সরকারি কর্মচারী

DA Update – পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে নবান্নের সিদ্ধান্ত, পাবেন কি পাবেন না জেনে নিন।

কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ (DA Update) দেওয়ার জন্য যেই দাবি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা লাগাতার বিগত কয়েক বছর ধরে করে আসছেন, সেই দাবি এক কথায় খারিজ করে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) এর তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) এর জন্য সাফ জানানো হয়েছে যে “রাজ্যের সকল সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয় সরকার”। শুধুমাত্র এইবারে নয় বিগত সব সময় থেকেই সরকারের তরফে এই এক কথাই কলকাতা হাইকোর্টেও বলা হয়েছে।

DA Update For WB Govt Employees.

এছাড়াও রাজ্যের প্রশাসনিক প্রধান (Administrative Head) অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এর তরফেও এই কথাটি অনেকবার বলা হয়েছে এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের তরফে বলা হয়েছে বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে এটাকেই আমাদের সরকারের শেষ সিদ্ধান্ত হিসাবে বিবেচিত করে নিতে হবে (DA Update).

মহার্ঘ ভাতা (DA Update) আদৌ কি পাওয়া যাবে?

কিন্তু কেন এই ধরণের মন্তব্য (Statement) করা হল সেই সম্পর্কে রাজ্য সরকারের তরফে আইনজীবী বলেন, রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের (Central Government) নিয়ম মানা হবে কিন্তু ডিএ (DA Update) নিয়ে সব নিয়ম মানতে আমাদের বাধ্য করা যাবে না। সরকারের তরফে সুপ্রিম কোর্টে আরও জানানো হয় এই সকল বকেয়া মেটানোর জন্য ৪১ হাজার কোটি টাকার প্রয়োজন পরবে।

আর এইটা কোন ছোট ব্যাপার নয়, সেই জন্য এই বকেয়া ডিএ (West Bengal DA) নিয়ে কোর্টের কাছে এই মামলার শুনানির জন্য বেশী সময় চাওয়া হয়েছে (DA Update). ২০২২ সালের নভেম্বর মাসে এই মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে সরকারের তরফে। সেই সময়ে সরকারের বক্তব্য ছিল যে এই DA মেটানো হলে রাজ্যের ঘাড়ে আর্থিক বোঝা বৃদ্ধি পাবে, কম বেশী নিজেদের সেই একই যুক্তিতে অনড় রয়েছেন তারা।

WB TET Scam (পশ্চিমবঙ্গে টেট দুর্নীতি)

কিন্তু এই মামলা অনেকবার স্থগিত হয়েছে এবং এইবারের শুনানিতেও কোন ধরণের সদর্থক উত্তর পাওয়া যায়নি কোন তরফে থেকেই (DA Update). বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেক অংশে কম DA পান রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Govt Employees). ৬% হারে ভাতা পাচ্ছেন কর্মীরা। কিন্তু অন্যদিকে সপ্তম বেতন কমিশনের (7 TH Pay Commission) এর আওতায় ৪২% হারে ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা Central Govt Employees).

কিন্তু নিজেদের ন্যায্য দাবি থেকে পিছু হটতে নারাজ সকল সরকারি কর্মীরা (DA Update), এই বকেয়া না মেটানো হলে ফের কোন ধরণের বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে সকলের তরফে। কিন্তু এবার দেখার অপেক্ষা যে আগামী শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য, ধন্যবাদ।

LPG Gas Price – আবার বাড়বে রান্নার গ্যাসের দাম!! তার আগেই সাশ্রয় করার কিছু কার্যকরী পদ্ধতি দেখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button