Old Coin – পুরনো কয়েন বিক্রি করে লক্ষ টাকা আয় করুন, এই পদ্ধতিতে সঠিক ক্রেতা পাওয়ার উপায় জেনে নিন।

ওল্ড ইজ গোল্ড অর্থাৎ পুরাতন যে কোন জিনিস সোনার সমতুল্য, এই সকল পুরনো জিনিসের মধ্যে Old Coin অন্যতম। পুরনো কয়েন ও নোট বিক্রি করে অনেকেই লক্ষ টাকা ও অনেকে কোটি টাকা পর্যন্ত আয় করেছেন। এখন বর্তমানে অনেকেই এই পুরনো কয়েন ও নোট বিক্রি করা নিয়ে খুবই আগ্রহ হয়ে উঠেছে। কিন্তু ইচ্ছে থাকলেও অনেক সময় সঠিক জায়গা জানা না থাকার জন্য আমরা এই কয়েন ও নোট বিক্রি করে উঠতে পারি না আবার অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ প্রতারকদের চক্রে পা দিয়ে নিরাশ হয়ে ফিরে আসেন। এছাড়াও বর্তমানে চাকরির বাজার খারাপ হওয়ার জন্যও এই চাহিদা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে।
Old Coin বিক্রি করার সঠিক উপায় সম্পর্কে জেনে নিন।
এবার জেনে নেওয়া যাক যে Old Coin আসলে কি? ওল্ড কয়েন হল – আজ থেকে প্রায় ৫০, ৬০ বা ১০০ বছরের পুরনো কয়েন বা নোট যে গুলো মুঘল, ব্রিটিশ বা স্বাধীনতার আগের চলনে এসেছে এমন সকল কয়েন ও নোট বিক্রি করে অনেকেই মোটা টাকা রোজগার করেছে। এবার জেনে নেওয়া যাক কিছু কয়েন সম্পর্কে – ১ টাকার রুপোর কয়েন, মা দুর্গার ছবি থাকা কয়েন, ইংরেজ আমলের কয়েন, মুঘল আমলের মুদ্রা ইত্যাদি। এবার আমরা জেনে নেব কিছু সঠিক জায়গা সম্পর্কে যেখানে আপনারা এই সকল কয়েন ও নোট বিক্রি করে টাকা রোজগার করতে পারব।
কোন ধরণের Old Coin বিক্রি করা সম্ভবঃ-
১) ব্রিটিশ আমলের সময়কার কোন নোট থাকলে সেটা বিক্রি করা সম্ভব।
২) Old Coin কোন মহাপুরুষের ছবি থাকা কয়েন।
৩) কোন ব্রিটিশ আধিকারিক দের ছবি থাকা কয়েন।
৪) ১০০ বছরের বেশি Old Coin ক্ষেত্রে।
৫) বড় ১ টাকা ও ৫ টাকার কয়েনের দাম অনেক বেশি থাকে।
৬) কয়েন ও নোট আপনি বিক্রি করতে পারবেন।
৭) ইংরেজ আমলের কয়েন বা কিছু মহাপুরুষের ছবি দেওয়া কয়েন ভালো দামে বিক্রি হয়।
৮) রাজনৈতিক কোন ব্যাক্তির ছবি দেওয়া কয়েনের গুরুত্বও অনেক।
কিভাবে বিক্রি করবেন এই Old Coin:-
১) এই সকল নোট ও কয়েন অনলাইনের মাধ্যমেই বিক্রি করা সম্ভব।
২) কিছু বিশ্বস্ত ওয়েবসাইটের নাম উল্লেখ করা হল।
৩) Olx, Quikr, E bay, Coinbazaar এছাড়াও সার্চ করলে আপনারা অনেক ওয়েবসাইট ও অ্যাপের খোঁজ পেয়ে যাবেন আর এখানে আপনারা Old Coin বিক্রি করতে পারবেন।
৪) এই সকল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে।
৫) নিজের নাম, বয়স, মোবাইল নম্বর, ই মেল দিয়ে দিতে হবে।
৬) নিজের কাছে থাকা পুরনো নোট বা কয়েনের ছবি তুলে আপলোড করে দিতে হবে।
৭) সেই সংস্থা থেকে আপনাকে ফোন বা মেসেজ করে যোগাযোগ করা হবে।
Old Coin বিক্রির ক্ষেত্রে কিছু সতর্কতাঃ-
১) বিক্রি করার আগে কেউ যদি টাকা দাবি করে তাহলে সেই ওয়েবসাইট বা অ্যাপের ওপর ভরসা করবেন না।
২) RBI এই ধরণের কোন Old Coin কেনা বেচা করে না। কেউ আর বি আই এর নাম করে আপনাকে ঠকাতে পারে।
৩) সম্পূর্ণ সতর্ক হয়ে এই ধরণের নোট ও কয়েন বিক্রি করবেন।
৪) PB Tech News এর সদস্যরা এই ধরণের কোন Old Coin কেনা বেচার বিষয়কে সমর্থন করে না।
৫) আমাদের কাজ জনগণকে এই সকল বিষয়ের ওপরে সঠিক তথ্য দেওয়া।
Old Coin বিক্রি নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।
Income Tax – আগামী 1 এপ্রিল থেকে বদল যাচ্ছে 9 টি আয়কর নিয়ম, একঝলোকে দেখে নিন।
Yes
Sir
As Im I am a poor senior
Citizen and as Ive few Antique coins so I am interested to sale,
Regards
Skumar
ainuddin12121@gmail. com pdt lama rosul gonj Bazar jogonnat pur May coin sell
ainuddin12121@gmail post Lama Rosul gonj bajar may coin sell 01718240843
I have few old coins,
So I am interested to sale.