চাকরির খবর

Primary TET Interview – এখনো পর্যন্ত কোন কোন টেট উত্তীর্ণদের ইন্টারভিউ বাকি জানিয়ে দিলো পর্ষদ, লিস্ট দেখে নিন।

টেট চাকরিপ্রার্থীদের জন্য পর্ষদের তরফে Primary TET Interview বা প্রাথমিকে টেট সাক্ষাৎকার নিয়ে এক জরুরি ঘোষণা করা হল। ১১৭৬৫ টি শূন্য পদের জন্য পর্ষদের তরফে তথ্য সকলকে জানানো হয়েছে। শুধুমাত্র টেট প্রশিক্ষিত সকল প্রার্থীদের জন্য এই নিয়মটি প্রযোজ্য। সকলে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে WBBPE (West Bengal Board Of Primary Education) বা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সকল তথ্য জানতে পারবেন। আজ থেকে কিছু দিন আগে ১৭ তম পর্যায়ের ইন্টারভিউ এর তারিখ জানানো হয়েছিল।

Primary TET Interview Update For All.

দীর্ঘ ৫ বছর বাদে ২০২২ সালের ডিসেম্বর মাসে এই টেট পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছিল এবং এই পরীক্ষাতে প্রায় ৭ লক্ষের বেশি পরীক্ষার্থীরা অংশ গ্রহণ করেছিলেন এবং এই ফল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই প্রকাশিত করে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ২০১৭ সালের বা তার আগে অনুষ্ঠিত হওয়া টেট পরীক্ষার ইন্টারভিউ এখনো সমাপ্ত হয়নি (Primary TET Interview).

কিন্তু এখনো ২০২২ সালের উত্তীর্ণদের ইন্টারভিউ নিয়ে কোন ধরণের তথ্য দেওয়া হয়নি। কিন্তু একের পর এক মামলা চলছে এই টেট নিয়ে আমাদের রাজ্যে কলকাতা হাইকোর্টের তরফে ৩৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল এবং এই নির্দেশের ওপরে আগামী ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।

এইবারে দেখার অপেক্ষা ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে। সত্যি যদি এই পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়, তাহলে অনেক শিক্ষকের প্রয়োজন পড়বে আমাদের রাজ্যে (Primary TET Interview). কিন্তু সঠিক তথ্য জানতে হলে আপনাদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। ঠিক কত জনের সাক্ষাৎকার বাকি এই সম্পর্কেও আপনারা জেনে নিতে পারবেন।

Primary TET Interview তে অংশগ্রহণ করার জন্য নথিপত্রঃ-
১) টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড।
২) টেট পরীক্ষার যোগ্যতার নথি।
৩) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র।

৪) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কসিট ও সার্টিফিকেট।
৫) B.Ed এর প্রমাণপত্র।
৬) জাতির শংসাপত্র।
৭) ভোটার কার্ড ও আধার কার্ড।

NEP Breaking News – পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে নতুন শিক্ষানীতি? উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কলেজে ভর্তির আগে জানুন।

৮) প্রয়োজন পরলে পান কার্ডও লাগতে পারে (WB TET Interview).
৯) পাসপোর্ট সাইজের ছবি।
১০) এছাড়াও পরীক্ষার সময় যেই সকল নথি আপনারা নিজেদের সঙ্গে নিয়ে গেছিলেন সে গুলি নিয়ে যেতে পারেন।

উচ্চমাধ্যমিকে 50% নম্বর পেয়েছেন? আবেদন করুন এই 5 টি স্কলারশিপে আর পেয়ে যান পড়াশোনার সব খরচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button