সরকারি নথি

E Ration Card – নতুন রেশন কার্ড বানানো এখন আরও সহজ। সম্পূর্ণ আবেদন পদ্ধতি জানুন।

এবার সামনে এলো রেশন কার্ড সংক্রান্ত বড়ো আপডেট (E Ration Card). এখন থেকে ৫ মিনিটে বাড়িতে বসেই ই রেশন কার্ড বানিয়ে ফেলতে পারবেন গ্রাহকেরা। তবে, তার জন্য অবশ্যই অবলম্বন করতে হবে বিশেষ কিছু পদ্ধতি। বর্তমানে দেশের দরিদ্র পরিবার গুলির জন্য রেশন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখনো পর্যন্ত বহু মানুষের অন্ন সংস্থান হয় এই বিনামূল্যে দেওয়া রেশন থেকে।

E Ration Card Online Apply & Download Process.

কিন্তু এখনও পর্যন্ত দেশে এরূপ অনেক মানুষ রয়েছেন যারা রেশন কার্ডের (E Ration Card) সুবিধা থেকে বঞ্চিত। আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID Card) কিংবা প্যান কার্ডের (PAN Card) মতো বর্তমানে রেশন কার্ডেরও ডিজিটাল সংস্করণ রয়েছে। অনলাইনে ই রেশন কার্ড পাওয়া যায়। এখনো পর্যন্ত যারা রেশন কার্ড হাতে পায়নি তারা এই ই রেশন কার্ডের মাধ্যমে রেশন নিতে পারবেন।

E Ration Card Benefits

1) একটি E Ration Card সাধারণ রেশন কার্ডের মতোই সর্বত্র গ্রহণযোগ্য।
2) দেশের যে কোনো প্রান্তে গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড অবশ্যই গ্রাহ্য।
3) গ্রাহকদের কাছে যদি আসল রেশন কার্ড না থাকে তাহলে তিনি ই রেশন কার্ড দেখিয়ে রেশন সামগ্রী তুলতে পারবেন।
4) সরকারি হোক বা বেসরকারি যে কোনো কাজে গ্রহণযোগ্য এই ই রেশন কার্ড।

5) যদি কোনো কারনে গ্রাহকের হাতে থাকা রেশন কার্ড হারিয়ে যায়, তাহলে E Ration Card তার কাজে আসতে পারে।
6) নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিজের ডিজিটাল রেশন কার্ড গ্রাহকেরা যখন খুশি ডাউনলোড করতে পারেন। ফোন থেকে তার ডাউনলোড করা রেশন কার্ড ডিলিট হয়ে গেলেও তিনি আবারও তা ফিরে পাবেন।
7) অনলাইনে QR কোড দ্বারা গ্রাহকের ই রেশন কার্ড ভেরিফাই করা সম্ভব।

উল্লেখ্য, যে সকল ব্যক্তি রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তারা সকলেই ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এর জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। রেশন কার্ড (Ration Card) সরাসরি তার হাতে আসার বহু আগে ওয়েবসাইটে ডিজিটাল রেশন কার্ড (Digital E Ration Card) আপলোড করে দেওয়া হয়।

LPG Gas Cylinder (রান্নার গ্যাস সিলিন্ডার)

E Ration Card Download Process Online

1) পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in তে প্রবেশ করতে হবে।
2) স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই E-Ration Card 2024 অপশন দেখতে পাবেন সকলে।
3) ওই অপশনে ক্লিক করতে হবে।
4) এরপর গ্রাহকের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
5) সেখানে “Click to Download E Ration Card” অপশনে ক্লিক করতে হবে।

স্টেট ব্যাংক গ্রাহকরা মোটা টাকা পাবেন। গ্যারান্টি ছাড়াই দেওয়া হবে!

6) এরপর আরো একটি নতুন পেজ ওপেন হবে গ্রাহকের সামনে।
7) সেখানে “Enter Ration Card Number” বক্সে নিজের রেশন কার্ডের নাম্বারটা বসাতে হবে।
8) “Enter Captcha” এর পাশের বক্সে থাকা নির্দিষ্ট ক্যাপচা কোড এন্ট্রি করে Search বাটনে ক্লিক করতে হবে।
9) এরপর স্ক্রিনে গ্রাহক নিজের রেশন কার্ড দেখতে পাবেন।
10) ডাউনলোড বাটনে ক্লিক করলেই গ্রাহকের E Ration Card ডাউনলোড হয়ে যাবে। এভাবেই উক্ত পদ্ধতি অবলম্বন করে ই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন গ্রাহকেরা।
Written by Sampriti Bose.

হটাৎ টাকার দরকার হলে, কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করুন। রিজার্ভ ব্যাংকের নিয়ম মানলেই একাউন্টে টাকা ঢুকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button