টেকনোলজি

Infinix GT 10 Pro – নতুন Dimensity 8050 প্রসেসর এর সঙ্গে 3 তারিখে ভারতে লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন সঙ্গে গেমিং কিট ফ্রী।

ভারতে আগামী কিছু দিনের মধ্যে Infinix GT 10 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে Infinix India এর তরফে। প্রথমেই জেনে নেওয়া ভালো যে এই মোবাইল ফোনটি গেমারদের (Gamers) স্বর্গরাজ্য বললে কোন ক্ষতি হবে না, কিন্তু শুধুমাত্র যে এই মোবাইল গেম খেলার জন্য কেনা হবে সেইটা একদমই নয় এই ফোনে আপনারা সব ধরণের কাজ একদম কোন রকমের সমস্যা ছাড়াই করতে পারবেন। এরই সঙ্গে আরও অনেক ধরণের নতুন ফিচার (New Features) এর সঙ্গে আপনারা এই ফোনটি মার্কেটে দেখতে পারবেন।

Infinix GT 10 Pro Launch In 3rd August 2023.

দেখার মত জিনিস হচ্ছে এই Infinix GT 10 Pro মোবাইলের ব্যাক প্যানেল, অনেকেই বলছেন যে এই মোবাইলটা অনেকটা Nothing Phone 2 এর মত দেখতে। সে যাই হোক এবারে মূল বিষয়ে এসে উপস্থিত হওয়া যাক। গেমিং ফোন হওয়ার জন্য এই ফোনে 3.5 mm এর অডিও জ্যাক পাওয়া যাবে। এরই সঙ্গে আপনারা একদম নতুন প্রসেসর পাওয়ার জন্য দমদার পারফর্মেন্স পেয়ে যাবেন সেটা আলাদা।

Infinix GT 10 Pro Specifications

  1. Mediatek Dimensity 8050 Chipset এই প্রথম ভারতে কোন মোবাইলে দেখতে পাওয়া যাবে।
  2. 108 MP Rear Camera And 32MP Front Selfie Camera আপনারা পাবেন এবং আপনারা সকল প্রকারের মোডে নিজেদের ফটো তুলতে পারবেন।
  3. 8 GB Ram + 256 GB Rom থেকে আপানারা এই মোবাইল মার্কেটে দেখতে পারবেন।
  4. 6.67 Inch এর একটি Super Amoled Display আপনারা এই মোবাইলে দেখতে পারবেন।

Infinix GT 10 Pro সম্পর্কে আরও কিছু তথ্য

  • 120 Hz Refresh Rate এর সঙ্গে আপনারা ভালো গেমিং পারফর্মেন্স পাবেন।
  • এছাড়াও আপনারা Content Watching এর ক্ষেত্রেও ভালো অভিজ্ঞতা পাবেন।
  • এবারে এই মোবাইলের দাম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক।
  • ভারতীয় বাজারে এই মোবাইলের দাম ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে হতে চলেছে।
Lucky Lottery Numbers (লটারি জেতার লাকি নাম্বার)

Infinix GT 10 Pro আপনারা ৩ রা আগস্ট থেকে Flipkart এর অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এবং অনেক তাড়াতাড়ি অফলাইন মার্কেটেও এই ফোন পাওয়া যাবে। এই ফোনের সঙ্গে ফ্রী Gaming Kit দেওয়া হবে প্রথম ৫ হাজার কাস্টমারদের। কিন্তু সকল ক্রেতারা এই সুবিধা পাবেন না। এই মোবাইল কি আপনি কিনবেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।

Laxmi Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবাই 1 হাজার টাকা পাবে? নবান্নের সিদ্ধান্ত দেখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button