজের সিভিল স্কোর চেক করুন কিছু দিন অন্তর।
৬) মোবাইলে নিজের প্যান কার্ডের ছবি তুলে রাখবেন না, অনেক সময় ফোন হ্যাক করেও সাইবার প্রতারকরা এই জালিয়াতি করতে পারে।

Pan Card জালিয়াতির স্বীকার হলে কোথায় অভিযোগ জানাবেনঃ-
১) আপনাকে অনলাইনের মাধ্যমে এই অভিযোগ জানাতে হবে।
২) www.nsdl.co.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) নিচের দিকে Contact Us এই অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপরে আপনি কিছু মোবাইল ফোন নম্বর ও ই মেল আইডি দেখতে পাবেন।
৫) সেখানে আপনি নিজের অভিযোগ করতে পারবেন।
৬) এছাড়াও আপনার Customar Care নম্বরে ফোন করেও এই অভিযোগ জানাতে পারবেন।

Gold Price – কলকাতায় আরও কমে গেল সোনার দাম, দাম বাড়ার আগে ঝটপট কিনে নিন।

এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button