চাকরির খবর

West Bengal Job: মাধ্যমিক পাশে রেশন ডিলার নিয়োগ, কিভাবে আবেদন করবেন জেনে নিন

আপনি কি কাজ খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য রয়েছে সুখবর। রাজ্যজুড়ে যারা কাজ খুঁজছেন তাদের অবস্থা যথেষ্ট দুশ্চিন্তাজনক। আর যারা বিভিন্ন কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারেননি তাদের অবস্থা আরও সঙ্গীন। তবে আজ আমরা যে খবরটি আপনাদের জন্য নিয়ে এসেছি তাতে মাধ্যমিক পাশ করলেই যে কেউ আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় রাজ্য সরকারের তরফে রেশন ডিলার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কি কি নথি প্রয়োজন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি (West Bengal Job)।

• আবেদনের শেষ তারিখ:- অফিসিয়াল নোটিশ প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। এই পদের জন্য এখনও আবেদনপত্র জমা নেওয়া চলছে।

(ক) পদের নাম:- রেশন ডিলার।

• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৩০ টি।

• বয়স:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

• আবশ্যিক যোগ্যতা:-
১. রাজ্য সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
২. প্রার্থীরা যে স্থানের ডিলারশিপের জন্য আবেদন করবেন তাদের সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

• আবেদন পদ্ধতি:-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীরা অবশ্যই অনলাইন এবং অফলাইন দু’টি পদ্ধতিতেই আবেদন করতে পারবেন।

আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন করুন আজই

° অফলাইনে আবেদনের পদ্ধতি:-
১. প্রথমেই আপনাকে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি (ফর্ম সি) সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে।
২. এরপর প্রয়োজনীয় নথিগুলো এবং আবেদন ফি ১০০০ টাকা জমা দেওয়ার প্রমাণ একত্রে ফর্মের সাথে যুক্ত করে একটি মুখবন্ধ খামে সংশ্লিষ্ট মহকুমা নিয়ামকের নিকট জমা দিয়ে আসতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীরা রেজিস্টার্ড পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমেও আবেদনপত্র জমা দিতে পারেন।

° অনলাইনে আবেদনের পদ্ধতি:-
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ এর মারফত ফর্মটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় নথিগুলো আপলোড করে ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তাহলেই ডিলারশিপ এর জন্য আবেদন সম্পূর্ণ হবে।

• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. মাধ্যমিকের সার্টিফিকেট এবং অ্যাডমিট।
২. আধার কার্ড এবং ভোটার কার্ড।
৩. স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র।
৪. জাতিগত শংসাপত্র।
৫. আবেদনকারীর ফটো।

৮.১৫ শতাংশ হারে সুদ পাবেন এই ব্যাংকগুলোতে, টাকা রাখলে বিশাল লাভ

• নিয়োগের স্থান:-
পূর্ব মেদিনীপুর, মালদা ও উত্তর ২৪ পরগনা জেলার ভিন্ন ভিন্ন মহকুমার/ ব্লক বা পৌরসভা/ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে। এই স্থানগুলোর সমস্ত বিবরণ অফিসিয়াল নোটিশে রয়েছে।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button