চাকরির খবর

Bank Job: ব্যাঙ্কে ৬ হাজার কর্মী নিয়োগ, আবেদন করুন আজই

আপনি কী ভালো কোনো চাকরির খোঁজ করছেন? তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি IBPS এর তরফ থেকে দেশে প্রায় সাড়ে ছয় হাজার ব্যাংক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কীভাবে এই চাকরির জন্য আবেদন করবেন, আবেদন করতে কী কী লাগবে , কারা আবেদন করতে পারবেন ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে নীচে আলোচনা করা হলো (Bank Job)।

(ক) পদের নাম:- ব্যাংক P.O (Probationary Officers / Management Trainees)

• শূন্যপদ:- ৬৪৩২ টি ( UR- ২৫৯৬ টি , SC- ৯৯৬ টি , ST- ৪৮৩ টি , OBC- ১৭৪১ টি , EWS- ৬১৬ টি )

• নিয়োগের স্থান:- ১১ টি ব্যাংকের বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হবে। ব্যাংকগুলো হলো:- ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, UCO ব্যাংক, এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া।

• কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন?

• বয়সসীমা:- আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর জন্মতারিখ ২ ই আগস্ট,১৯৯৮ থেকে ১ ই আগস্ট,২০০২ এর মধ্যে হতে হবে। SC ও ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ৫ বছর এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন।

• শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে ভারতবর্ষের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে স্নাতক পাশ হতে হবে।

রাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

• আবেদন করতে কী কী লাগবে?
(১) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর

(২) বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ

(৩) Self Declaration ফর্ম (যা আপনি নীচে দেওয়া অফিসিয়াল নোটিশ লিংক থেকে ডাউনলোড করা পিডিএফের শেষের দিকে পেয়ে যাবেন)

• আবেদন ফি:- SC / ST / PWBD প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১৫০ টাকা এবং বাকি প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে।

• কীভাবে আবেদন করবেন?

ইচ্ছুক প্রার্থীরা IBPS -এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। সমস্ত তথ্য ভালোভাবে ফিল আপ করে উপরোক্ত ডকুমেন্টসগুলো আপলোড করে এবং আবেদন ফি অনলাইনে পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে হবে।

• আবেদনের সময়সীমা:- ইচ্ছুক প্রার্থীদের ২ রা আগস্ট,২০২২ থেকে ২২ শে আগস্ট, ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

• কীভাবে নিয়োগ করা হবে:- দু’টো পরীক্ষা Preliminary ও Mains পরীক্ষা এবং তারপরে Interview -এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

জিওর রিচার্জে পাওয়া যাচ্ছে ২০০ টাকা ছাড়, কিকরে পাবেন জেনে নিন

° পশ্চিমবঙ্গে Preliminary পরীক্ষার কেন্দ্র:- শিলিগুড়ি,বহরমপুর, বর্ধমান, আসানসোল, কলকাতা, দুর্গাপুর, হাওড়া, হুগলি, হলদিয়া, কল্যাণী, পশ্চিম মেদিনীপুর।

° পশ্চিমবঙ্গে Mains পরীক্ষার কেন্দ্র:- শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী ও কলকাতা।

আবেদন করার আগে একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

• অফিসিয়াল নোটিশ:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button