ছুটি

School Reopen – ফের গরমের ছুটি বাড়ানো হবে? এই মুহূর্তের বড় আপডেট দেখে নিন।

রাজ্যের সকল বিদ্যালয়ে ২ রা মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল এবং এখন School Reopen বা পুনরায় বিদ্যালয় খোলা নিয়ে আলোচনা চলছে। ২৪ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের রক্ষা করার জন্য সরকারের তরফে এই ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি অতিরিক্ত গরমের কারণে এক সপ্তাহের জন্য সকল স্কুল – কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। বিগত বছরের মত এইবারেও অনেক দিন গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হল।

School Reopen Latest Guidelines By WB Government.

কিন্তু এই দীর্ঘ ছুটির ফলে সকল পড়ুয়াদের যেই পড়াশোনা ঘাটতি হয়েছে সেই ঘাটতি পোষানোর জন্য সকল শিক্ষক ও শিক্ষিকাদের জন্য শিক্ষা দফতরের তরফে একটি জরুরি নির্দেশিকা প্রকাশিত করা হয়েছে (School Reopen In WB). কিন্তু এতদিন সঠিক কোন নির্দেশিকা না পাওয়ার জন্য সকলের মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল যে কবে Summer Vacation শেষ হয়ে আবার পুনরায় স্কুল খুলবে? কিন্তু ৩১ শে মে স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফে আগামী ১৫ ই জুন থেকে স্কুল খোলা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু এই নিয়েও অনেকের মনে ধোঁয়াশা রয়েছে কারণ, এখনো আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির কোন সম্ভাবনা জানানো হয়নি। এই সকল কিছুর মধ্যেই পড়ুয়াদের পড়াশোনার ক্ষতিপূরণ করার জন্য সকল শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নেওয়া সহ আরও অনেক নির্দেশ পালন করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। টানা ৫০ দিনের কাছাকাছি সময় ধরে স্কুল বন্ধ (School Reopen). কিন্তু আবাহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি বলে মনে করছেন অনেকে।

School Reopen এর পরে শিক্ষকদের কি নির্দেশ মানতে হবেঃ-
১) গরমের ছুটির পরে সকল শিক্ষক ও শিক্ষিকাদের শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি মেটাতে হবে।
২) বিদ্যালয়ের তরফে এই নিয়ে পরিকল্পনা করতে হবে।
৩) এছাড়াও টিফিন চলাকালীন সকল শিক্ষকদের খাওয়ার খাওয়া ও পড়ুয়াদের কাজ ছাড়া অন্য কিছু করা যাবে না।

৪) ছুটি নিতে হলে সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের অবশ্যই নিজেদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অনুমতি নিতে হবে।
৫) পরীক্ষার আগেই সকলের সিলেবাস সঠিক পদ্ধতি মেনে ও অতিরিক্ত ক্লাস নিয়ে শেষ করতে হবে।
৬) গরমের ছুটির পর বিদ্যালয় খুললেই রান্না করা খাওয়া সকলকে দিতে হবে।

৭) স্কুল চত্বর পরিষ্কার ও পরিছন্ন করে রাখতে হবে।
৮) উপরোক্ত সকল নিয়োগ স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের মানতে হবে এবং সকল সহ শিক্ষকদের মানাতে হবে।
৯) পড়ুয়াদের সময় নিয়ে ধরে ধরে বাকি থাকা সিলেবাস বোঝাতে হবে।

Primary TET Scam – প্রাথমিকে 32 হাজার শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিলো আদালত।

School Reopen নিয়ে এখনো অনেকের মনে জল্পনা রয়েছে। অনেকেই মনে করছেন এই Summer Vacation এর ছুটি আরও বৃদ্ধি পেতে পারে। কারণ ২০২২ সালেও এই গরমের কারণে ২ রা মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল এবং ২৬ শে জুন থেকে পুনরায় স্কুল খোলা হয়েছিল। এই বছরেও ঠিক এমনই কিছু হলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন।

Ration Card Rules – এই নিয়ম না মানলে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে সামগ্রী পাবেন আর মাত্র কয়েক দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button