টেকনোলজি

Ration Card – রেশন গ্রাহকদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করলো পশ্চিমবঙ্গ সরকার, বিস্তারিত তথ্য জেনে নিন।

রাজ্যের সকল নাগরিকদের এখন থেকে আর নিজেদের Ration Card এর সমস্যা নিয়ে বিভিন্ন সরকারি অফিসে দৌড়ে বেরাতে হবে না। পশ্চিমবঙ্গ সরকারের তরফে নাগরিকদের হয়রানি থেকে বাঁচানোর জন্য এই হোয়াটস অ্যাপ পরিষেবা চালু করা হয়েছে। এটি যে খুব একটা নতুন কিছু সেটা নয়, অনেকে এর ব্যবহার কিভাবে করলে সুবিধা পেতে পারেন সেই বিষয়ে জানেন না।

Ration Card এর সব সমস্যার সমাধান এখন হাতের মুঠোয়, কিভাবে জানুন।

রাজ্য সরকারের অধিনস্ত খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে Ration Card এর আবেদন থেকে শুরু করে সংশোধন, নাম, ঠিকানা পরিবর্তন সহ আরও অনেক কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তবুও সকলের কথা মাথায় রেখে এই হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে সকল নিজের মোবাইল ফোন থেকেই একটা ক্লিকে সকল তথ্য জেনে নিতে পারবে।

WB Government Scheme – পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প গুলিতে নাম নথিভুক্ত করে, প্রতিমাসে আর্থিক সাহায্য পান।

এক সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা মিলিয়ে মোট ৮ কোটি ৮১ লক্ষ ৬১ হাজার ৮০৬ জনের বেশি Ration Card গ্রাহক রয়েছে। যেই সংখ্যা প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। অতএব এই হোয়াটসঅ্যাপ পরিষেবার ফলে এই সকল গ্রাহকদের সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। আজকের এই প্রতিবেদনে আমরা এই সুবিধা আপনারা কিভাবে পাবেন সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি।

Ration Card হোয়াটসঅ্যাপ পরিষেবা আপনার মোবাইলে কিভাবে চালু করবেনঃ-
১) www.food.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপরে Whatsapp Chat Bot এই অপশনে ক্লিক করতে হবে।
৩) আপনাকে 99030 55505 এই নম্বরটি নিজের মোবাইলে সেভ করে নিতে হবে।

৪) এই নম্বরে আপনাকে Hi লিখে পাঠাতে হবে।
৫) আপনাকে বাংলা বা ইংরাজির মধ্যে যে কোন একটি ভাষা চয়ন করে নিতে হবে।  
৬) রেশন কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা এর মাধ্যমে পেয়ে যাবেন।
Ration Card হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেনঃ-

১) তথ্য ও অনুসন্ধানের জন্য।
২) রেশন কার্ড এর আবেদন সম্পর্কিত তথ্য।
৩) কৃষকদের জন্য ধান – গম কেনা বেচা।
৪) কোন প্রকার অভিযোগ থাকলে সেই সম্পর্কে লিখতে হবে।

৫) রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য।
৬) দুয়ারে রেশনের তারিখ জানার জন্য।
৭) আপনার নিকটবর্তী রেশন ডিলারের খবর পাওয়ার জন্য।
৮) এর মাধ্যমে আপনি অন্য কাউকে সাহায্যও করতে পারবেন।

E-shram card – প্রকল্পে নাম আছে কিন্তু সময় হয়ে গেলেও টাকা আসেনি একাউন্টে? এখনি চেক করুন।

এই পরিষেবার বিষয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।   

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button