টেকনোলজি

এখনই জেনে নিন নতুন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কী

নির্বাচন কমিশনের তরফ থেকে এবছর ২০২২ সালের নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। নতুন এই ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা সহজেই জেনে নিতে পারবেন। বাড়িতে বসেই অনলাইনে এই কাজটি করতে পারবেন। নতুন এই ভোটার তালিকা কীভাবে চেক করবেন তা নিয়েই নীচে ভালোভাবে ব্যাখ্যা করা হলো।

কীভাবে বাড়িতে বসেই ২০২২ সালের নতুন ভোটার লিস্ট চেক করবেন?

১. প্রথমে রাষ্ট্রীয় ভোটার পরিষেবা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট www.nvsp.in -এ যাবেন।
২. এবার Download Electoral Roll PDF অপশনে ক্লিক করবেন।
৩. এরপরে Select State অপশনে নিজের রাজ্য সিলেক্ট করে Go অপশনে ক্লিক করবেন।
৪. তাহলে আপনি সরাসরি আপনার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন।
৫. তারপরে Electoral Roll (Voter List) অপশনে ক্লিক করবেন
৬. এরপরে পরপর নিজের জেলা ও বিধানসভার নাম সিলেক্ট করবেন।
৭. তাহলে আপনার বিধানসভার সমস্ত পোলিং বুথের নাম দেখতে পাবেন।
৮. আপনার পোলিং বুথের নামের পাশের Final Poll অপশনে ক্লিক করবেন।
৯. তাহলে আপনার ডিভাইসে পোলিং বুথের ভোটার তালিকা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি সেই তালিকাতে আপনার পরিবারের সকলের নাম রয়েছে কিনা তা চেক করে নিতে পারবেন।

বাড়িতে বসে অনলাইনে ভোটার কার্ডের ভুল সংশোধন করুন, জেনে নিন পদ্ধতি

বিকল্প পদ্ধতি:

১. যদি উপরোক্ত পদ্ধতিতে ভোটার লিস্ট ডাউনলোড করে নিজের নাম না খুঁজে পান তাহলেও চিন্তা করবেন না।
২. পশ্চিমবঙ্গের মুখ্য রাজ্য নির্বাচন আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in -এ যাবেন।
৩. তারপরে Search Your Name in Voter List -এই অপশনে ক্লিক করবেন
৪. এবার EPIC No অপশনটি সিলেক্ট করে আপনার ভোটার কার্ড নম্বর এবং নীচে দেওয়া ক্যাপচা কোডটি টাইপ করে Search অপশনে ক্লিক করবেন।
৫. তাহলে আপনার ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন – আপনার নাম, বাবা / স্বামীর নাম, রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র, পোলিং বুথ ইত্যাদি সবকিছু দেখতে পাবেন।

এভাবেই সহজে বুঝে নিতে পারবেন আপনার নাম নতুন ভোটার লিস্টে রয়েছে কিনা। যদি উপরোক্ত দুটি পদ্ধতির কোনোটির মাধ্যমেই আপনি নিজের নাম ভোটার তালিকায় না দেখতে পান তাহলে আপনার নাম হয়তো নতুন ভোটার লিস্টে নেই। এইরকম হলে আপনি দ্রুত নিকটবর্তী সরকারি অফিসে গিয়ে যোগাযোগ করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট – LINK

এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button