চাকরির খবর

SSC Recruitment – পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি, আবেদনের বিস্তারিত পদ্ধতি দেখে নিন।

রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের ফের চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেলো, ২০২৩ সালে SSC Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। প্রত্যেক বছরই স্টাফ সিলেকশন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সিলেকশন পোস্ট নিয়োগের জন্য। এই পরীক্ষায় উত্তীর্ণদের বিভিন্ন সরকারি দফতর, অফিস, কার্যালয়ে চাকরিতে নিয়োগ করা হয়ে থাকে। ৫ হাজারেরও বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সকল প্রান্তের ছেলে – মেয়েরা সকলেই এই আবেদন করতে পারবেন।

SSC Recruitment ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হবে আগামী জুন – জুলাই মাসে।

৪ ঠা নভেম্বর ১৯৭৫ সালে SSC – Staff Selection Commission এর স্থাপনা করা হয়েছিল। এই সংস্থার মূল কাজ হচ্ছে, দেশের ও রাজ্যের সকল সরকারি দফতরে বা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী খুঁজে বার করা এবং সচ্ছতা বজায় রেখে তাদের নিয়োগ করা। আজকে আমরা SSC Recruitment আবেদনের পদ্ধতি, যোগ্যতা, বয়স সম্পর্কে আলোচনা করতে চলেছি।

WB SSC Scam – এবার গ্রুপ সি দুর্নীতির ফলে ৮৪২ জনের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট।

SSC Recruitment আবেদনের যোগ্যতা ও বয়সঃ-
১) ১৮ – ৩০ বছরের মধ্যে সকল ছেলে – মেয়ারা এই আবেদন করতে পারবে।
২) ০১/০১/২০২৩ তারিখ হিসাবে আপনাদের এই বয়স হিসেব করা হবে বলে জানিয়েছে স্টাফ সিলেকশন কমিশন।

৩) সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
৪) SC, ST, OBC দের ক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া যাবে। এই নিয়েও আমরা আলোচনা করতে চলেছি।
৫) SSC Recruitment এর ক্ষেত্রে SC, ST দের জন্য ৫ বছর, OBC দের জন্য ৩ বছর, বিশেষভাবে সক্ষমদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হবে।

৬) এছাড়াও বিশেষভাবে সক্ষম এর সঙ্গে কেউ যদি OBC শ্রেণীর অন্তর্ভুক্ত হয়, তার ক্ষেত্রে ১৩ বছর ও SC, ST হলে ১৫ বছরের জন্য ছাড় দেওয়া হবে।
৭) ২৭/০৩/২০২৩ এর মধ্যে সকলকে আবেদন করতে হবে।
SSC Recruitment আবেদনের পদ্ধতিঃ-

১) অনলাইনের মাধ্যমে আপনাদের এই SSC Recruitment এর আবেদন করতে হবে।
২) www.ssc.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) এর আগে আমরা অনেক বার দেখেছি যে শেষের দিকে এই ওয়েবসাইটে আবেদন করতে অসুবিধে হয়, তাই সকলের উচিত যত শীঘ্র সম্ভব আবেদন সেরে ফেলা।

৪) আপনাদের লগ ইন অপশনে যেতে হবে। এর আগে যদি আপনি এসএসসির কোন পদের জন্য আবেদন করেছেন তাহলে আপনাকে লগইন করে নিতে হবে অথবা নতুন করে রেজিস্টার করে নিতে হবে।
৫) এরপরে আপনাকে নিজের আধার কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে। নিজের নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্মের তারিখ লিখে দিতে হবে।

৬) আপনারা কোন বোর্ডের থেকে মাধ্যমিক পাশ করেছেন সেটা সিলেক্ট করে নিতে হবে।
৭) মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বারটা নির্ভুলভাবে লিখতে হবে।
৮) কতো সালে মাধ্যমিক পাশ করেছেন সেটা লিখে দিতে হবে, জেন্ডার, সর্বচ্চো যোগ্যতা সিলেক্ট করতে হবে।
৯) মোবাইল নম্বর, ই মেল, ও রাজ্য সিলেক্ট করে নিতে হবে।

১০) এই সামান্য কাজ করলে আপনাদেরকে SSC Recruitment এর রেজিস্ট্রেশান নম্বর দেওয়া হবে ও আগামী ১৪ দিনের মধ্যে বাকি সকল তথ্য দিয়ে দেওয়া হবে।
১১) পুনরায় আপনাদের লগইন করে নিতে হবে।
১২) নিজের জাতি, নাগরিকত্ব, শারীরিক কোন সমস্যা আছে কিনা এইটা সিলেক্ট করে নিতে হবে।

১৩) নিজের রাজ্য, জেলা, পিন কোড, স্থায়ী ঠিকানা লিখে দিতে হবে।
১৪) এরপর সকল শর্তাবলি ভালো করে পরে নিয়ে সাবমিট করে দিতে হবে। আপনার মোবাইল নম্বরে ও ইমেল যেই OTP আসবে সেটা লিখে সাবমিট করে দিলে আপনার আবেদন মঞ্জুর করে নেওয়া হবে।
১৫) ১০০ টাকা আবেদন মুল্য জমা করতে হবে। ২৮ শে মার্চের মধ্যে এই টাকা জমা করতে হবে। SSC Recruitment এর জন্য পরীক্ষার দিন ঘোষণা হয়নি, চলতি বছরের জুন, জুলাই মাসে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Madhyamik Exam – মাধ্যমিক পরীক্ষার খাতা চেক নিয়ে বড় গণ্ডগোল! কোন সমস্যার মুখে শিক্ষক-শিক্ষিকারা?

SSC Recruitment এর আবেদনের জন্য এই সামান্য পদ্ধতি অবলম্বন করতে হবে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button