বিনিয়োগ

LIC – র এই পলিসিতে বিনিয়োগে নিশ্চিত রিটার্ন ১ কোটি, আবেদনের সকল পদ্ধতি দেখে নিন।

সন্তানের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করছেন? ভাবছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন হবে। তাহলে এই দুশ্চিন্তা ভুলে যান। LIC এর এই পলিসিতে নূন্যতম টাকা বিনিয়োগেই পাওয়া যাবে কোটি টাকা সে উচ্চশিক্ষা হোক বা সন্তানের বিবাহ। তাছাড়া থাকছে অন্যান্য সুবিধাও। কত টাকা বিনিয়োগ করতে হবে? মেয়াদপূর্তির সময়সীমা? এছাড়া পলিসি হোল্ডারের মৃত্যু হলেও তার করা নমিনি পাবেন বিশেষ সুবিধা।

LIC র এক অনবদ্য স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নিন।

যে সকল ব্যক্তি নিজের সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের ভবিষ্যত জীবন নিয়ে অধিক চিন্তাভাবনা করে থাকেন, বিশেষত তাদের জন্য এই পলিসিতে বিনিয়োগ বেস্ট।দেশের নির্ভরযোগ্য বিমা সংস্থা হিসেবে পরিচিত LIC বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। কোটি কোটি সাধারণ মানুষ এই বিমা সংস্থার একাধিক পলিসিতে বিনিয়োগ করে থাকেন। আর পেয়ে থাকেন বিশেষ সুবিধা।

পুরনো এই ১০ টাকার নোট ঘরে থাকলেই কেল্লাফতে, সঠিক ক্রেতার কাছে লাখ টাকায় বিক্রয় করার সুযোগ।

পলিসির নাম- এলআইসি ধন বর্ষা পলিসি।
এটি একটি নন-লিঙ্কড, ব্যক্তিগত, সঞ্চয় ও সিঙ্গল প্রিমিয়াম বিমা প্রকল্প। যেটি পলিসিধারককে সঞ্চয় ও নিরাপত্তা দুটিই প্রদান করে থাকে।
এই পলিসির প্ল্যান নম্বর ৮৬৬।

LIC র এই পলিসির সুবিধা-
১) সিঙ্গল প্রিমিয়াম বলতে বার বার প্রিমিয়ামের টাকা জমা করতে হয় না।
২) পলিসিধারকের মৃত্যুর পর নমিনি ব্যক্তি পাবেন ডেথ বেনিফিট।
বিনিয়োগের পরিমান-
১) জমা দেওয়া অঙ্কের ১.১৫ গুণ রিটার্ন।

২) জমা দেওয়া অঙ্কের ১০ গুণ রিটার্ন।
বিনিয়োগের বয়সসীমা-
প্রথম বিকল্পের জন্য পলিসিধারকের সর্বোচ্চ বয়স হতে হবে ৬০ বছর। দ্বিতীয় বিকল্পের জন্য পলিসিধারকের বয়স হতে হবে ৪০ বছর।

উল্লেখ্য, ১০ বছরের মেয়াদযুক্ত এই পলিসিতে বিনিয়োগের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ৮ বছর। ১৫ বছরের জন্য এই পলিসিতে বিনিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ৩ বছর। কতো টাকা বিনিয়োগ করলে, তবে এক কোটি টাকা পাবেন দেখে নিন।

প্রথম বিকল্প অনুসারে, ধরা যাক পলিসিধারকের বয়স ৩০ বছর, তিনি যদি এককালীন প্রিমিয়াম হিসেবে ৮,৮৬,৭৫০ টাকা (অতিরিক্ত জিএসটি সহ ৯,২৬,৬৫৪ টাকা) দিয়ে থাকেন, তার বিমার পরিমাণ হবে ১১,০৮,৭৫০ টাকা। ১৫ বছরের মেয়াদ বেছে নিলে, মেয়াদ পূর্তির সময় পাবেন ২১,২৫,০০০ টাকা।
উল্লেখ্য, পলিসিধারক যদি প্রথম বছরেই মারা যান, তার করা নমিনি পাবেন ১১,৮৩,৪৩৮ টাকা।

কিন্তু পলিসিধারক ১৫ বছরে মারা গেলে পাবেন ২২,৩৩,৪৩৮ টাকা।দ্বিতীয় বিকল্প অনুসারে, ধরা যাক ৮,৩৪,৬৪২ টাকা বিনিয়োগ করা হলে পলিসির মেয়াদপূর্তির পর ১,০০,০০,০০০ টাকা পাওয়া যাবে। যদি পলিসিধারকের মৃত্যু হয় তার করা নমিনি পাবেন ৭৯,৮৭,০০০ টাকা।

Public Provident Fund – এই প্রকল্পের টাকা 31 মার্চের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে, ধনী গরিব সবাই পাবে।

আরো বিশদে জানতে হলে রাষ্ট্রীয় বিমা সংস্থা বা LIC এর অফিশিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।
বিনিয়োগ সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button