বিনিয়োগ

LIC Jeevan Labh – মধ্যবিত্তদের জন্য এই জীবন লাভ পলিসিতে স্বল্প সময়ে বিনিয়োগে পান 55 লক্ষ টাকা রিটার্ন।

দেশের সকল মধ্যবিত্ত নাগরিকদেরকে আর্থিক সুরক্ষা প্রদানের জন্য এই LIC Jeevan Labh পলিসি নিয়ে আসা হয়েছে। LIC হল ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থা। কিন্তু বর্তমানে এই এটি শুধুমাত্র একটি বীমা সংস্থায় নয়, নাগরিকদের কাছে নিজেদের পুঁজি বিনিয়োগের এক বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। আজ থেকে ৬৬ বছর আগে ১ লা সেপ্টেম্বর ১৯৫৬ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সংস্থার স্থাপনা করা হয়েছিল। যার মূল লক্ষ্য ছিল দেশের সর্বস্তরের মানুষদের জীবন বীমার আওতায় নিয়ে আসা। এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য এলআইসির পক্ষ থেকে নিরন্তর প্রচেষ্টা করা হচ্ছে।

LIC Jeevan Labh পলিসিতে একবার বিনিয়োগে সারা জীবনের সাশ্রয়।

২০১৯ সালের এক পরিসংখ্যান অনুসারে LIC র বর্তমানে গ্রাহকের সংখ্যা ৩০ কোটির কাছাকাছি। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। আজকে আমরা LIC Jeevan Labh পলিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি একটি নন – লিঙ্কড প্ল্যান অর্থাৎ শেয়ার বাজারের সঙ্গে এর কোন যোগ না থাকার জন্য নিশ্চিত রিটার্ন পাওয়া যায় কিছু বছর বাদে।

LIC Jeevan Labh প্ল্যানে আপনাকে খুবই কম সময়ের জন্য আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এবং দীর্ঘ সময়ের জন্য এর কভার আপনারা পেয়ে থাকবেন এবং এটি একটি বীমা প্ল্যান ও সেভিংস প্ল্যান এই দুইয়েরই সুযোগ পাওয়া যাবে। এছাড়াও পলিসি হোল্ডারের মৃত্যু ঘটলে তার নমিনিকে এর মাধ্যমে সকল রিটার্ন ও বোনাস দিয়ে দেওয়া হবে।

Bangla Sahayata Kendra – বাংলা সহায়তা কেন্দ্রে পুরনো নিয়োগ পদ্ধতি বাতিল , কি পদ্ধতিতে নিয়োগ করা হবে দেখুন।

LIC Jeevan Labh পলিসি গ্রহণের যোগ্যতাঃ-
১) সর্বনিম্ন ২ লক্ষ টাকা এই প্রকল্পে জমা করতেই হবে।
২) এর ওপরে ১০ হাজারের বেশি জমা করা যাবে।
৩) ৮ – ৫৯ বছরের মধ্যে আপনাকে এই পলিসিতে আবেদন করতে হবে।

LIC Jeevan Labh পলিসির কিছু সুবিধাঃ-
১) ৩ বছর পর আপনি এই পলিসিতে টাকা জমা করলে ঋণের জন্য আবেদন করতে পারবেন।
২) ডেথ বেনিফিট পাওয়া যাবে এই পলিসিতে।
৩) ১৬, ২১ ও ২৫ বছরের জন্য এই পলিসিতে টাকা জমা রাখা যাবে।

LIC Jeevan Labh পলিসিতে কতো টাকা বিনিয়োগে কতো রিটার্ন পাওয়া যাবে?

৪) কিন্তু পলিসি হোল্ডারকে শুধুমাত্র ১০, ১৫ ও ১৬ বছরের জন্য টাকা জমা করতে হবে।
৫) যদি কেউ নুন্যতম ২ লক্ষ টাকার পলিসি নিয়েছেন ২৫ বছরের জন্য বার্ষিক ১০,২৮৩ টাকা ও মাসিক ৮৭৪ টাকা জমা করতে হবে। এই সঙ্গে GST অতিরিক্ত।
৬) এই পলিসিতে পাওয়া রিটার্ন একদমই ইনকাম ট্যাক্স ফ্রী।

৭) এই পলিসিতে ৭.১% রিটার্ন পাওয়া যাচ্ছে। কিন্তু এই ইন্টারেস্ট রেট সময়ে সময়ে কম বেশি হতে থাকে।
৮) ২৫ বছরের টার্মে মাসিক ৮ হাজার টাকা জমা করলে এককালীন ৫৫ লক্ষ ৩০ হাজার টাকা পাওয়া সম্ভব।
৯) LIC Jeevan Labh সম্পর্কে আরও তথ্য জানার জন্য আপনার নিকটবর্তী এলআইসি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন।

Indian Railway – ভারতীয় রেলের সঙ্গে যাত্রা করলে ভাড়ায় পাবেন বিশেষ ছাড়! কি জানালেন রেল মন্ত্রী?

LIC Jeevan Labh পলিসি নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button