আজকের দিনে প্রায় সকলেরই আধার কার্ড রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই আধার কার্ড ভারতবর্ষের নাগরিকদের সচিত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্ত এতো বিপুল পরিমান আধার কার্ডের মধ্যে আবার কিছু ভুয়ো কার্ডও তৈরী করা হচ্ছে। বিভিন্ন অসাধু জালিয়াতি চক্র এর পিছনে রয়েছে। তবে আপনি বাড়িতে বসেই মাত্র ১ মিনিটে চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি আসল না ভুয়ো। এর জন্য UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) -এর তরফ থেকে খুব সহজ একটি অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। নীচে সেই আধার কার্ড যাচাই করার পদ্ধতিটি ভালোভাবে ব্যাখ্যা করা হলো।
কীভাবে চেক করবেন আপনার আধার কার্ডটি আসল না নকল?
১. প্রথমে myaadhaar.uidai.gov.in -এই ওয়েবসাইটে যাবেন।
২. এরপরে নীচে স্ক্রল করে Verify Aadhaar -এই অপশনে ক্লিক করবেন।
৩. তারপরে নিজের আধার নম্বর এবং নীচে দেওয়া ক্যাপচা কোডটি ভালোভাবে লিখে Proceed and Verify Aadhaar অপশনে ক্লিক করবেন।
৪. তাহলে যদি **** Exists (যেখানে **** এর জায়গায় আপনার আধার নম্বর দেখাবে) এরকম লেখা দেখায় তাহলে আপনার আধার কার্ডটি আসল আধার কার্ড। যদি Don’t Exists এরকম লেখা দেখায় তাহলে ভাববেন আপনার আধার কার্ডটি আসল কার্ড নয়, সেটি একটি ভুয়ো আধার কার্ড।
ওয়েবসাইট – LINK
এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।